লাইফ স্টাইল ।। হঠাৎ বন্ধু রিয়াদের নিমন্ত্রণ।।
হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
দিনটা মনে নেই তবে নতুন সম্ভব মনে হচ্ছে শুক্রবার ছিল। রাতে ঘুমাতে যাব এমন সময় রিয়াদ এর ফোন আসলো, ফোন রিসিভ করতেই স্বাভাবিক কথাবার্তা বলার পর পরের দিন তার বাসায় ফাংশন আছে তাই যাওয়ার কথা বলল।
সময়টা ছিল গ্রীষ্মকাল। বেশ দারুন একটা সময়। আর এই সময়টাতে যদি কোন ইনভাইটেশন থাকে কোন ফাংশনের তা হলে তো বুঝতেই পারছেন পুরা জমে যাবে। সাধারণত আমি লোক সমাগম এবং ফাংশনিং ম্যাটারগুলো বেশি একটা পছন্দ করি না। আমি নিরিবিলি এবং শান্ত পরিবেশ বেশি পছন্দ করি। কোলাহলপূর্ণ এবং কিচিরমিচির আমার একদম অসহ্য। এটা বলার কারণ হচ্ছে সব সময় আমি আনুষ্ঠানিক বিষয়গুলো এড়িয়ে চলি। আমাদের রিলেটিভদের মধ্যেও যদি কেউ নিমন্ত্রণ করে সেগুলোতে অ্যাটেন্ড না করে বাসাতেই থাকতে বেশি ভালোবাসি। তারপরেও বন্ধু মানুষ যেহেতু ইনভাইট করেছিল না করতে পারিনি। আমি অবশ্য বলেছিলাম হয়তো যাওয়া হবে না আমার। আর এটা যথেষ্ট কারণ ও ছিল বটে। মানে পরের দিনে আমার যতদূর সম্ভব মনে পড়ছে ময়মনসিংহের,শেরপুর যাওয়ার কথা ছিল।
তবে হ্যাঁ রিয়াদ কিন্তু আমি বাদে আরো বেশ কয়েকজন ফ্রেন্ডকেই ইনভাইট করেছিল। আর অনুষ্ঠানে যাওয়ার এটাও একটা কারণ ছিল,যে অনেকদিন পর বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়ে যাবে। কিন্তু না আমার ধারণাটা ভুল ছিল। আসলে যাদেরকে ইনভাইট করেছিল তাদের মধ্যে বেশিরভাগই আসেনি। এই বিষয়টা আমার কাছে বেজায় খারাপ লেগেছিল। ভাবছিলাম সেই স্থান ত্যাগ করব। কিন্তু চলে আসলে বিষয়টা খারাপ দেখায় এজন্যই চলে আসতে পারিনি। যাইহোক আরো যে ফ্রেন্ড এসেছিল তাদের সাথে বসে বেশ কিছুক্ষণ আড্ডাবাজি করলাম। বিভিন্ন গল্প করলাম। বেশ মোটামুটি ভালই লাগলো এবং সময়টাও ভালোই কাটলো। তো একটা সময় রিয়াদ এসে খাওয়ার জন্য ডাকছিল।
অনুষ্ঠানের সময়সূচি সবকিছু ভালোভাবে শুনলাম, তো দেখলাম অনুষ্ঠানে সকাল সকালই অ্যাটেন্ড করা যাবে। তাই বেশি একটা আর হেঁয়ালি না করে, যাওয়ার জন্য মত প্রকাশ করলাম।পরদিন সকালবেলা যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তায় যাওয়ার পথে সুন্দর একটা বৃক্ষে ভরা রাস্তা চোখে পড়লো যেটা আপনাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছি। আমার কিন্তু এই রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লেগেছে জানিনা আপনাদের কেমন লেগেছে?
আমারও যেহেতু লেট হচ্ছিল তাই দেরি না করে খেতে গেলাম সবাই। খাওয়া-দাওয়া টা একটু সকালের দিকে ছিল, অত সকালে খাওয়ার তেমন একটা ইচ্ছে করছিল না তারপরও সবার সাথেই তাল মিলিয়ে খেয়ে নিলাম একটুখানি। খাওয়া শেষ করে সবাই মিলে আরো একটু সময় ধরে আড্ডা দিলাম। তারপর রিয়াদের সাথে শেষবারের মতো দেখা করে বিদায় নিলাম। তবে আমি যদিও বা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি অনেকদিন পর এরকম পরিবেশ দেখতে পেয়েছিলাম। চারিদিকে একটু শীতল হাওয়া শান্ত পরিবেশ জন মানব শূন্য রাস্তা সব মিলিয়ে আমেজিং ছিল। তো বন্ধুরা কথা বলতে বলতে আমার আজকে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সব মিলিয়ে সেই দিনটা মোটামুটি ভালোই গিয়েছিল কিন্তু মনটা খারাপ হয়েছিল এজন্য যে বাকি বন্ধুরা আসেনি। তাছাড়া সবকিছু ঠিকঠাকই ছিল।
আশা করছি আমার আজকের এই লেখাটি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
কেউ ইনভাইট করলে আমাদের চেস্টা থাকা উচিত সেই ইনভাইটেশান গ্রহণ করা। এসে পারস্পারিক সম্পর্ক ভাল থাকে। জেনে ভাল লাগল যে শুরুতে হেজিটেশান থাকলেও ফাইনালি আপনি আপনার বন্ধুর দাওয়াত গ্রহণ করেছিলেন।
সুন্দর একটা ছবি ধানের মাঠের।
ভাল থাকুন!
সাধারণত দেখা যায় যে পুরুষের তুলনায় মহিলাদের বার বার প্রশ্রাবের ইনফেকশান (Recurrent UTI) হয়। কি কারন?
কারন গুলো হচ্ছেঃ