লাইফস্টাইল পোস্ট || ওয়াইফকে নিয়ে ক্যাফে তে খাওয়া দাওয়া করার অনুভূতি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। ১০/১২ দিন আগে ওয়াইফকে নিয়ে ক্যাফে তে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম এবং আজকে সেই অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সেদিন শুক্রবার ছিলো। আমি মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করার পর যখন বাসায় আসলাম, তখন সে বলছে তার নাকি ফুচকা খেতে ইচ্ছে করছে। তবে ফুচকার সাথে কয়েক ধরনের টক দিয়ে থাকে,এমন ফুচকা খাবে। তো বছর খানেক আগে আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম বন্দর গার্লস স্কুলের পাশে থাকা একটি ফুচকার দোকানে। সেখানে ৭ ধরনের টক দিয়ে ফুচকা বিক্রি করা হয় এবং সে মূলত সেই ফুচকা খেতে চাচ্ছে। তো আমি বললাম পার্সেল নিয়ে আসি। কিন্তু সে বলছে সেখানে গিয়ে খাবে।
কারণ বাসায় পার্সেল নিয়ে আসলে নাকি ফুচকার স্বাদ নষ্ট হয়ে যায়। তো বাসা থেকে এক প্রকার লুকিয়ে তাকে নিয়ে বের হলাম ফুচকা খাওয়ার জন্য। কারণ যেহেতু সে এখন প্রেগন্যান্ট। তাই আম্মু দেখলে বকাবকি করতে পারে। কারণ এই সময় হুটহাট বাহিরে না যাওয়া-ই ভালো। যাইহোক বাসা থেকে বের হয়ে একটি অটো নিয়ে অল্প সময়ের মধ্যেই বন্দর গার্লস স্কুলের সামনে চলে গেলাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম সেই ফুচকার দোকান বন্ধ। অর্থাৎ সেই লোক ফুচকা বিক্রি করে না এখন। পরবর্তীতে জানতে পারলাম সেই লোক অন্য জায়গায় চলে গিয়েছে। যাইহোক তারপর আমরা সেখানে থাকা একটি ক্যাফে তে ঢুকে পড়লাম। ক্যাফেটা ছোট হলেও,দারুণভাবে সাজিয়েছে তারা। তো মেন্যু কার্ড দেখে আমার ওয়াইফ এর জন্য বেস্ট ফুচকা এবং আমার জন্য হট কফি অর্ডার দিলাম।
কারণ আমার মাথা ব্যথা করছিলো তখন। তাই ভাবলাম হট কফি পান করলে মাথা ব্যথা কিছুটা হলেও কমবে। তো অর্ডার দেওয়ার পর আমরা গল্প করতে লাগলাম এবং ফাঁকে ফাঁকে আমি ক্যাফের কিছু ফটোগ্রাফি করলাম। সাজানো গোছানো ক্যাফের মধ্যে বসে থাকতে বেশ ভালো লাগছিল। তো কিছুক্ষণ পর টেবিলে ফুচকা এবং হট কফি চলে আসলো। আমি ২ পিস ফুচকা টেস্ট করে দেখলাম। ফুচকার স্বাদ দারুণ ছিলো। বিশেষ করে টক গুলো দারুণ লেগেছিল। তারপর আমি হট কফি পান করতে করতে, একটা পিজ্জার অর্ডার দিলাম। আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম পিজ্জা খাবে নাকি। সে বললো শুধু ফুচকা খাবে। তো আমি আমার জন্য ছোট সাইজের অর্থাৎ ৬ ইঞ্চি সাইজের একটি বারবিকিউ পিজ্জা অর্ডার দিলাম। পিজ্জা আসতে আসতে আমি হট কফি পান করতে লাগলাম। কফি পান করার পর মাথা ব্যথা অনেকটা কমে গিয়েছিল।
তো একটু পর টেবিলে পিজ্জা চলে আসলো। আমার ওয়াইফ তখনও ফুচকা খাচ্ছে। আসলে ফুচকা অনেকগুলো দিয়েছিল। আমি পিজ্জা খাওয়া শুরু করার আগে আমার ওয়াইফকে বললাম পিজ্জা ট্রাই করে দেখতে। তো সে ছোট্ট একটি পিস নিয়ে খাওয়া শুরু করলো এবং আমিও পিজ্জা খেতে লাগলাম। পিজ্জার স্বাদ মোটামুটি ভালো ছিলো। তবে ডমিনোজের পিজ্জার মতো এতো স্বাদ না। যাইহোক অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খাওয়া শেষ হয়ে গেলো। তারপর ওয়েটারকে বললাম যে বিল নিয়ে আসতে। তো সবমিলিয়ে বিল এসেছিল ৬৩০ টাকা। অর্থাৎ বেস্ট ফুচকার দাম ১৬০ টাকা,পিজ্জার দাম ৩৫০ টাকা এবং হট কফির দাম ১০০ টাকা। তো আমরা বিল মিটিয়ে ক্যাফে থেকে বের হয়ে অল্প সময়ের মধ্যেই বাসায় চলে এসেছিলাম। সবমিলিয়ে আমরা দারুণ সময় কাটিয়েছিলাম সেখানে। আর এতো সুন্দর অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | লাইফস্টাইল |
---|---|
ফটোগ্রাফার | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ৩০.১.২০২৫ |
লোকেশন | শাহ্ রোড,বন্দর,নারায়ণগঞ্জ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক প্রুফ:
X-promotion
মাঝেমধ্যে প্রিয় মানুষকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার মধ্যে অন্যরকম প্রশান্তি থাকে। এতে দুই জনের মধ্যে অনেক মিল মহব্বত সৃষ্টি হয়। হাসি আনন্দের মধ্যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো আরো ভালোবাসা সৃষ্টি করে। আপনাদের ভালো লাগার একটি মুহূর্ত এই ব্লগের মাধ্যমে জানতে পারলাম। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ব্লগ। আমি মনে করি ভাবি অনেক আনন্দ ছিল তখন। সুযোগে সুযোগে ঘুরে আসুন এবং হাসি আনন্দে থাকুন এটাই প্রত্যাশা করি।
হ্যাঁ ভাই আপনার ভাবী বেশ খুশি হয়েছিল সেদিন। যাইহোক পোস্টটি পড়ে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ক্যাফি তে গিয়ে বেশ ভালই খাওয়া দাওয়া করেছেন। ভাবি কে সেখানে গিয়েছেন এবং সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। ফুচকা টা তো খুবই লোভনীয় লাগছে দেখতে। এরকম বিভিন্ন রকম টক দিয়ে ফুচকা কখনো খাওয়া হয়নি। ফুচকার সাথে সাথে কফি এবং পিজ্জা খেয়েছেন। ক্যাফে টার পরিবেশ খুব সুন্দর এবং সাজানো গোছানো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি ঠিকই বলেছেন আপু,সেই ক্যাফের পরিবেশটা আসলেই খুব সুন্দর। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ভালো লাগলো ভাবীকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন জেনে। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখলাম। এটা কিন্তু ভালোবাসা বৃদ্ধির অন্যতম মাধ্যম। সুযোগ পেলেই প্রিয়জনকে নিয়ে কোন স্থানে ঘুরতে যাওয়া খেতে যাওয়া এগুলো ভালোবাসার অন্যতম প্রকাশ।
আমরা প্রায়ই বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতে যাই। সেই ক্যাফে তে গিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া করেছিলাম। ধন্যবাদ আপনাকে।
💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project
@tipu curate
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)
মেয়েরা ফুচকা বরাবরই ভীষণ পছন্দ করে ভাই ,আর এই ক্যাফে তো দেখতেছি একেবারে সাত ধরনের টক দিয়েছিলো সে কারণেই হয়তোবা খেতে আরো দারুন লাগছিলো।পিৎজাটাও দেখে তো মনে হচ্ছে হেভি টেস্টি হয়েছিলো। মোটামুটি ৬৩০ টাকার বিল করেছেন দুইজনে। বোঝাই যাচ্ছে প্রিয় মানুষকে নিয়ে ক্যাফে চমৎকার সময় উপভোগ করেছেন। দারুন লাগলো ভাই। কবে যে এইভাবে আমিও যেতে পারবো ক্যাফে খিক খিক খিক।
৭ ধরনের টক দিয়ে ফুচকা খেতে আসলেই দারুণ লেগেছিল। গুছিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাবিকে নিয়ে মজাদার কিছু খাবার খেলেন। তাদের ফুচকার আইটেম গুলো দেখে ভালো লাগলো। তবে দামটা একটু বেশি মনে হলো। সব মিলিয়ে অনুভূতি দারুণ লেগেছে। ধন্যবাদ।
ফুচকার দামটা বেশি হলেও,খেতে সত্যিই দারুণ লেগেছিল। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।