ঈদের দিন চমৎকার ফুটবল খেলা উপভোগ
আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই দেখ ভাল আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আমরা যেন সর্বদা ভালো থাকি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।
আজ আপনাদের মাঝে একটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে চাই। ঈদের দিন চমৎকার ফুটবল খেলা উপভোগ। চমৎকার এই টপিক নিয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করছি সকলের উপভোগ করুন।
ফুটবল খেলতে আমার অনেক বেশি ভালো লাগে। যদিও ফুটবল খেলতে আমি খুব ভালো পারিনা তবে এই খেলা দেখতে কিন্তু আমি সহ প্রায় সকল শ্রেণী পেশার মানুষ খুব বেশি পছন্দ করে। ঠিক ঈদের দিন আমাদের গ্রাম্য মেলা হয়েছিল এবং সেখানে একটি চমৎকার ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল।
বিশেষ করে এই খেলায় বহিরাগতদের আগমন ছিল সবথেকে বেশি। কারণ গ্রামীন থেকে যারা শহরে চাকরি করে সেই সকল মানুষগুলো শহর থেকে গ্রামে এসেছে ঈদ উদযাপন করার জন্য। ঈদ উদযাপন করতে এসে মানুষগুলো অনেক বেশি আনন্দিত ছিল এবং তাদের জন্য মূলত একটি চমৎকার ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল।
ঈদের দিন সকালে ঈদের সালাত আদায় করে এবং আমরা বাড়িতে ফিরে বিভিন্ন রকমের মজাদার খাবার খেয়েছিলাম। এরপর কিছুক্ষণ পর শুনতে পেয়েছিলাম একটি ঘোষণা করা হয়েছিল এবং সেখানে এলাকার বহিরাগত মানুষরা ফুটবল খেলবে এই বিষয়ে একটি ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিদ্বন্দ্বে হিসেবে বিবাহিত এবং অবিবাহিত দলে ভাগ করা হয়েছিল।
বিকেল বেলা আমি এবং আমার ফুফাতো ভাই আবির দুজনে মিলে বিকেল বেলা ফুটবল খেলা দেখতে চলে গিয়েছিলাম। যখন মাঠে প্রবেশ করি তখন আমরা বেশ আশ্চর্য এবং আনন্দিত হয়েছিলাম এবং অনেক বেশি ভালো লেগেছিল। কারণ এত চমৎকারভাবে মাঠ তৈরি করা হয়েছিল সেটা দেখে সত্যিই ভালো লাগার মত।
ঈদের দিন গ্রামের মানুষ গুলো অনেক বেশি ফুটবল খেলা উপভোগ করেছিল। আশেপাশে থাকা লোকজন এসেছিল এবং দর্শক সারিতে প্রচুর পরিমাণে মানুষের সমাগম ছিল।
তবে একটি বিষয় আমার সবথেকে ভালো লেগেছিল। এখানে কোন বিশ্বকাপের নিয়ম মেনে ফুটবল খেলা হয়নি। গ্রামের বৃদ্ধ মানুষ থেকে শুরু করে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ এই খেলায় অংশগ্রহণ করেছিল। যেখানে ফুটবল খেলায় ১১-১১ ২২ জন প্লেয়ার খেলে থাকে সেখানে প্রায় ৫০ জনের মতো প্লেয়ার মাঠে নেমেছিল খেলার জন্য। অর্থাৎ পুরো মাঠ একটি হাসির রাজ্যে পরিণত হয়েছিল।
যাইহোক প্রায় দুই ঘন্টা এই খেলা অনুষ্ঠিত হয়েছিল। কারণ সকলে মিলেমিশে আনন্দ করেছিল এবং ঈদের দিনটা আমরা খুব সুন্দর ভাবে উদযাপন করেছিলাম।
যাইহোক সবকিছু মিলিয়ে ঈদের দিন নিজেদের গ্রাম্য মেলায় ফুটবল খেলা উপভোগ করতে পেরে অনেক বেশি আনন্দিত। আশা করছি আজকের এই ব্লগ আপনাদের খুব ভালো গিয়েছে। উপভোগ করার জন্য ধন্যবাদ
VOTE @bangla.witness as witness

OR
|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি
আমি মোহাম্মদ আকাশ সরদার
। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।
https://x.com/steemforfuture/status/1907996936772235306?t=okRIx_UbpsNxB8Hl26nZ9g&s=19
https://x.com/steemforfuture/status/1907997279333552252?t=6dc_foqhBdPC_4_xJL1jzw&s=19
https://x.com/steemforfuture/status/1907997625955266848?t=ShmXrdX2VETr4OWd3jvhLA&s=19
https://x.com/steemforfuture/status/1907998569388204278?t=A2pBI3HlPF4YuG1AY61l1Q&s=19