ভালোবাসা

for-you-2198772_1920.png

Source

আপনি একটি বিষয় বিশ্বাস করবেন কিনা জানিনা আমাদের এই পুরো পৃথিবীটাই বিশ্বাস এবং ভালোবাসার উপরে নির্ভরশীল। আপনি যার প্রতি যতটা বেশি দুর্বল তাকে আপনি ততটাই বেশি ভালবাসেন এবং সে যদি আপনার কাছ থেকে দূরে সরে যায় সে ক্ষেত্রে আপনার কষ্ট হয় এর কারণ আপনি তাকে ছাড়া ভালো থাকতে পারবেন না। এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণ নিজের খুশির জন্য আপনি অন্যকে ভালবাসেন।

ভালোবাসার জীবনের একটি বড় অংশ। ভালোবাসা ছাড়া জীবন প্রায় অচল। আপনি এই জীবনে বেঁচে থাকতে হলে কাউকে না কাউকে আপনাকে ভালবাসতেই হবে। ভালোবাসার সূচনা হয় আমাদের পরিবার থেকে। পরিবারের মানুষজনগুলোকে আমরা অনেক বেশি ভালোবাসি তার মধ্যে মা-বাবা অন্যতম। যার ঋণ আমরা কোনদিনও শোধ করতে পারবো না। আপনি যতই মা বাবার জন্য সেবা করেন না কেন কিন্তু মা বাবা আপনার জন্য যেসব ত্যাগ স্বীকার করেছে তার এক পার্সেন্টও আপনি কোন ভাবেই শোধ করতে পারবেন না।

আপনারা কি কখনো বাসে ট্রাভেল করেছেন? বাসে যদি ট্রাভেল করে থাকেন তাহলে একটি বিষয়ে আপনার লক্ষ্য করবেন যখন লং রুটের বাসে আপনারা ট্রাভেল করেন তখন খুব দ্রুত কিন্তু একটি বাস অন্য বাসকে ওভারটেক করে এবং মাঝে মাঝে সামনাসামনিও চলে আসে কিন্তু তারপরও তাদের একের ওপরের প্রতি বিশ্বাস আছে বলেই তারা সঠিকভাবে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে এবং সঠিকভাবে একে অপরকে ওভারটেক করতে পারে। আমি নিজেও একজন গাড়ি চালক অর্থাৎ আমাদের প্রাইভেট কারও ছিল এবং আমিও এই বিষয়গুলো ভালোভাবেই অনুধাবন করতে পারি। শুধুমাত্র ড্রাইভার এর একটি ইশারাই যথেষ্ট এই বিশ্বাসটা অর্জন করার জন্য। যাই হোক ভালোবাসা এবং বিশ্বাস এই দুটো হচ্ছে অমূল্য সম্পদ এই সম্পদ গুলো কখনো হারাতে দিবেন না।

ABB.gif

Sort:  
 18 days ago 

আসলেই ভালোবাসা আর বিশ্বাস দুটোই অমূল্য সম্পদ একবার যদি হারিয়ে ফেলা যায় তাহলে সেটা আর ফিরে পাওয়া কষ্ট। তবে হ্যাঁ বাস ওভারটেক করার উদাহরণ দিয়ে বিষয়টা মোটামুটি ক্লিয়ার করেছেন যাইহোক অসংখ্য ধন্যবাদ দারুন লিখেছেন।

 17 days ago 

আপনি একদম সঠিক কথা বলেছেন বিশ্বাস এবং ভালোবাসা আছে বলেই আজও পৃথিবী টিকে আছে। ভালোবাসা আমাদের জীবনের অনেক বড় একটি অংশ। রাস্তায় গাড়ি চালানোর যে উদাহরণ টা দিয়েছেন একেবারে মন ছুঁয়ে গেলো পড়ে। ভালোবাসা বিষয়টিকে খুবই সুন্দর ভাবে সংঘায়ন করেছেন আজকে। পড়ে ভালোই লাগলো আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96428.85
ETH 2753.27
SBD 0.65