লাইফস্টাইল পোস্ট || বর্ষসেরা ব্লগার নির্বাচিত হওয়ার এবং স্পেশাল অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা সবাই জানেন যে, আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির বর্ষসেরা ব্লগার নির্বাচিত হয়েছি এবং পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মাসের ২৩ তারিখ অর্থাৎ গত রবিবারে স্পেশাল অ্যাওয়ার্ডটি হাতে পেয়েছি এবং সেটা নিয়ে আজকে আমার মনের অনুভূতি শেয়ার করার চেষ্টা করবো। যাইহোক এবারের বর্ষপূর্তি অনুষ্ঠানে যখন ঘোষণা করা হয়েছিল আমি বর্ষসেরা ব্লগার নির্বাচিত হয়েছি,তখন যে কি ভালো লেগেছিল, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সেজন্য প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের কমিউনিটির প্রতিটি ইউজারকে। কারণ আমাদের কমিউনিটির ইউজাররা আমার পোস্টে খুব সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে, আমাকে বেশ অনুপ্রাণিত করেছে ভালো ভালো কাজ করার জন্য।
হয়তো উনারা যদি আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত না করতো, তাহলে মনে হয় না আমি এই পর্যন্ত আসতে পারতাম। যাইহোক এরপর ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমিউনিটির সম্মানিত সকল এডমিন মডারেটরদেরকে। কারণ উনাদের সঠিক গাইডলাইন ছাড়া কোনো কিছুই সম্ভব ছিলো না। তাছাড়া আমাদের বড় দাদা এবং ছোট দাদাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। কারণ উনারা দুইজন না থাকলে আমরা এতো সুন্দর একটি কমিউনিটি পেতাম না। আমরা বাংলা ভাষায় মন খুলে ব্লগিং করতে পারতাম না। আমি মনে করি উনারা দুইজন হচ্ছে আমাদের অভিভাবক। এমন একটি কমিউনিটিতে কাজ করতে পেরে সত্যিই গর্ববোধ করি। এককথায় বলতে গেলে আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে। আমি এই কমিউনিটিতে ভেরিফাইড হওয়ার পর থেকে এমন কোনো দিন নেই যে, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করিনি।
অর্থাৎ বছরের ৩৬৫ দিন পোস্ট করেছি শত ব্যস্ততার মাঝেও। মোটকথা এই কমিউনিটিতে প্রতিদিনই এক্টিভ ছিলাম, এখনো আছি এবং সামনেও থাকবো ইনশাআল্লাহ। যাইহোক এই মাসের ২২ তারিখ অর্থাৎ শনিবারে দুপুরের পর হঠাৎ করে মোবাইলে একটি ফোন আসলো। ফোন রিসিভ করার পর বুঝতে পারলাম যে, আমাদের কমিউনিটির সম্মানিত এডমিন আরিফ ভাই ফোন দিয়েছে আমার এড্রেস নেওয়ার জন্য। তো আরিফ ভাইকে সাথে সাথে এড্রেস পাঠিয়ে দিলাম এবং পরের দিন দুপুর ১টার আগেই পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেলটা হাতে পেলাম। এককথায় বলতে গেলে ডেলিভারি একেবারে দ্রুত পেয়েছি,মানে মাত্র ২১/২২ ঘন্টার মধ্যেই পার্সেলটা চলে এসেছে। তারপর পার্সেলটা খুলে দেখলাম যে খুব সুন্দর একটি মগ এবং তিনটি চকোলেট রয়েছে। মগটা পেয়ে এতটাই ভালো লেগেছে যে,মনটা আনন্দে একেবারে ভরে গিয়েছে।
চকোলেট তো সাথে সাথেই খেয়ে ফেললাম 😂। তারপর @moh.arif ভাইকে ডিএম করে জানালাম যে পার্সেল ঠিকঠাক মতো পেয়েছি। আরিফ ভাই সাথে সাথে রিপ্লাই দিলো এবং বললো যে আমি তো চিন্তায় ছিলাম মগটা আবার ভেঙে না যায়। যাইহোক মগটা শো কর্ণারের মধ্যে স্মৃতি হিসেবে সাজিয়ে রেখে দিলাম। আসলে এই সম্মাননা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। সত্যি বলতে এটা আমার অনেক বড় একটি অর্জন। সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এভাবেই কাজ করে যেতে চাই। কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে আমি ভীষণ ভালোবাসি। আমরা সবাই আমাদের কমিউনিটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের কমিউনিটি যুগের পর যুগ টিকে থাকবে, সেই কামনা করছি। যাইহোক নিজের মনের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | লাইফস্টাইল |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy Note 20 Ultra 5g |
তারিখ | ২৭.৬.২০২৪ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই অর্জন দেখে। আপনি খুবই সুন্দরভাবে পরিশ্রম করে চলেন সেটা আমার জানা রয়েছে। আজকে আপনি আমাদের সাথে আপনার আনন্দঘন মুহূর্ত এবং আনন্দের বিষয়টা শেয়ার করেছেন দেখে আরো ভালো লাগলো।
বেশ ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে। যাইহোক আমাকে এভাবে অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ওয়ালাইকুম আসসালাম,
আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। বেস্ট-ব্লগার নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন! আপনার পরিশ্রম এবং নিয়মিত পোস্ট করার অভ্যাসই আপনাকে এই সাফল্য এনে দিয়েছে। পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরস্কারটি পাওয়ার অনুভূতি এবং এডমিনদের সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। আপনার পোস্টে যে মগ এবং চকোলেটের কথা উল্লেখ করেছেন, সেটা পেয়ে আপনার আনন্দ এবং সন্তুষ্টি অনুভব করতে পারছি।
আপনার মত নিবেদিতপ্রাণ ব্লগাররা আমাদের কমিউনিটিকে সমৃদ্ধ করে। আপনার আগামীর সকল প্রচেষ্টার জন্য শুভকামনা রইল। আমরা সবাই মিলে আমাদের কমিউনিটিকে আরো উচ্চতায় নিয়ে যাবো, ইনশাআল্লাহ।
আবারো অভিনন্দন এবং শুভকামনা! আল্লাহ হাফেজ।
[@redwanhossain]
আমাদের কমিউনিটির এডমিন মডারেটররা সত্যিই ভীষণ হেল্পফুল। যাইহোক পোস্টটি পড়ে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
অবশেষে আপনিও এই পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আমার পার্সেলটি আমার গ্রামের বাসার ঠিকানায় চলে গেছে। বাসায় গিয়ে এরপর খুলে দেখতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সত্যি ভাইয়া এই অনুভূতিটা সত্যি অনেক আনন্দের। অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
হ্যাঁ আপু সারাজীবনের জন্য ব্লকচেইনে স্মৃতি হিসেবে রেখে দিলাম। যাইহোক আপনিও স্পেশাল অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে পোস্ট শেয়ার করে ফেলুন আপু। ধন্যবাদ আপনাকে।
ভাই আপনার কাজের ধারাবাহিকতা সত্যিই অনেক প্রশংসনীয়। ভাই আপনার মতো আমিও ভেরিফাইড ইউজার হওয়ার পর থেকে কখনো পোস্ট করা মিস করিনি। আর এই কারণেই আপনি বর্ষসেরা ব্লগার হতে পেরেছেন। আমার বাংলা ব্লগ থেকে পুরস্কার পাওয়ার অনুভূতি শেয়ার করেছেন করে অনেক ভালো লাগলো। অবশ্যই ভাই আমার বাংলা ব্লগ যুগের পর যুগ টিকে থাকুক। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
দোয়া করবেন আমার জন্য, যাতে করে সামনেও এভাবেই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হই। যাইহোক প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি এটার যোগ্য। শত ব্যস্ততা শত সমস্যা থাকার পরেও প্রতিদিন সুন্দর সুন্দর ক্রিয়েটিভ কনটেন্ট উপহার দিয়েছেন আমাদের। পাশাপাশি আপনার কনটেন্ট গুলোর মান অনেক বেশি। এইরকম উপহার পাওয়ার অনূভুতি টা আলাদা। চমৎকার লাগল আপনার পোস্ট টা পড়ে। এবং উপহার টাও বেশ দারুণ ছিল ভাই।
আপনার কাছ থেকে এমন প্রশংসনীয় মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ভাই। দোয়া করবেন যাতে ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।