আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ9 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং নিজেকে চঞ্চল রাখার চেষ্টা করছি। যদিও এই সপ্তাহে একটু বেশী চাপে থাকবো কারন বড় বায়রা ভাইয়ের মেয়ের বিয়ে বলে কথা। অবশ্য সেটা যে একমাত্র চাপ তা কিন্তু না বরং সামনে রোজা এবং তারপর ঈদ সে বিষেয় একটু বেশী চাপে থাকবো, হি হি হি। সংসার জীবনটাই এমন রে ভাই, একদম শেষ সময় পর্যন্ত এখানে চাপে থাকতে হয়। সংসার শুরু হওয়ার আগ হতে এই চাপের যাত্রা শুরু হয় আর শেষ হওয়ার আগ পর্যন্ত সেটার গতি বাড়তেই থাকে, হি হি হি।

অবশ্য আমাদের একটা শান্তনার বাণী আছে, যেটা বলে গিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমার কাছেও এই বাণীটা একটা শান্তনার ফর্মূলা হিসেবে বিবেচিত হয়। আসলে গুনী লোকদের সব বাণীই থাকে জীবনের অনুপ্রেরণার অন্যতম উৎস। যাইহোক, সেই মুল কথার দিকেই যাই। সেটা মোটামুটি অনেকটা এমন ছিলো বেদনার পরে যে আনন্দ আসে সেটার তুলনা অন্য কোন আনন্দের সাথে হয় না বরং সেই আনন্দটা থাকে তুলনাহীন। আমরা প্রায় সময় জীবনের নানা বিয়ষ কিংবা ঘটনা নিয়ে হতাশ হয়ে যাই, অস্থিরতা প্রকাশ করি এবং জীবনের চাপ হতে দূরে সরে যাওয়ার চেষ্টা করি অনাকাংখিত নানা উপায়ে।

flower-6112467_1280.jpg

কিন্তু আদৌ কি আমরা সেই চাপ কিংবা প্রভাব হতে মুক্ত হতে পারি? একদমই পারি না বরং অনাকাংখিত নানা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সেই সমস্যা কিংবা চাপটাকে আরো বাড়িয়ে দেই। এখানেই আমাদের যত সমস্যার উৎপত্তি। আমরা সমস্যা সমাধানের চেয়ে সেটাকে এড়িয়ে যেতে বেশী পছন্দ করি, আমরা সাহসিকতার সাথে সমস্যা মোকাবেলা করতে অপছন্দ করি এবং ধৈর্য নামক সমাধানটিকে আমরা কখনোই সুন্দরভাবে গ্রহণ করি না। প্রসঙ্গক্রমে আরো একটা কথা মনে পড়ে গেলো। সময় গতিশীল, এই গতিশীল সময়ে যেমন সমস্যা আসে ঠিক তেমনি সমস্যা শেষে সুন্দর একটা সমাধানও আসে।

আমাদের মানসিকতা অনেকটাই এমন, জীবনে কোন সমস্যা থাকতে পারবে না, জীবনে কোন দুঃখ আসতে পারবে না, আমরা অনন্ত কালের জন্য শুধু সুখ আর সুখ চাই। এখন বলেন এটা কি কোনভাবেই সম্ভব? আপনি ছোট হতে বড় যে লেভেল এ থাকেন না কেন? সমস্যা কিংবা মানসিক চাপ ছাড়া কখনোই থাকতে পারবেন না। আর যদি পারেন তাহলে আপনি হয়তো সুস্থতার লেভেলে থাকবেন না বরং সেটা হয়ে যাবে পাগলের লেভেল। যাইহোক, বিষয়টি হলো আমাদের মানসিকতার। আমাদের এই উপমহাদেশে এই মানসিকতার মানুষই সবচেয়ে বেশী, তাই আমরা অনেক সময় ইচ্ছে করলেও এই প্রভাব হতে বের হয়ে আসতে পারি না।

যাইহোক, আজকে একটা বিশেষ দিন, তাই জীবন নিয়ে খুব জটিল কিছু বলতে চাই না। শুধু এইটুকু বলতে চাই জীবনে সমস্যা থাকবে এবং সমস্যা আসতে থাকবে। তাই এসব নিয়ে খুব বেশী চাপ অনুভব করে নিজের মাঝে অস্থিরতা তৈরী করা যাবে না। বরং কিছু কিছু বিষয়ের সিদ্ধান্ত সময়ের উপর ছেড়ে দিয়ে পরম ধৈর্যকে আপন করে নিতে হবে। এটা সত্যি জীবনের অনেক বড় একটা অস্ত্র, এই অস্ত্র কখনোই বিফল হয় নাই এবং ভবিষ্যতেও হবে না। সুতরাং নিজের অবস্থান এবং জীবনের গতি দুটোকেই ঠিক রাখার জন্য সময়ের সাথে এগিয়ে যাওয়া জরুরী। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

আপনার কথাগুলো সত্যিই অনুপ্রেরণামূলক। জীবন যে নানা ধরনের সমস্যা নিয়ে আসে, তা ঠিক, কিন্তু এই সমস্যাগুলিই আমাদের শক্তিশালী করে তোলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথামতো, বেদনার পরে যে আনন্দ আসে, সেটি অতুলনীয়।আমাদের উচিত সমস্যা গুলোকে সাহস এবং ধৈর্যের সাথে মোকাবেলা করা। এভাবেই আমরা শান্তি এবং সুখ অর্জন করতে পারি। ভালোবাসা দিবসের এই সুন্দর ভাবনা আমাদের মনে প্রশান্তি এনে দেবে।আবোল তাবোল জীবনের গল্পটা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া ।

 9 days ago 

মানসিক চাপ নিলেই মানসিক চাপ না নিলে কিছু না। আমি একটা জিনিস বুঝি বা জীবন থেকে শিখেছি, কোন পরিস্থিতি আমাদের হাতে নয়। যেটা ঘটার তা কিন্তু ঘটবেই আমার চাওয়া কিংবা না চাওয়ার উপর কোন কিছুই নির্ভর করে না। তাই যা ঘটে তা মনের আনন্দে নিয়ে নি খারাপ ঘটলেও ঠিক আছে ভালো ঘটলেও ঠিক আছে। অতিরিক্ত মানসিক চাপ নিয়ে ফেলা মানে নিজের শরীরকে এবং মনকে মাথাকে অহেতুক ব্যতিব্যস্ত করা। এইতো জীবন, কাল ফুরিয়ে গেলে তো ফুরিয়ে যাবে। যেটুকু করার করব যেটুকু ক্ষমতায় আছে। না হলে না হবে। সব হতে হবে সব পেতে হবে কে বলেছে? সব পেলে নষ্ট জীবন!! হে হে হে।

 9 days ago 

জীবনের নানা চাপ এবং সমস্যার মাঝে ধৈর্য রাখা খুবই গুরুত্বপূর্ণ, আর আপনি সেটি সুন্দরভাবে মেইনটেইন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাণী সত্যিই এক ধরনের শান্তনা দেয়, বিশেষ করে যখন আমরা হতাশ হয়ে পড়ি। সমস্যা আসবেই, কিন্তু তার সমাধানও আসবে যদি আমরা ধৈর্য ধরে মোকাবিলা করি। ধন্যবাদ আপনার এই উক্তির জন্য, যা আমাদের সঠিক পথ দেখাতে সাহায্য করবে। ভালোবাসা দিবসের শুভেচ্ছা আপনাকেও! ❤️

 9 days ago 

আমরা সমস্যা সমাধানের চেয়ে সেটাকে এড়িয়ে যেতে বেশী পছন্দ করি, আমরা সাহসিকতার সাথে সমস্যা মোকাবেলা করতে অপছন্দ করি এবং ধৈর্য নামক সমাধানটিকে আমরা কখনোই সুন্দরভাবে গ্রহণ করি না।

এ বিষয়ের সাথে আমি একদম একমত ভাইয়া। সাময়িক সমাধান দিয়ে কখনো কোন কিছু ঠিক করা যায় না। সুন্দরভাবে ধৈর্য নিয়ে যদি সমাধান করা যায় তখন সেটাই সুন্দর হয়। এটা অনেকেই বুঝে না আর মানসিকতাও রাখে না বোঝার মত। জীবনে সমস্যা, সুন্দর, সুখ, দুঃখ সব কিছুই থাকবে। এভাবে জীবনকে মানিয়ে নিতে হবে। এভাবে দিন পার করতে হবে। না হলে সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব নয়।

 9 days ago (edited)

আপনি যাই বলেন না কেন আমরা যেটাকে চাপ বলি আসলে এটা আমাদের জন্য ভালো লাগা। যতই চাপাচাপিতে থাকি আমরা ততই ভালো থাকি হি হি হি। মানুষ স্বভাবজাত কারণে চাপকে অনেক বেশি পছন্দ করে। যদি আপনি কয়েকদিন ছুটি নিয়ে দূরে কোথাও যান হয়তো একদিন ভালো লাগবে। অথবা দুই দিন ভালো লাগবে। দেখবেন তিন দিনের দিন আপনার খারাপ লাগা শুরু করে দিয়েছে। কারণ ওই যে আমরা চাপ নিতে পছন্দ করি হা হা হা। সত্যি ভাইয়া আমার কাছে খুবই ভালো লাগে সংসারের চাপ। তবে আপনাদের ছেলেদের কেমন লাগে জানিনা। যদিও সব কিছু মিলিয়ে একটু মাঝেমধ্যে প্যারা মনে হয়। আবার মনে অনেক বেশি আনন্দও পাওয়া যায় সেটা মন্দ না।

 9 days ago 

আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো,ততদিন আমাদের জীবনে একের পর এক ঝামেলা আসতেই থাকবে। সুতরাং ঝামেলাকে জটিল না মনে করে,বরং সহজভাবে নেওয়া উচিত। তাহলে ঝামেলা গুলোর সমাধান সহজেই করা যাবে। কিন্তু বেশিরভাগ মানুষ এটা বুঝতে চায় না। আর তারাই ঝামেলা দেখলে পালাতে চায় এবং হতাশ হয়ে যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64