অফিসে টিফিন টাইমে সুন্দর সময় কাটানোর অনুভূতি।

in আমার বাংলা ব্লগ14 days ago
অফিসে টিফিন টাইমে সুন্দর সময় কাটানোর অনুভূতি।
1000073849.png

"ছবিটি Canva এপস দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। অফিসে টিফিন টাইমে সুন্দর সময় কাটানোর অনুভূতি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

IMG20250209100306.jpgIMG20250208101211.jpg

IMG20250208101215.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

বেশ কিছু দিন ধরে ব্যস্ত সময় পার করতেছি। তবে আল্লাহর রহমতে এখন সব কিছু ঠিক হয়ে গিয়েছে। মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়ে ছিলাম। আমার অফিসের বেশ কিছু ঝামেলার কারণে আমি জানুয়ারি মাসে চাকরি ছেড়ে দেই। এর পরে দুই থেকে তিনদিন বাসায় ছিলাম। এর পরে সব কিছু ঠিক ঠাক করে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে নিপা গুরুপ কোম্পানিতে চাকরি নিলাম। কয়েকদিন থেকে ডিউটি করতেছি বেশ সব কিছু ভালো লাগা শুরু হয়েছে। ঝামেলার কারণে স্টিমিট এর কাজ গুলো ঠিক মতো করতে পারিনি। তবে এখন থেকে আবারো সব কিছু ঠিক মতো কাজ করবো ইনশাআল্লাহ।

IMG20250208101242.jpg1000073848.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

আজকে সকাল দশটায় টিফিন টাইমে ক্যান্টিনে গেলাম নাস্তা করার জন্য। যদিও কয়েকদিন এর ভিতরে কখনো যাইনি। তবে আজকে বেশ ভালো লেগেছে। সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। প্রথমেই আমি নাস্তা নিতে ক্যান্টিনে বসে নাস্তা খেলাম। এর পরে বাইরে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে। এর পরে আমি তো সোজাসুজি অফিসের ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সব কিছু ঘুরোঘুরি করে দেখলাম। চতুর্দিকের দৃশ্য দেখতে জাস্ট অসাধারন লাগতেছে। এর পরে তো আমি বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম। আপনাদের কে দেখানোর জন্য। নতুন অফিস নতুন পরিবেশ কয়েকদিন লাগবে নিজেকে মানিয়ে নিতে। আশাকরি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরে আমি কিছুক্ষণ পর কাজে ফিরে গেলাম। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগলাইফস্টাইল পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়অফিসে টিফিন টাইমে সুন্দর সময় কাটানোর অনুভূতি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

20250130_221114.jpg

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 14 days ago 
1000073858.jpg1000073857.jpg1000073856.jpg
 14 days ago 

বিরতির সময়টা কাজে লাগিয়েছেন। অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে। ক্যান্টিনে যাওয়ার পাশাপাশি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পেরেছেন আপনি। ভালো লাগলো আপনার মূল্যবান সময়টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে।

 14 days ago 

অফিসে টিফিন টাইমে দারুন সময় কাটিয়েছেন। আসলেই দেখে ভালো লাগলো। অনেক সুন্দর পরিবেশ ছিল আপনার মুহূর্ত টা দারুন কেটেছে ।সেটা পোস্ট পড়ে বুঝতে পারলাম ব্যস্তময় জীবনে এরকম সুন্দর মুহূর্ত থাকা উচিত। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 14 days ago 

মানিয়ে নেওয়ার অপর নাম হচ্ছে জীবন। জীবন মানেই মেনে নিতে হবে। যেখানে মেনে নেওয়া যায় সেখানে সুখের অভাব হয় না। নতুন চাকরি নিলেন অনেক ভালো লাগলো শুনে। খুব সুন্দর সময় কাটালেন টিফিন টাইমে। অনেক ভালো লেগেছে আপনার ব্লগটি পড়ে।

 12 days ago 

আগের চাকরি ছেড়ে নতুন অফিসে জয়েন করেছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। নতুন অফিসের ছাঁদে গিয়ে বেশ ভালোই ফটোগ্রাফি করেছেন। সবমিলিয়ে অফিসের টিফিন টাইমে দারুণ সময় কাটিয়েছেন। এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66