লাইফ স্টাইল :- বার্থডে পার্টি শেষ পর্ব (গিফট দেখার মুহূর্ত)✅

in আমার বাংলা ব্লগ4 months ago

ABB 1 নভেম্বর ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20241008_203803.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। গত ৮ অক্টোবর আমার জন্মদিন ছিল। ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন। এই অনুষ্ঠান টাকে আমি চারটি ভাগে ভাগ করেছি। যা আপনাদের একটা একটা করে শেয়ার করতেছি। আজকের শেষ পর্বটি খুবই স্পেশাল হতে চলেছে!
১. বার্থডে পার্টি পর্ব ১ (ছবি তোলার মুহূর্ত)✅
২. বার্থডে পার্টি পর্ব ২ (কাচ্চি খায়ার মুহূর্ত)✅
৩. বার্থডে পার্টি পর্ব ৩ (গিফট নেওয়ার মুহূর্ত)✅
৪. বার্থডে পার্টি শেষ পর্ব (গিফট দেখার মুহূর্ত)✅

20241008_203029.jpg

দেখতে দেখতে চারটি পর্বের মধ্যে তিনটি পর্ব আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি। একটা পর্ব একেক ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এ বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনাদের মাঝে এভাবে শেয়ার করব ভাবি নাই। হঠাৎ করে ভাবলাম আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে এই জন্মদিনের অনুষ্ঠানটা শেয়ার করব। দেখতে দেখতে আজ শেষ পর্ব। আশা করি আজকের পর্বটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

20241008_203234.jpg

গিফট কিন্তু পেয়েছি অনেক কিছু। কিন্তু এর বাহিরে ও অনেক গিফট পেয়েছিলাম। একসাথে এত গিফট এর আগে আমি কখনোই পাই নাই। আলাদা আলাদা ভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রিয় মানুষগুলো গিফট করেছিল। কিন্তু একদিনে এত গিফট তা কখনোই ভাবি নাই। সবগুলো গিফট আমার কাছে মূল্যবান। তাই এর আগের পর্বেও আমি কে কি গিফট দিয়েছে তা বলি নাই। কারণ সব গিফট আমার কাছে মূল্যবান।

20241008_203311.jpg

আমি যদি গিফট গুলোকে উল্লেখ করে দিই তাহলে ওই প্রিয় মানুষগুলোর ভেদাভেদ তৈরি হয়ে যাবে। যার কারণে আমি ওর কাছে সবগুলো গিফটটি সর্বোচ্চ। যার মূল্য নেই। সবগুলো গিফটই আমার পছন্দের এবং খুবই প্রয়োজনীয় কিছু গিফট পেয়েছিলাম। এখানে যারা গিফট করেছে আমাকে বা অনুষ্ঠানে যারা ছিল ম্যাক্সিমাম সবাই এস্টিমেট এর সাথে জড়িত। সবাই একেক জন ব্লগার। এই বিষয়টা আমাকে অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। এবং সবার গিফট গুলো ও বেশ ভালো লেগেছে।

20241008_203322.jpg

একজন তো আমাকে পুরো অবাক করে দিয়েছিল একটি PUSS এর বক্স দিয়েছিল। সবাই ওই গিফটটা দেখার জন্য অনেক বেশি উৎসাহিত ছিল। সবাই তো অনুষ্ঠানের মধ্যেই বক্সটা খোলার জন্য আগ্রহী হয়ে পড়েছে। আমি একজন পুস লাভার হিসেবে সে আমাকে এ স্পেশালি এই গিফটটা দিয়েছিল। কি দিয়েছিল তা আর বললাম না সেটি আমার মধ্যেই থাক?😁

20241008_203622.jpg

বিশেষ করে আমার কাছে এই গিফট গুলোর মধ্যে একটি গিফট আসলে আমার খুবই স্পেশাল। সব গিফট স্পেশাল কিন্তু একটা গিফট আমার সবচাইতে বেশি স্পেশাল। কারণ জীবনে প্রথম আমি আমার মেয়ের কাছ থেকে গিফট নিয়ে। এবং হ্যাপি বার্থডে বাবা এই কথাটা শুনেছি। আসলে এই কথাটা আমার কাছে রেকর্ডিং ও আছে। তার কথাটা সঙ্গে সঙ্গে আমি রেকর্ড করে রেখেছিলাম। এখনো মাঝে মাঝে শুনি।

20241008_203724.jpg

আসলে এটি অনেক বড় একটি প্রাপ্তি আমার জন্য। সৃষ্টিকর্তার কাছ থেকে স্পেশাল গিফট তো তাকেই পেয়েছিলাম আরো চার বছর আগে। এবং বাবার দেয়া সেরা গিফট পেয়েছিলাম ২০১৭ সালে সোনিয়াকে। এর চাইতেও বড় গিফট হিসাবে পেয়েছিলাম মহান ইমাম ইমাম হায়াতকে, এছাড়াও নিজের বাড়ি থেকেও বেশি একজন বড় ভাই পেয়েছিলাম, নিবলু ভাইয়াকে । আমার জীবনের সবচাইতে বড় ধরনের গিফট এই কয়েকটা। এভাবে আমার জীবনে কয়েকটি গিফট খুবই মূল্যবান।

20241008_203946.jpg

যাদেরকে পাওয়ার কারণে আজ আমার জীবনটা অনেক বেশি সুন্দর। সৃষ্টিকর্তার কাছে নিজেকে অনেক ধন্য এবং ভাগ্যবান মনে করি। বর্তমান পৃথিবীতে অসংখ্য মানুষ অসুখি। আর সেখানে এ মানুষগুলোকে পেয়ে আমি অনেক বেশি অনেক বেশি সুখী। তাছাড়া আমার একটি খুব সুন্দর পরিবার রয়েছে। তাদের সবাইকে গিফট স্পেশালি পেয়েছিলাম সৃষ্টিকর্তার কাছ থেকে। হয়তো মা বাবার দোয়া ছিল যার কারণে এমন সুন্দর জীবন উদযাপন করে যাচ্ছি।

20241008_204012.jpg

সেই সাথে সবার গিফট গুলো আমার কাছে খুবই মূল্যবান। পোস্ট লিখতে আমার অনেক বেশি ভালো লাগতেছে। সবগুলো গিফট আমার কাছে অনেক বেশি স্পেশাল। এছাড়াও যারা আমাকে এসএমএস এর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন , তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং যারা আমার অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেছেন তাদের কেউ ধন্যবাদ জানাই, এবং যারা এত সুন্দর সুন্দর গিফট উপহার দিয়েছেন তাদেরকেও।

20241008_204038.jpg

এটি আমার জীবনের প্রথম এবং সেরা একটি অনুষ্ঠান ছিল। আমি আশা করি এই অনুষ্ঠানটি আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে। আগামীতে আরও অসংখ্যবার আমার জীবনে এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান আসুক এটা আশা করি। আরো কয়েকটি ছবি আপনাদের মাঝে নিচে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। কে কি গিফট দিয়েছে তা উল্লেখ না করলেও আপনারা দেখতে চান আমি কি গিফট পেয়েছি। এজন্য আমি নামগুলো উল্লেখ করি নাই। এবং কয়েকজন মানুষ গিফটের ছবি তুলতে নিষেধ করেছে তাই কিছু গিফট ছবি তুলে নাই। এছাড়াও এস্টিমেট থেকেও কিছু মানুষের ভালবাসা পেয়েছিলাম তাদেরকে অনেক ধন্যবাদ। এর হিসাব আজকের পর্বটি এখানেই শেষ করলাম

20241008_210250.jpg
নাশিয়া থেকে পাওয়া গিফট

20241008_210237.jpg
নাশিয়া থেকে পাওয়া গিফট

20241008_204421.jpg

20241008_204159.jpg

20241008_210214.jpg
নাশিয়া থেকে পাওয়া গিফট

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আমার কাছ থেকে তুমি অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছিলে। এত গিফট পেলে খুশি তো লাগবেই। সবার কাছ থেকে এত সব গিফট পেয়ে তুমি অনেক খুশি, এটা তো দেখেই বুঝতে পেরেছি। সবার দেওয়া গিফট সুন্দর ছিল। তুমি অনেক সুন্দর করে গিফট দেখার মুহূর্তটা সবার মাঝে উপস্থাপন করেছো। আর এটি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 4 months ago 

আমার কাছে আসলেই অনেক ভালো লেগেছিল সবার কাছ থেকে এত সুন্দর সুন্দর গিফট পেয়ে।

 4 months ago 

এবছর আপনার জন্মদিন বেশ ধুমধাম ভাবে পালন করেছেন।আর আপনার জন্মদিনে আপনার বেশ‌ কিছু গেস্ট বিভিন্ন ধরনের গিফট দিয়েছে। গিফটের আইটেম গুলো দেখে বেশ ভালো লাগলো। আসলে এরকম গিফট পেতে আমার কাছে ও অনেক বেশি ভালো লাগে। আশা করছি সামনের বছর এর থেকে ও বেশি সুন্দর ভাবে জন্মদিন পালন করা হবে।

 4 months ago 

ততটাও ধুমধাম ভাবে পালন করিনি, শুধু সবাইকে ট্রিট দিয়েছিলাম। গিফট পেয়ে আমার কাছে তো অনেক আনন্দ লাগছিল।

 4 months ago 

Puss এর বক্স টা কিন্তু খুবই আকর্ষণীয় দেখা যাচ্ছে। ভিতরে কি আছে এটা জানতে পারলে আরো ভালো লাগতো। প্রত্যেকটা গিফট অনেক সুন্দর ছিল। নাসিয়া চমৎকার গিফট দিয়েছে আপনাকে। আপনার জন্মদিন সেলিব্রেটের পর্ব গুলো দেখে ভালো লাগলো। চমৎকার মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ওইটা না হয় সিক্রেট থেকে যাক। যাইহোক নাশিয়ার কাছ থেকেও গিফট পেয়ে ভালো লেগেছিল। ধন্যবাদ পর্ব গুলো দেখার জন্য।

 4 months ago 

আসলে গিফট পেতে সবার কাছে খুব ভালো লাগে। তবে গিফট পাওয়ার চেয়ে গিফট দেখার মুহূর্ত খুবই অন্যরকম হয়ে থাকে। গিফট যখন খোলা হয় তখন বেশ দুর্দান্ত অনুভূতি মনের মধ্যে কাজ করে। আপনার গিফট দেখার মুহূর্ত দেখে ভালো লাগলো। প্রিয়জনদের কাছ থেকে খুব সুন্দর কিছু গিফট পেয়েছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

তখন আলাদা একটা আনন্দ কাজ করে মনের মধ্যে।

 4 months ago 

প্রথমেই জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন। শুধু জন্মদিনেই নয় যে কোন গিফট যে অনেক বড় বিষয় আর গিফট পাওয়ার মধ্যে দেওয়ার মধ্যে দুই ধরনের আনন্দ আছে। তবে আমার মনে হয় আপনার সবচেয়ে বড় গিট আপনার মেয়ের মুখ থেকে শুভ জন্মদিন শুনতে পাওয়াটা।আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 4 months ago 

হ্যাঁ, আমার মেয়ের মুখ থেকে শুভ জন্মদিন শুনতে পাওয়াটাই ছিল সেরা গিফট।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 85899.17
ETH 2128.83
USDT 1.00
SBD 0.63