লেবার দিয়ে বাড়ির পুকুর খনন করার মুহূর্ত

in আমার বাংলা ব্লগ7 months ago


আসসালামু আলাইকুম




হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পুকুর খননের মুহূর্তের বেশ কিছু অনুভূতি নিয়ে। আশা করব আমার এই পোস্ট করার মধ্য দিয়ে বেশ অনেক কিছু জানার সুযোগ হবে আপনাদের। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখনই বিস্তারিত শুরু করি।

IMG_20240508_102320_790.jpg


ফটোগ্রাফি সমূহ:


আপনারা অনেকেই জানেন আমরা মোটামুটি কম বেশি মাছ চাষ করে থাকি। আর এই মাছ চাষের পেছনে রয়েছে বেশ ইনভেসমেন্ট, নিজেদের শ্রম ও সজাগ দৃষ্টিভঙ্গি। পুকুরে মাছ চাষ বলতে শুধু যে মাছ পুকুরে ছেড়ে দিলাম আর চাষ হয়ে গেল তা কিন্তু নয়। এর আগে পরে অনেক কার্যক্রম থেকে যায়। আমরা জানি পুকুর যখন পানিতে পরিপূর্ণ থাকে তখন চারটি পাড়ের মাটি ভেঙে পুকুরে পড়ে। বৃষ্টির পানি শোত গেলে ধোয়ানো মাটি পুকুরে চলে যায়। আর এভাবেই দিনে দিনে পুকুরের গভীরতা কমে যায়। পাড় গুলো ভেঙে একটা পুকুরের সাথে আর একটা পুকুর একাকার হয়ে যায়। ঠিক তেমনি হয়েছিল এবার আমাদের এবং পাশের চাচাদের পুকুর দুইটা। তাই আমরা উভয় নিজেদের পুকুরগুলো পানি নিষ্কাশন করে সংস্কার করার কাজে লেগে ছিলাম। এজন্য ১০ জন লেবার নিয়েছিলাম। তারা দুই তিন দিন ব্যাপী কাজ করল। এ মুহূর্তে তারা কয়েকজন মিলে কোদাল দিয়ে মাটি কাটতে থাকলো আর ডালি বোঝাই করল অন্যরা মাথায় নিয়ে পুকুরপাড় থেকে উপর পর্যন্ত মাঠে ফেলতে থাকলো। আর এভাবেই তাদের কাজ চলতে থাকলো পুকুরের ধার দিয়ে।

IMG_20240508_102317_109.jpg

IMG_20240508_102324_965.jpg


আমরা জানি এবার প্রচন্ড গরম পড়েছিল। সে গরমের মুহূর্তে পুকুরের পানি শুকিয়ে গেছিল। তবে যেইদিন এই কাজ শুরু হলো ওই দিন রাতে বৃষ্টি হয়। এজন্য পুকুরের নিচের অংশের তলায় কিছুটা করে পানি জমে রয়েছে বুঝতে পারছেন। তার পূর্বের দিন কিন্তু এতোটুকু ছিল না একদম সম্পূর্ণ মাটির শুকনো ছিল। তবে গত বছর এই মুহূর্তে পুকুরে অনেক মাছ ছিল এবার বৃষ্টি না হওয়ার কারণে ওই সময়টা পুকুরের এই অবস্থা আর সুযোগ-সুবিধা পেয়ে মাটি খননের প্রচেষ্টা। আমাদের এখানে অনেকেই এভাবেই পুকুর সংস্কার করে থাকেন। মাটি খননের মধ্য দিয়ে পাড় পুকুরপাড় বাধা হয়। এতে বর্ষার সময় এক পুকুর থেকে আরেক পুকুরে পানি চলাচল বা মাছ চলাচল করতে পারেনা। চারিদিকে সাপের গর্ত গুলো বুঝে যায়। এতে মাছের জন্য বেশ সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। তাই কমবেশি প্রত্যেক বছরে চেষ্টা করে থাকে পুকুরের পানি ছেঁকে দিয়ে সংস্কার করতে। যাই হোক প্রথমে পুকুরের মাটি ডালি বোঝাই করে এনে উপর অংশে দেয়া শুরু করল। যে জায়গায় বসে আমরা একই পরিবারের একাধিক সদস্য আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ব্লগ করে থাকি, চ্যাট কমেন্ট করে থাকি। প্রচন্ড গরমের দিনগুলোতে এই জায়গা হয়ে যায় আমাদের কাজ করার স্থান। তবে বর্ষার সময় প্রচন্ড বন জঙ্গল বেঁধে যায় এই জায়গাতে। বসে থাকার ও কাজ করার উপযুক্ত সময় হয়ে ওঠে গরমের মুহূর্তে।

IMG_20240508_102327_389.jpg

IMG_20240508_102328_732.jpg


আমাদের পুকুরের মাটি উত্তোলনের কথা ছিল মাটি খনন করা মেশিন দিয়ে। দীর্ঘ এক মাস ধরে মাটি খনন করা মেশিনের অপেক্ষায় ছিলাম। এই মাটি খনন করা মেশিনটা আসবে আসবে করে এমন একটা দিনে এসে পৌঁছালো যেদিন রাতে বৃষ্টি হয়ে গেল তাই সেই গাড়ি আর কুকুর পর্যন্ত আনা সম্ভব হলো না। এখানে মাটি খনন করা গাড়ির কাজ ছিল মোট দুইটা। একটা আমার বন্ধুর ঘর নির্মাণের জন্য মাটি খনন করে দিতে হবে। আর একটা আমাদের পুকুর সংস্কারের জন্য। তবে আমাদের কাজটা বৃষ্টির কারণে মিস যাওয়ায় লেবান নেয়া হলো। আর বন্ধুর সেই কাজটা মাটি খনন মেশিন দিয়ে করা হলো কিন্তু দুর্ভাগ্যজনক জায়গাটায় এর আগে পুকুর থাকায় ঘর নির্মাণ করা সম্ভব হলো না। শুধুমাত্র মেশিন দিয়ে খনন করাই হলো।

IMG_20240508_102452_205.jpg

IMG_20240508_102353342_BURST0009.jpg


যাইহোক পাড়া গায়ের মানুষজন বেশ আনন্দের সাথেই মাটি খননের কাজ করছিলেন। অনেকেই সুন্দর গান বলছিলেন। কোন সিনেমার বা প্রেম বিরহের গান নয়। আগেকার যুগের জারি শারি ভাটিয়ালি গান। এ সমস্ত গানগুলো আগেকার মানুষের মুখে বেশ শোনা যেত। তবে কাল ক্রমে আর সেভাবে লম্বা সুরে গান গায় না কেউ। তবে পুকুর খননের সময় আমাদের একা আংকেল ঠিক এভাবেই গান করেছিলেন যা শুনে ছোটবেলার বেশ কিছু মানুষের কথা মনে পড়ছিল যারা এখন দুনিয়ার বুকে জীবিত নেই। যেন অতীতের বেশ মধুর কিছু স্মৃতি মনে করতে পারছিলাম এই সমস্ত গানের মধ্য দিয়ে। আর এভাবেই তারা তাদের কাজ চালিয়ে গেছিল দুপুর ২ টা পর্যন্ত। আর এই কাজের মধ্য দিয়ে নতুন মাছ দেওয়ার এবং মাছ চাষের আশা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।

IMG_20240508_102342_922.jpg

IMG_20240508_102543_055.jpg



PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

পোস্ট বিবরণ


বিষয়পুকুর খানা
ফটোগ্রাফি ডিভাইসInfinix Hot 11s
লোকেশনগাংনী-মেহেরপুর
ব্লগার@sumon09
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 7 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দাঁরন একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে ভাইয়া এখন আর এভাবে পুকুর কাটা হয় না। অনেকদিন পরে দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। তাছাড়া লেবার দিয়ে পুকুর কাটলে সে পুকুরের সৌন্দর্যতা খুবই বৃদ্ধি পায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

তা অবশ্য ঠিক, তবে খরচ হয় বেশি

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.030
BTC 79891.25
ETH 1588.02
USDT 1.00
SBD 0.64