আমি দোষী,আমি অপরাধী
আসসালামু আলাইকুম,
সব ধরনের কথা ভেতরে জমা রাখতে পারিনা,কোথাও একটা খুব কষ্ট হয় কথা জমা রাখতে রাখতে।একটা সময় আসলে খুব দুর্বিষহ লাগে সবকিছু।আজকেও ঠিক তেমনটাই হচ্ছে।বাধ্য হয়েই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি।চেয়েছিলাম,শবে-বরাত নিয়ে লিখবো কিন্তু মনের অবস্থা একদমই ভালো না।পারছিনা কোনোকিছুতে মনোনিবেশ করতে।
এই মুহুর্তে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে নিজেকে।আর এই অপরাধটাও হয়তো দুনিয়ার সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে একটা।অপরাধটা হলো,কারো জীবন সুন্দর হতে না দেয়ার।
আমার বাবা আর বড় ফুফু সবসময়ই বলতো এবং বলে,মানুষের উপকার করতে পারেন আর নাই পারেন,কারো কোনোদিন ক্ষতি করবেন না।
এতোদিন ভেবে এসেছি হয়তোবা আমি তাদের কথা মেনে চলছি এবং নিজেকে তাদের চাওয়ার মতো করেই বড় করে তুলছি।কিন্তু আমি সম্পূর্নরুপে ভুল ছিলাম।
আমার জন্য কোনো একজনের জীবন নাকি সুন্দর হতে পারছেনা আর আগামীতে হবে কিনা তাও ঠিক নেই।
কথাটা যখন শুনলাম,তখন মনে হলো আমার বাবা আমার মতো ছেলে ডিজার্ভ করেনা আর আমার ফুফু আমার মতো ভাতিজা ডিজার্ভ করেনা।তাদের আদর্শ আমি রাখতে পারিনি,একজনের জীবনকে নাকি আমি অসুন্দর বানিয়ে দিয়েছি!
মানুষ হয়ে যখন জন্মেছি,প্রেম ভালোবাসা জীবনে আসবে সেটা অস্বাভাবিক নয়।তাকে ভালো লাগতো ক্লাস ৯/১০ এর মাঝখান থেকে।ঘটনাক্রমে বিষয়টা সে জানতেও পারে।কিন্তু নিজের চরিত্র,পারিবারিক শিক্ষা আর আত্মমর্যাদা রক্ষার্থে সে কোনোদিন আমার তালে তাল মেলায়নি।আর এই কারণটাই তার প্রতি আমাকে আরো বেশি দূর্বল করে তুলেছিল।কখনো তাকে ফোর্স করিনি,তাকে তার মতো করেই ভালোবেসে গেছি।বর্তমানে যাকে বলে,অন সাইডেড লাভ।
কোনো এক সময়ের নিয়মিত কথা-বার্তার মাঝে একটা ফাটল ধরার পর কাল-ভাদ্রে একাতবার কথা হয়।প্রায় মাস দেড়েক পর গত পর্শুদিন একবার কথা হয়েছিল।আর তারপর আজ তাকে ম্যাসেজে লিখেছিলাম,
nijer icchaguloke urte dao,jibon take sundor kore sajao....
Happy women day.
প্রথম ম্যাসেজের রিপ্লাই দিয়েছিল এভাবে,
hocche na
hobeo na.
কৌতুহলবসত লিখলাম,
karon ami?
তার কাউন্টার -
abar jiggasa korteso?
যখন এই ম্যাসেজটা পড়লাম তখন ভেতরে যেন একটা ধাক্কা লেগেছিল।মনে হচ্ছিলো,এই অপরাধ নিয়ে বাঁচা সম্ভব নয়।জীবনে এতোটা সম্মান মায়ের পর কোনো মেয়েকে করিনি যতটা তাকে করেছি,বাট বুঝিনি এতে তার জীবন অসুন্দর হয়েছে।
কোথায় যেন একটা মনে হচ্ছে,এমন একটা অপরাধের অপবাদ কাঁধে নিয়ে বাঁচা সম্ভব নয়।যদি কোনোদিন তার সামনাসামনি হই,কিভাবে ফেস করবো মুহুর্তটা?
লাস্ট একটা কথাই বলতে চাই, আমি কোনোদিন তোমার ক্ষতি চাইনি।নিয়মিত নামাজ না পরলেও যখনই নামাজ পরেছি তখন মোনাজাতে এক সেকেন্ডের জন্য হলেও তোমার নাম নিয়েছি।
আত্মগ্লানিতে ভোগার মতো কষ্ট হয়তো আর কিছু আছে বলে এই মুহুর্তে মনে হচ্ছেনা।আসরের নামাজ পরার পর কেবোল আল্লাহর কাছে তার কথাই বলেছি,জীবনটা তার কল্পনার চেয়েও বেশি সুন্দর করে দাও।
নিজেকে প্রচন্ড অসহায় ভেবেই কথাগুলো বললাম,খারাপভাবে নিবেন না কেউ🙏।সবার জন্য অঢেল ভালোবাসা রইলো।
©@farhantanvir
Date.08/03/23
খুব খারাপ লাগলো পড়ে। কেন যে কাউকে ভাল লেগে যায়?? কেন যে ভালবাসা হয়? আপনার কোন দোষ নেই।আপনি এ থেকে বেড়িয়ে আসুন।মন ভাল রাখলে আপনার ও ভাল কিছু হবে।
ধন্যবাদ আপু❤️।
হয়তো কষ্ট লাগা একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তবুও বলবো আমার চেয়ে অনেক কম কষ্ট ছিল এটা। তবে ভালোই হয় তার পূর্বেই ফিরে আসা উচিত কারণ দুনিয়াটা এমনই পর্যায়ে চলে গেছে।
জানিই মিছে মায়া,তারপরেও কেন যে আমরা ডুব লাগাই এর মাঝে!🤧।