একটা সময় আমরা এক থাকতে শিখে যাই

person-5956897_1920.jpg

Source

প্রথম যখন আমরা এই পৃথিবীতে আসি তখন আমরা এই পৃথিবীর সম্পর্কে ন্যূনতম ধারণা রাখি না। আস্তে আস্তে সমাজ, পরিবার পরিজন, বন্ধু-বান্ধব গড়ে ওঠে এবং আমরা একটি নিয়মের মধ্যে চলে আসি। বরঞ্চ এই বিষয়টাই হচ্ছে আমাদেরকে একত্রিত করে এবং অন্যান্য জীবের থেকে মানুষকে আলাদা করে। এই জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কষ্ট আমরা পেয়ে থাকি। মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন আশেপাশের কাউকেই খুব একটা বেশি ভালো লাগে না বরঞ্চ নিজেদেরকেই একা বলে মনে হয়। একাকীত্ব থাকাটাই আমাদের সবথেকে বড় প্যারোটি হয়ে যায়।

আমি আমার ব্যক্তিগত জীবনে কিছু অভিজ্ঞতা থেকে বলতে চাই। বেশি বন্ধু-বান্ধব থাকাটাও যেমন জীবনের সমস্যা আবার খুব একা থাকাটাও কিন্তু জীবনে খুব বড়ই একটা সমস্যা। থাকুক না দুই একজন বন্ধুবান্ধব, থাকুক না একজন মনের মানুষ। যে সব মানুষকে আপনি আপনার সমস্ত ব্যথা কষ্ট এসব বলতে পারবেন কিন্তু দিন শেষ যখন সেই মানুষগুলো আপনাকে ছেড়ে চলে যায় আপনাকে কষ্ট দেয় তখন একাকীত্ব ছাড়া আর কোন পথ ফাঁকা থাকে না। কিন্তু এই যে একাকীত্ব এটা কিন্তু খুব বেশি একটা খারাপ কিছু নয়। আপনি যখন জীবনের স্ট্রাগল করছেন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন তখন যদি আপনি এই একাকীত্ব জীবনটাকে ধারণ করতে পারেন। সে ক্ষেত্রে সেই সময়টাই হবে আপনার জন্য গোল্ডেন টাইম অর্থাৎ এই সময়ের জন্যই আপনি জীবনে এমন কিছু করতে পারবেন যাতে করে আপনার ভবিষ্যৎ প্রজন্মরা অনেক ভালো থাকতে পারবে।

দেখুন, প্রত্যেকটি বিষয়ের পসেটিভ এবং নেগেটিভ দিক রয়েছে। সে বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে একাকীত্ব থাকাটাও কিন্তু খুব বেশি একটা সমস্যার বিষয় নয়, যদি না সেটা লং টাইম হয়ে থাকে। হ্যাঁ, আপনি দুই তিন বছর আলাদা থাকতে পারেন। নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করে নিজের পড়াশোনা কন্টিনিউ করবেন বা যেখানে আপনি কাজ করছেন সেই কাজের উপর মনোনিবেশ করতে পারেন। সে ক্ষেত্রে দেখা দিবে আপনি খুব দ্রুতই সফলতা অর্জন করতে পারছেন। আপনার যেই কাজ করতে ভালো লাগছে আপনি সেটাই করছেন।

কাউকে কৈফিয়ত দিতে হচ্ছে না, কাউকে এক্সপ্লেনেশন করতে হচ্ছে না। কি করছি কোথায় যাচ্ছি কিভাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলছি। তবে নিজের পরিবারের কথাটা ভিন্ন। সবমিলিয়ে এই বিষয়টি যদি আপনি ভালো কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু যদি আপনি অন্য কোন পথে চলে যান সে ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 last month 

মানুষের জীবনে বাস্তবে সঙ্গে জীবনযাপন করা অনেক কঠিন। সময় সাথে সাথে জীবনে অনেক বাধা বিপত্তি চলে আসে।আমরা কেউ কেউ বাস্তবতাকে সহ্য করতে না পরে একাকীত্ব থাকাকে প্যারোটি দেয় ।তবে আমার মনে হয় একাকীত্ব আমাদের সময় মত ভালোর দিকে নিয়ে যেতে সাহায্য করে। আপনার পোস্ট টি পড়ে ভালো লাগলো। আপনার জন্যে শুভকামনা রইলো।

 last month 

সময় এবং পরিস্থিতির পরিবর্তনের ফলে আমরা একটা সময় একা থাকতে শিখে যায় তা খুব বাস্তব। আসলে সময় এবং পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। জীবনের বাস্তবতা খুবই কঠিন। জীবনের সবসময় একরকম যায় না। কখনো কখনো সম্পূর্ণ একা থাকতে হয়। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67