বর্তমানে বাঁচতে শিখুন
এমন অনেক মানুষ আছে যারা অতীতের স্মৃতি থেকে বেরিয়ে আসতে পারেনা। অতীতে কোন একটি খারাপ বিষয় তার সাথে ঘটে গেছে এবং সেই বিষয়টা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না। বরঞ্চ সেই অতীতের বেদনা ভরা কষ্টগুলো নিয়েই বর্তমানে বেঁচে থাকেন। এতে করে তার দুটি ক্ষতি হয়। বর্তমানে তিনি বাঁচতে পারছেন না এবং এর কারণে অদূর ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে সেটাও তিনি ভালোভাবে বুঝে উঠতে পারেন না।
সময় সব সময় আমাদের পক্ষে থাকবে না বরঞ্চ সময় সময়ের নিয়মেই সব সময় গতিশীল থাকবে। এমতাবস্থায় আমরা কিছু ভালো সময় পাবো আবার কিছু খারাপ সময়ও আমাদের জীবনে আসবে। তবে সবকিছু বিবেচনা করে যদি আমরা সব সময় নিজেদের খারাপ লাগা গুলোকে নিয়েই থাকি তাহলে কিন্তু আমরা জীবনে ভালো কিছু করতে পারবো না। অতীত এমন একটা মরিচিকা যেখান থেকে খুব সহজেই যে কেউ বের হয়ে আসতে পারে না। কিন্তু যারা বের হয়ে আসতে পেরেছে তারা জীবনে ভালো কিছু করেছে এবং এটাই হওয়া উচিত বলে মনে করি। সব সময় নিজের বর্তমানে বাঁচা উচিত।
সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা সব সময় নিজের ভবিষ্যৎকে ভালো করার চেষ্টা করি। এমত অবস্থায় আমরা নিজের বর্তমানে প্রচুর পরিশ্রম করে নিজের ছোট ছোট ইচ্ছে গুলো কে ও নষ্ট করে ফেলি। কিন্তু দিন শেষে যখন বয়স পেরিয়ে যায় তখন মনে হয় কেন বর্তমানে আরেকটু বেশি সময় উপভোগ করলাম না। এই আফসোস যেন আমাদের না হয় তাই নিজের বর্তমানকে ভালো রাখার চেষ্টা করেন তাহলেই দেখবেন নিজের ভবিষ্যত ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।