বিয়ের নিমন্ত্রণে একদিন
আমি @rahimakhatun
from Bangladesh
১৫ ই মার্চ ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ বুধবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন।
বেশ কিছু দিন পর আবারো হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আসলে দিন বেশি ভালো যাচ্ছে না অসুস্থ হলে যা হয়। যে দিন একটু ভালো লাগে সেইদিনই লিখার চেষ্টা করি। আশা করি আজ থেকে প্রতিদিন আপনাদের সাথে পোস্ট শেয়ার করতে পারবো এবং আপনাদের পোস্ট দেখতে পারবো। আসলে বেশি দিন কাজ থেকে দূরে থাকতেও ভালো লাগে না ,তাই একটু ভালো লাগলেই কাজে ফিরে আসতে ভালো লাগে।
বেশ কিছু দিন আগে পরিবারের সবাই গিয়েছিলাম একটি বিয়ের নিমন্তন খেতে। বেশ কিছুদিন বলতে অনেক দিনই হবে। পোস্ট করবো করবো করে করা হচ্ছিলো না। যাই হোক বিয়েটা ছিলো আমার খালাতো বোনের মেয়ের বিয়ে। সম্পর্কে আমার ভাগ্নি হয়। প্রোগ্রাম টা ছিল রাতে।ফোনে জানতে পারলাম মোটামুটি সকল আত্মীয় স্বজন আসবে ,তাই প্রথমে যাওয়ার ইচ্ছে না থাকলেও পরে মনে হলো সবার সাথে দেখা হবে তাই যাওয়ার জন্য তৈরি হলাম। মোটামুটি বাসার কাছাকাছি তাই সন্ধ্যায় রেডি হয়ে যেই রিক্সায় উঠলাম তখন থেকেই অনেক বৃষ্টি শুরু হলো।
যেহেতু নতুন রেস্টুরেন্ট তাই কখনও যাওয়া হয়নি তাই ঠিক লোকেশন জানা নাই ,চিনতে একটু অসুবিধা হয়েছিল। যাওয়ার পর সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিলো। একটু পর বৌ পার্লার থেকে আসলো ,ফটোগ্রাফার রা ছবি তুলতেই ব্যস্ত ,তারপর আমি সুযোগ করে বৌ এর কিছু ছবি নিলাম।
বৌ কে সাজানো বেশ সুন্দর হয়েছে। ছবি তুলা বেশ ঝামেলা। যে তুলে তার তো ঝামেলা আছে যার ছবি তুলে তার ও অনেক কষ্ট পাওয়া লাগে। যাই হোক রেস্টুরেন্ট এর ইন্টিরিয়র বেশ সুন্দর। লাইটিং ও বেশ ভালো ছিল। আমরা সবার সাথে কথা বললাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য বসে পরলাম।
মোটামুটি বেশ ভালোই আইটেম ছিলো ,খাবারের ঘ্রান শুকে মনে হচ্ছিলো অনেক খেতে পারবো কিন্তু তেমন খাওয়া হয় নি। তবে বোরহানি তা বেশ ভালো ছিল। খাওয়া শেষ হওয়ার পর ফটোগ্রাফার দূরে যাওয়ার জন্য বেশ কিছু বৌ সহ আত্মীয় আর ছবি তুললাম।
বৌ আর বৌ এর মা। অর্থাৎ আমার কাজিন।
ছবি তুলার পর্ব শেষ হতে হতে চলে এসেছে বর। বড় আস্তে একটু দেরি হয়েছে বৃষ্টি এর কারণে রাস্তায় অনেক জ্যাম ছিল। তখন গেট থেকে কিছু ছবি নিলাম। জামাই বেশ হাসিখুশি। জামাই এর শালা ও শালীরা গেট ধরলো ,কত টাকা দিয়ে পার হলো তা জানতে পারি নি। দূর থেকে ছবি নিলাম।
যদিও বর আর বৌ এর একসাথে ছবি তুলতে পারিনি। আসলে রাত অনেক হয়ে গিয়েছিলো ,তাই সবার কাছ থেকে বিদায় জানিয়ে বাসায় চলে এসেছিলাম।
আজ আর নয়। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ,সেই পযর্ন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
device | Galaxy A13 |
---|---|
Location | Dhaka |
photograpy | bride and groom |
link | (Source) |
VOTE @bangla.witness as witness OR
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
আপনার খালাতো বোনের জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন জীবন সুন্দর হোক সুখের হোক এই দোয়াই করি। এটা ঠিক বিয়েতে গেলে সব আত্মীয়-স্বজনের সাথে দেখা হয় কথা হয়। সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করেছেন মনে হয়। সুন্দর কিছু মুহূর্ত ও কাটিয়েছেন সবার সাথে।
খালাতো বোনের মেয়ে লিখেছি ভাইয়া।ধন্যবাদ
বিয়ের নিমন্ত্রণ তো ভালোই খেলেন আর আমাদের জন্য কয়টা ভালো ছবি তুলতে পারলেন না 😄
বর আর বউ একসাথে দেখলে অন্তত একটু ভালো লাগতো। দুষ্টুমি করলাম আপু, এ সমস্ত অনুষ্ঠানে ছবি তোলা বেশ কষ্টসাধ্য কাজ। আর তেমন বেশি খাওয়া যায়না, কিছু মানুষের খাওয়া দেখলে আমি নিজেই হা হয়ে যাই 😄
যাক আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে পোস্ট করা শুরু করুন আবার। দোয়া রইল আপু।
ছবিতো অনেক তুলেছি,আপনারে পাঠাবো নে😉😉।সুস্থ যেন কবে হই,আল্লাহ জানে।ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন
আপনার খালাতো বোনের বিয়েতে অনেক মজা করেছেন দেখি বোঝা যাচ্ছে ।বিশেষ করে আপনার খালাতো বোনের বিয়ের সাজ টা দেখতে অসাধারণ লাগছে ।বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেক জ্যাম ছিল তাহলেও বর চলে এসেছিল এটাই অনেক ।খালাতো বোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপু খালাতো বোন না তো খালাতো বোনের মেয়ে।হুম রাস্তায় অনেক জ্যাম ছিলো।ধন্যবাদ
এতো এতো বিয়েতে যাচ্ছেন, খাচ্ছেন অথচ আমার দিকে কারোর নজর রইলো না! সৎ বোন এমনই হয় 😔। কি আর করার অন্যের আয়োজন দেখেই পেট ভরাতে হবে। আশে পাশের ডেকোরেশন তো খুব সুন্দর ছিল 👌।
আমি তো বলি তাড়াতাড়ি বিয়ে করেন আমি একটা বিয়ে খাই।সব খালি আমারই দোষ 😉