চুলে চুলকানি(১০% টু শাই-ফক্স)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,


আশা করি সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।

IMG_20230113_093621_533.jpg

আমার অভিজ্ঞতা যা বলে তাতে আমার আশেপাশে যত লোকজন আছে তাদের অধিকাংশের চুলকানি চুল নিয়ে।তাদের অনেকের ভাষ্য-

১/ওই ভাইয়ের ছেলে ঝাকরা ঝাকরা চুল রাখছে,তুইও কি ওর মতো বখাটে হবি?
২/কিরে নেশা-মেশা করিস নাকি?চুলের এ অবস্থা কেন?
৩/নিউটন হওয়ার শখ জেগেছে?
৪/মেয়েদের সামনে চুল উড়লে ভালোই লাগে তাইনা?

এমন অনেক কথাই বলে তারা সবাই আর আমি চুপচাপ শুনি।বিশ্বাস করেন রাসেল ভাই,আমি কারো কথাই কোনোদিন গায়ে লাগাইনি।যে যার মতো বকেছে আমি আমার মতো ঘাড় নাড়িয়েছি। গতকাল রাতে রিক্সা থেকে নেমে ভাড়া দেয়ার সময় রিক্সাওয়ালা মামা বলতেছে,বাবা চুলটা কাটাইয়েন তো! ওনার কথা শোনার পর মনে হলো,এই চুল রেখে যে পাপ আমি করতেছি - একটা খুন করলেও বোধয় এতো বড় পাপ হতোনা।

IMG_20230113_093829_459.jpg

আজ সকালে মানে একটু আগে চুল কাটাতে গিয়ে দেখি সেলুন খুলেইনি।তো বাবাকে ফোন করে বললাম বাবা,সেলুন তো খোলেইনি।আমি মেসে ব্যাক করে চুল কাটাই?
বাবা বললো,আমি যেখানে চুল কাটাই সেখানে যান আর আমি বলে দিচ্ছি ফোন করে।
ওখানে যাওয়ার পর বললাম আংকেল আমায় এভাবে এভাবে করে চুলটা কেটে দেন। শুরুতেই উনি উলটো কাজ করলেন।বললাম আংকেল এটা কি হলো?
উনি বললেন,বাবা ধৈর্য ধরে বসো আর দেখো। যেমন বলেছো ওমনই হবে।একবার করে কাঁচি নাড়াচ্ছিলো আর প্রতিবার যেন আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিলো।পুরা কসাইয়ের মতো করে চুলের গোড়ায় চিড়ুনি বসাচ্ছে আর কাঁচি দিয়ে চুলগুলো হত্যা করছে।মায়া দয়া বলতে কিচ্ছু নেই এই সুশীল সমাজের💔।

IMG_20230113_094345_143.jpg

নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেকক্ষন বসে থাকার পরে দেখি মাথায় চুল বলতে কয়টা কালো জিনিস দেখা যাচ্ছে।মন মেজাজের তো তখন ১২৮°।
আমি যখনই বলতে যাবো এটা কি করলেন!তার আগেই উনি বললেন,তোমার বাবা ফোনে এমনই করে দিতে বলেছিল।

IMG_20230113_104813_598.jpg

আমি আর কারে কি বলি!ঘরের মধ্যেই শত্রু আমার,বাইরের লোককে দোষ দিয়ে কি লাভ🙂।ওখান থেকে চুপচাপ বাসায় এসে বাবাকে বললাম, খুশি?এই নাহলে আমার ছেলে!এমন করেই চুল কাটবেন,লোকে ভালো বলবে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9GYkLeJnew7bGkZMcQhpUsb9FKBp1Ac9v1VQQgvoikPF8KRCLkW3TPkop1QH...aicMu5N5hPSsE87ct6mzz7fQ271o8NPBM8pSEAcds1Tmns2b9sX7TtXE4zLQjaGRSbaXRGBXjo96fgMESbU8aYA9nyP591uLxXs7AUaBc6WbX6b8xxv23NGgw8.png

আমার মাথায় সত্যই এই বিষয়টা কাজ করেনা যে,চুল বড় রাখলে অসুবিধাটা কই?এটা তো একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা।বাট সেখানেও হস্তক্ষেপ।আমার কথা হচ্ছে,আপনি আলাদা মানুষ আমি আলাদা মানুষ। আপনার কাজ আপনি করুন,আমার কাজ আমি করি।আপনার কাজে তো আমার চুলে গিয়ে বাধা দিচ্ছেনা।অনেকের কাছে এটা স্বাভাবিক কিন্তু আমার কাছে ইললোজিক্যাল।

যাইহোক,সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

🌼আল্লাহ হাফেজ।🌼

Cc. @farhantanvir
Shot on. Oppo f19 pro
Location. Gobindaganj
Date.13/01/23

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

Sort:  
 2 years ago 

চুল দাড়ি বড় হওয়ার মত পাপ নাই ভাই। সবাই ধরে জ্ঞান দেওয়া শুরু করে।চুলই মনে হয় পৃথিবীর সব সমস্যার মূল।এই কয়দিন আমিও এই অত্যাচার সহ্য করলাম।আজ যাচ্ছি কাটতে। ভালই লাগতেছে তোমায় চুল কেটে।

 2 years ago 

কাটুন কাটুন,নাপিতের পেট চালাতে সাহায্য করুন😁।

 2 years ago 

ভাই রাসেল ভাইটা কে😉।ঠিক করেছে ছোট করে কেটেছে, আমি হলে তো একেবারে জিরো সাইজ করে দিতাম,তাহলে অনেক চুল কাটার জন্য টাকা খরচ করতে হতো না🤣🤣।হা হা।মজা করলাম।আসলে ছোট চুলেই বেশ ভালো লাগে,কি দরকার চুল বড় রেখে অন্যর টেনশন বারিয়ে কথা শুনা।এখনই তো ভালো লাগছে। 🤪

 2 years ago 

রাসেল একটা কাল্পনিক চরিত্র,বেশ ভালোই চলে নামটা।

 2 years ago 

বর্তমান সময়ে ইয়াং জেনারেশন চুলের বিভিন্ন ডিজাইন করে সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা আমিও মানি। কিন্তু কিছু হাতুড়ে নাপিত রয়েছে তারা চুল কাটার কিছুই জানেনা যেটা খুবই বিরক্তিবোধ যেটা আপনার ক্ষেত্রে হয়েছে। চুল হল নিজের সৌন্দর্য বাড়ায় যার যেভাবে ভালো লাগবে কাটাবে। এখানে আমারও কোন আপত্তি নেই কিন্তু বড় ভাই ব্রাদার পরিবারের একটু ঝামেলা মেনে নিতেই হবে ভাই।

 2 years ago 

নাপিতই আমার সর্বনাশ করেছে এবার🙂।

 2 years ago 

আপনিও তো দেখছি আমার মতই চুল রাখতে মনে হয় নিশ্চয়ই আপনার অনেক বেশি ভালো লাগে। খুব ছোটবেলা থেকেই আমার এই অভ্যাস আমি অনেক বড় বড় করে চুল রাখি যার কারণে এখন পর্যন্ত এলাকার লোকের কাছে অনেক কথা শুনতে হয়েছে। যদিও এলাকার লোকের কথায় আমি মোটেও কান দেই না কিন্তু আমার বাসায় রয়েছে আমার আব্বু এবং আম্মু সেই সাথে ছোট বোন তো সবসময় পেছনে লেগেই থাকে। এইতো কয়েক মাস আগে চুলের ঝুটি করেছিলাম যার কারণে আম্মু খাবার খেতে দিয়ে সব সময় বলতো চুল কাটতে। রাগ করে সেই চুল কেটেই ফেললাম খুবই খারাপ লাগছিল তবে সত্যি বলতে আবার চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু এবার চুল কাটা যাবে না কারণ এবার তো আর বাসায় নেই মেসে চলে এসেছি হাহাহা। এবার অনেক বড় করব চুল।

 2 years ago 

মেস থেকে বাসায় গেলেই প্রবলেম ফেইস করতে হয় আমাকেও।

 2 years ago 

ভাইয়া কি আর বলবো কষ্টের কথা, আমার এতটুকু পিচ্চি সেও চুল কাটতে চায় না। ছোট থেকে আমিই নিয়ে যাই ওকে সেলুনে। কারন ১১ টার পর যাই, ওর পাপা তখন বাসায় থাকে না তাই।ইদানীং ওকে চুল কাটাতে নিলে আমি আর চুল কাটার লোক রীতিমত হিমশিম খাই।এজন্য আমি এখন নিয়ে যাই না, ওর পাপার সাথেই পাঠাই। তবে বোঝেন, আর আপনি তো একজন বড় মানুষ চুল কাটাতে নাই চাইতে পারেন।তবে চুল ছোট রাখাই ভালো, ভদ্র দেখায়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু😊।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96677.33
ETH 2767.67
SBD 0.65