কেনাকাটার উদ্দেশ্যে এক সন্ধ্যায় গাংনী রূপসী বাংলা মার্কেটে
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। গাংনী বাজারে কেনাকাটার উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলাম এক সন্ধ্যা রাতে। সেই কেনাকাটার মুহূর্তের অনুভূতিটা প্রকাশ করবো আজকে।
প্রত্যেকটা মেয়ে চাই তার পরিবারটাকে সুন্দর করে সাজাতে। পরিবারকে সুন্দর করে সাজাতে হলে মেয়েদের প্রথমেই ইচ্ছে থাকে থালা-বাসন থেকে শুরু করে রান্নাবান্না কাজে ব্যবহারিত বিভিন্ন জিনিসগুলো নিজের পছন্দমত এবং সুবিধা জনক হোক। আমার কাছে তো মেলামাইনের সেট এছাড়াও রান্নার যাবতীয় জিনিসপত্রগুলো ডাবল থাকলে বেশি ভালো লাগে। ঠিক তাই কেনাকাটা হোক বা না হোক এমনই উদ্দেশ্য নিয়ে একদিন উপস্থিত হয়েছিলাম। অনেকদিন আগে গাংনী বাজারের রূপসী বাংলা মার্কেটে উপস্থিত হয়েছিলাম বেশ কিছু জিনিস নিব এবং দাম জেনে যাব সে আশা করে। রূপসী বাংলা মার্কেটটা নিত্যপ্রয়োজনীয় জিনিসের মার্কেট। যেখানে সকল প্রকার প্লাস্টিক সামগ্রী পাওয়া যায়। এছাড়াও বাসনকোষন তো রয়েছেই। এক কথায় বলতে গেলে ঘরে যাবতীয় সব জিনিস এখানে সুলভ মূল্যে পাওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হয় যেন দাম গুলো একটু একটু বেশি। যাইহোক জিনিস কেনা হোক বা না হোক জিনিস দেখলেই মন ভরে যায়। তাই গাংনী বাজার থেকে যদি কখনো কোন জিনিস কিনি তাহলে একবার অত্যন্ত এই মার্কেটে প্রবেশ করি। আরো জেনে খুশি হবেন যে মার্কেটটা একজন ব্যক্তির। বিশাল বড় একটি মার্কেট। শুনেছি জিনার মার্কেট তিনি নিজেই এ মার্কেট চালিয়ে থাকেন। আর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা রুমে লোক রয়েছে। যাহোক প্রথমে মার্কেটে উঠেই চিন্তাভাবনা ছিল ফ্রাইপেন দেখব। এরপর গ্যাসের চুলা। বাড়ির রাইস কুকার টা নষ্ট হয়ে রয়েছে। ভালো একটি রাইস কুকার প্রয়োজন। এছাড়াও অন্যান্য জিনিসের প্রয়োজন ভেবেই এসেছিলাম।
ভেতরে প্রবেশ করে দেখতে পারলাম কত সুন্দর করে থালা-বাসানগুলো সাজানো রয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের ছোট ছোট সুন্দর কাপ পিরিস সহ বিভিন্ন ধরনের লাইট ফ্যান ইত্যাদি। সমস্ত জিনিসগুলো দেখতে থাকলাম এবং দাম জানতে থাকলাম। বর্তমান সময়ে মানুষের বিভিন্ন জিনিসের চাহিদা বেশি হয়ে গেছে। একটা থাকলেও আর একটা দেখে লোভ হয়ে যায়। এই সমস্ত মার্কেটগুলোতে উপস্থিত হলে দেখা যায় বিভিন্ন জিনিস এত সুন্দর ভাবে সাজানো থাকে, যেদিকে তাকায় মন চায় সেটাই কিনে ফেলি। এখান থেকে বাবুর জন্য ছোট ফ্যান কেনা হয়েছিল। কিন্তু ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তাই মনে করেছিলাম প্রয়োজনে জিনিস কেনাকাটা হলে যদি টাকা থাকে তাহলে বাবুর জন্য গরমে একটা ফ্যান নিয়ে যেতে হবে। আমি খেয়াল করে দেখেছি মার্কেটে অসংখ্য রকমের জিনিস রয়েছে। শুধু যে মেয়েদের রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবহার করা জিনিস তা কিন্তু নয়। একটি ফ্যামিলিতে সারাদিনে যে সমস্ত জিনিসগুলো বেশি বেশি ব্যবহার করতে হয় সে সমস্ত জিনিস এখানেই রয়েছে। আর সমস্ত কিছু একটাই কন্ট্রোল করেন বিল্ডিং এর মালিক। আরো জানতে পেরেছিলাম ওনার মেয়েকে বিয়ে দিয়েছে আমাদের গ্রামে। প্রথমত উনি পরিচয় করছিলেন আমাদের সাথে আমরা কোন গ্রাম থেকে এসেছি। যখন গ্রামের নাম বললাম তখন বলল আমাদের গ্রামে তার মেয়ের বিয়ে হয়েছে। আর এভাবেই যেন পরিচয় হয়ে গেলাম। তাই মার্কেটটা ঘুরে ঘুরে দেখার আরো বেশি সুযোগ হয়ে উঠেছিল।
এরপর কাঙ্ক্ষিত স্থানে অবস্থান করে গ্যাসের চুলা দেখলাম। বেশ বিভিন্ন ডিজাইনের গ্যাসের চুলা ইন্ডাকশন কুকার দেখতে পারলাম। দোকানে যাওয়ার আগে নেটে কয়েকটা সার্চ করে দিয়েছিলাম। নেটে কয়েকটা মডেল দেখে গিয়েছিলাম সেই মডেল এখানে পেলাম না। এরপর মনে করেছিলাম ফ্রাইপেন একান্ত প্রয়োজন। ভালো ভালো রেসিপি তৈরি করা যায় এবং এখানেও শেয়ার করা যাবে। এই উদ্দেশ্যে করে ফ্রাই পেন নেওয়ার চিন্তাভাবনা। তবে বিভিন্ন জিনিসের দাম শুনে ফ্রাই পেন নেওয়া হয়ে ওঠেনি। শুধুমাত্র রাইস কুকার নিয়ে শান্ত ছিলাম। এছাড়াও প্লাস্টিকের ঝুড়ি ও প্লেট নেওয়া হয়েছিল। আর এভাবেই গাংনী মার্কেটে উপস্থিত হয়ে বেশ কিছু কেনাকাটার পাশাপাশি রূপসী বাংলা মার্কেটে উপস্থিত হয়ে অনেক কিছু দেখেছিলাম এবং কয়েকটা জিনিস কিনেছিলাম।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
বিষয় | বাজার থেকে কেনাকাটা |
---|---|
What3words Location | Gangni-Meherpur |
মোবাইল | Infinix mobile |
ক্রেডিট | @jannatul01 |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
আজকের কাজ সম্পন্ন