হঠাৎ করে বন্ধুদের সাথে মিক্স ফুড খাওয়া।

in আমার বাংলা ব্লগ8 days ago
হঠাৎ করে বন্ধুদের সাথে মিক্স ফুড খাওয়া।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG20250214122616.jpg

শুভ রাত্রি 🌃

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। হঠাৎ করে বন্ধুদের সাথে মিক্স ফুড খাওয়া। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

IMG20250214122628.jpgIMG20250214122626.jpg

সামনে রোজা এবং ঈদ এজন্য কাজের চাপ বেড়েছে। আজকে কম বেশি সব অফিস গুলো বন্ধ ছিলো। তবে আমাদের অফিস খোলা ছিলো। বেশ কিছু কাজের শিপমেন্ট এর জন্য। কিছু করার নেই অফিস মালিক যে ভাবে চাইবেন সেভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। আজকে সকালে যখন অফিসে যাবো রাস্তায় তেমন কোন গাড়ি নেই। কারন হচ্ছে কম বেশি সব অফিস বন্ধ। এর পরে কিছুক্ষণ পর একটি অটোরিকশা পেলাম। এর পরে অফিসে চলে গেলাম। আজকে অফিস পাঁচটায় ছুটি হবার কথা ছিলো। তবে সেটা না হয়ে সন্ধ্যা ৭টায় অফিস ছুটি হলো।

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

IMG20250214122620.jpgIMG20250214122631.jpg

IMG20250214122616.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

এর পরে আমরা কয়েকজন বন্ধু মিলে একসাথে বের হলাম। বাইরে এসে হালকা নাস্তা করলাম সবাই মিলে গরম গরম পুড়ি। এবার আমরা সবাই মিলে রাস্তার পাশে দিয়ে গল্প করতে করতে বাসার দিকে যাচ্ছি। হঠাৎ করে একটি ভ্যান গাড়ি আসলো। গাড়িতে একজন লোক মিক্স ফুড তৈরি করে বিক্রি করতেছেন। সাথে জুস এর শরবত ও রয়েছে। আমরা গিয়ে মিক্স ফুড অডার করলাম। কিছুক্ষণ পর বেশ কিছু আইটেম এর ফল দিয়ে মিক্স ফুড তৈরি করে দিলেন। আমরা তো জমিয়ে খেয়েছিলাম। খেতে অনেক বেশি মজাদার হয়েছিলো। এধরনের তৈরি মিক্স ফুড গুলো পুষ্টিকর এবং শরীরের জন্য উপকারী। ৩০ টাকা করে প্লেট এর দাম। আমরা পাঁচজন ছিলাম তাই পাঁচটা মিক্স ফুড সবাই মিলে খেয়ে টাকা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ করে যে কোন খাবার খেতে মজা লাগে। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞



White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

20250130_221114.jpg

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 8 days ago 
1000074091.jpg1000074090.jpg1000074089.jpg
 8 days ago 

বন্ধুদের সাথে মিক্স ফ্রুট খাওয়ার মজাই আলাদা। মিক্স ফ্রুট কেন যে কোন জিনিসই খেতে ভালো লাগে। বন্ধুদের সঙ্গ এই আসল। জীবনের অনেক চাপ অনায়াসে চলে যায়। আপনার রোজার আগের সময় সম্পর্কে পড়ে ভালো লাগলো।

 8 days ago 

বন্ধুদের সাথে মিক্স ফ্রুট খাওয়ার আনন্দ সত্যিই আলাদা। আসলে, যেকোনো খাবারই বন্ধুর সঙ্গেই তার আসল স্বাদ পায়। জীবনের চাপগুলো বন্ধুদের সাথে কাটানো এক মুহূর্তে যেন দূর হয়ে যায়। রোজার আগের সময়ের কথা মনে করে দারুণ লাগলো ধন্যবাদ ভাইয়া।

 8 days ago 

মিক্স ফ্রুটস দেখে তো ভাইয়া খেয়ে নিতে ইচ্ছে করছে। এই খাবার তো বেশ লোভনীয় মনে হয়। যেহেতু অনেকগুলো ফ্রুটসের সমন্বয়ে এই খাবারটি করা হয়েছে। একসাথে মিক্স ফ্রুটস খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে সামনে গরমের দিয়ে এরকম খাবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বন্ধুদেরকে নিয়ে বেশ মজার একটি মুহূর্ত কাটালেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 days ago 

সামনে রোজাও ঈদ কাজের চাপ প্রত্যেকটি
অফিসে বেড়েছে ঠিক বলেছেন।মিক্সড ফ্রুট গুলো দেখতে খুব লোভনীয় লাগছে। বন্ধুদের নিয়ে বেশ দারুন সময় পার করলেন। কিছু কিছু মুহূর্ত আনন্দ করলে জীবনের ব্যস্ততার সময়গুলো আরো সুন্দর হয়। অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 days ago 

মাঝে মধ্যে এভাবে সবাই মিলে কোনো কিছু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা দেখছি বেশ ভালোই খাওয়া-দাওয়া করেছিলেন অফিস ছুটির পরে। মিক্স ফুড খেয়েছিলেন শুনে অনেক বেশি ভালো লাগলো। দেখেই বুঝতে পারছি এগুলো খেতে অনেক ভালো লেগেছিল। এত সুন্দর করে পুরো মুহূর্তটা সবার মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 7 days ago 

আপনাদের মিক্স ফুড খাওয়ার মুহূর্ত টা দেখেই তো ভালো লেগেছে। এখানে দেখছি বেশ কয়েক রকমের ফুড রয়েছে। সবাই মিলে যেহেতু একসাথে খেয়েছেন মনে হচ্ছে দারুন লেগেছিল খেতে। মাঝেমধ্যে এভাবে খেতে ভালো লাগে এটা ঠিক কথা। আপনাদের খাওয়া দাওয়া করার মুহূর্তটা আমার কাছে অসম্ভব ভালো লাগলো। সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 5 days ago 

মিক্স ফুড খাওয়া অনুভূতি সত্যি খুব দারুণ। আমি কয়েকদিন আগে খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে। বন্ধুদের সাথে মিক্স ফুড খাওয়া দাওয়া মুহূর্ত দারুন ভাবে অতিবাহিত করেছেন দেখে খুব ভালো লাগলো। মিক্স ফুড খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96428.85
ETH 2753.27
SBD 0.65