আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ20 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ থাকার চেষ্টা করছি। যদিও রোজার সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে কাজের চাপও ততো বৃদ্ধি পাচ্ছে। আসলে আমাদের মতো দেশ সমূহে এটা একটা চিরন্তন সত্য, কারণ মালিক পক্ষ সব সময়ই একটু বেশী সতর্ক থাকেন। কারণ ঐ যে, রোজা শেষে ছুটি থাকবে বেশ কয়দিন, তারপর আবার ঈদের জন্য বাড়তি বোনাস দিতে হবে, সব মিলিয়ে একটা টাইট ব্যবস্থাপনার নিয়ন্ত্রনে বেশ দক্ষতা দেখিয়ে থাকেন। কম বেশী প্রতিটি বেসরকারী প্রতিষ্ঠানের বাস্তব চিত্র এটা।

আসলে বেশ দীর্ঘ সময় ধরে চাকুরী করছি তো, তাই খুব সুন্দরভাবে এই বিষয়ে একটা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। আর তাই ঈদ সামনে আসলেই আমরা একটু ভালোভাবে মানসিক প্রস্তুতি নিয়ে রাখি। আমার অবশ্য সব সয়ে গেছে, ঐ যে কথায় বলে না সইতে সইতে একটা সময় সামর্থ্যের পরিমাণ বেশ বেড়ে যায় এবং আমাদের কাছে সেটা আর কোন চাপ বা সমস্যা মনে হয় না। তবে নতুন যারা তাদের মাঝে মাঝে দিশেহারা হতে হয় অতীত অভিজ্ঞতা না থাকার কারণে। তবে এখানেও একটা করুণ চিত্র থাকে আর সেটা হলো অনেক ক্ষেত্রে নিম্ন শ্রেণীর কর্মচারীরা নির্দিষ্ট সময়ের মাঝে বোনাস নামক সোনার হরিণের দেখা পান না।

businessman-9205819_1280.png

যাইহোক, আমি ছোট মানুষ তাই বড় বিষয়ে কথা বলে বড়দের অপমান করতে চাই না, তবে ভবিষ্যতে কখনো প্রাতিষ্ঠানিকভাবে উপরে থাকার সুযোগ পেলে এই বিষয়গুলোকে উপেক্ষা কিংবা ভুলে যাবো না, এটতুকু বলতে পারি। আসলে সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন হয়ে যাই, আর সেখানে যদি অর্থের কোন সংযোগ থাকে তাহলে সেটা আরো দ্রুত পরিবর্তন হয়ে যায়। আমরা স্বার্থ আর অর্থ এই দুটো বিষয়ে কখনো আপোষ করতে চাই না, যতক্ষণ না আমরা কোন ধরনের ফাঁদে আটকে না যাই। এইখানে ফাঁদ একটা ভিন্ন বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়েছি, সেটা অন্য কোন সময় ব্যাখ্যা করার চেষ্টা করবো।

সব একদিনে বলে দিলে আবার বদ হজম হতে পারে, রোজা রাখা অবস্থায় বদ হজম হলে সমস্যা বেড়ে যেতে পারে, হে হে হে। তাই আমি আর এই বিষয়ে রিস্ক না নিয়ে পেছনের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করলাম। আমার অবশ্য এখন পর্যন্ত মেশিন ঠিক আছে, মানে পেট ঠিক আছে বদ হজমের মতো সমস্যায় পড়ি নাই। মাঝে অবশ্য একদিন দই-চিড়া খেয়ে মেশিনকে একটু বাড়তি অয়েল দেয়ার চেষ্টা করেছি। এটা আমাকে আরো একটু বেশী কার্যক্ষম থাকার দারুণ সুযোগ করে দিয়েছিলো। আপনারাও এটা চেক করে দেখতে পারেন, ইফতারিতে একটু দই এবং ভেজা চিড়া, দারুণভাবে সতেজ করে দিবে আপনার শরীরকে।

শেষ করার দিকে যাচ্ছি এখন আবোল তাবোল অনেক কথাই তো বলে ফেলেছি, আবার চিন্তায়ও আছি আমার বাংলা ব্লগের ইউজাররা যদি আবার ঈদ বোনাস দাবী করে তাহলে আমি বিপদে পড়ে যাবো হি হি হি। যা বলছি তো বলেছি, আপনারাও যা শুনেছেন তো শুনেছেন এখন সেটা ভালোয়-ভালোয় ভুলে যাই হি হি হি। অবশ্য আমার বাংলা ব্লগ হতে ঈদ সেলামি দেয়া হয়, যারা পেয়েছেন এর আগে তারা হয়তো সেটা বলতে পারবেন, আর যারা পান নাই তারা হয়তো এবার সেটার স্বাদ নেয়ার সুযোগ পেতে পারেন হি হি হি।

Image Taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 days ago 

হ্যাঁ ভাই দাদা আমাদেরকে ঈদ সালামি দিয়েই থাকেন। তবে আপনি চাইলেও কিন্তু সবাইকে ঈদ সালামি দিতে পারেন হা হা হা। যাইহোক অভিজ্ঞতা অনেক বড় একটি জিনিস। কারণ অভিজ্ঞতা থাকলে অনেক কিছুই সহজ মনে হয়। অফিসে এখন কাজের চাপ বেশি থাকলেও, কয়েকদিন পর তো ঈদের ছুটি খুব ভালোভাবে কাটাতে পারবেন। সাথে আবার ঈদ বোনাসও পাবেন হা হা হা। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 81820.35
ETH 1776.28
USDT 1.00
SBD 0.67