ধনের চাইতে মন রক্ষা করা জটিল!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কষ্ট করলে সফলতার অভাব হয় না। এটা হয়তো খুব সহজে বলে ফেললেও এটা যে খুব কঠিন কথা। এটা আমি যেমন জানি ঠিক তেমনটাই আপনারাও জানেন। তবে এটা বলার একটি মাত্র কারণ হলো, আসলে আমরা যদি কোনো কিছুর জন্য একেবারে জান প্রাণ দিয়ে কষ্ট করি। তাহলে আসলে সে কষ্টটি সফল হবেই হবে। কারণ সৃষ্টিকর্তা কখনোই কষ্ট এর বিনিময়ে আসলে আরো কষ্ট দেন না। অর্থাৎ আমরা যদি কোনো কিছুর জন্য অনেক বেশি পরিশ্রম করি। তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে অবশ্যই সেটা উপহার হিসেবে দিয়েই দেন।হয়তো কিছুটা পরে আবার কিছুটা আগে দেন।

কিন্তু এই যে ধন-সম্পদ রক্ষা করাটা যতোটা সহজ। অর্থাৎ এই যে আমরা কাজ করার মাধ্যমে বিভিন্ন রকমের অর্জন করি কিংবা আসলে অনেক কিছু পাই নিজের জন্যেই কিংবা নিজের পরিবারের মাধ্যমে। কিন্তু সেসব রক্ষা করা হয়তো অনেকটা সহজ। কিন্তু কারো মন রক্ষা করা অনেক বেশি কঠিন। আর এই কঠিন কাজটি করার জন্য আসলে প্রচন্ড ইচ্ছের প্রয়োজন হয়।

কারন আমরা তখনই কারো মন রক্ষা করতে পারি। যখন আসলে আমরা ওই মানুষটিকে মন থেকে ভালোবাসি। তখন আসলে তার মন রক্ষা করা সত্যি অনেক কঠিন ব্যাপার। তাই ওই জটিল কাজটি যদি আমরা আমাদের জীবনে আসলে করে ফেলতে পারি। অর্থাৎ সফলতা অর্জন করতে পারি অর্থাৎ আমাদের প্রিয় মানুষদের মন রক্ষা করতে পারি। তাহলে আমি মনে করি ওই মানুষটি জীবনে অনেক বেশি সফলতা অর্জন করে ফেলেছে।

কারণ ধন সম্পদ চাইলেই রক্ষা করা যায়।একটু বুদ্ধি খাটালে রক্ষা করা যায়। কিন্তু মন রক্ষা করার জন্য একটা পিওর মন দরকার। যেটা আসলে আজকালকার সময় আমাদের অনেকেরই নেই। কারণ মনের ব্যাপারে আসলে ভাবতে গেলে দেখা যায়, আমাদের মন বর্তমানে অনেক বেশি দূষিত। আর এই দূষিত পরিবেশে অনেকটা গোবরে পদ্মফুল এর মতোন যারা কিংবা যে মানুষগুলো মন রক্ষা করতে পারে। তারা সত্যিই এক একজন হীরের টুকরো।

ABB.gif

Sort:  
 last month 

বিষয়টি বেশ মজার কিন্তু।আপনি ঠিকই বলেছেন ধন-সম্পদ রক্ষা করা সহজ, কিন্তু মানুষের মন রক্ষা করা কঠিন। সত্যিকারের ভালোবাসা ও নিঃস্বার্থ মন না থাকলে এটা সম্ভব নয়। যারা অন্যের মন রক্ষা করতে পারে, তারাই সত্যিকারের মূল্যবান মানুষ।তবে এ ধরনের লোকেরা আবার কষ্ট বেশি সইতে হয়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.030
BTC 84140.59
ETH 1590.05
USDT 1.00
SBD 0.76