আবোল তাবোল জীবনের গল্প [ রমজানের রোজা ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থতা নিয়ে চঞ্চল আছি। যদিও ভিন্ন একটা কারণে গতকাল সারাদিনই বেশ দৌড়ের উপর ছিলাম শহরের নিদারুণ জ্যাম উপেক্ষা করে। সেই গল্প আশা করছি অন্য কোন দিন শেয়ার করার সুযোগ পাবো। কিন্তু তবুও এবারের রমজান মাসটি তুলনামূলকভাবে আমার জন্য বেশ ভালো ছিলো, অনাকাংখিত বা অপ্রত্যাশিত কোন সমস্যা স্পর্শ করতে পারেনি, যদিও প্রতিবারই সেটা বেশ ভালো ভাবেই স্পর্শ করে। মোটামুটি সুস্থতা নিয়ে এবার সবগুলো রোজা সম্পন্ন করতে পেরেছি।
যদি এই বছর ২৯টা রোজা হয় তাহলে আলহামদুলিল্লাহ, সবগুলোই সুসম্পন্ন করেছি। তবে এটা আমরা কখনোই নিশ্চিত হতে পারি না যে আমাদের চেষ্টাগুলো সফল হয়েছে। কারণ শুধুমাত্র রোজা রাখলেই হয় না বরং এর সাথেও অনেক আমল জড়িত আছে। আমরা তো কোন দিক হতেই সম্পূর্ণ হতে পারি না কারন আমরা কোন কাজেই পুরো মনোযোগ দিতে পারি না, এখানে হয়তো কিছুটা ব্যর্থতা থেকে যেতেই পারে। যাইহোক, সেদিকে যেতে চাইছি না বরং যতটুকু করতে পেরেছি ততোটুকু নিয়েই আমি খুশি। পুরো ২৯টা রোজার সাথে ২৯ দিনই তারাবির নামাজ পড়েছি, একদিনও ফাঁকি দেইনি, এখন আল্লাহপাক সেগুলো কবুল করুন, আমিন।
রমজানে আমি সাধারণ টক দইয়ের শরবত খেতে বেশী পছন্দ করি। টক দইয়ের সাথে অল্প একটু পুদিনা পাতা, চিনি/তালমিছরি, বিটলবন এবং পানি দিয়ে ব্লেন্ডার করা দারুণ স্বাদের একটা শরবত। বেশ কয়েক বছর যাবতই এভাবে চলেছিলো। তবে এবার শুরুটা টক দইয়ের শরবত দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত সেখানে আর আটকে থাকিনি বরং ইসুবগুল আর তোকমার শরবতের প্রেমে পড়েগিয়েছিলাম হি হি হি। তালমিছরি দিয়ে ইসুবগুল এবং তোকমার শরবতটি বেশ প্রশান্তিময় ছিলো আমার জন্য। বাহিরে ইফতারি করলেও সেটার প্রতি দারুণ আকর্ষণ ছিলো। আর হ্যা, প্রায় প্রতিদিনই আমি তরমুজ খাওয়ার চেষ্টা করেছি।
কারণ শেষের দিকে যেহেতু গরমের মাত্রা বেশ বেড়ে গিয়েছিলো, সেহেতু তরমুজ ছিলো প্রাকৃতিক সেরা উপাদান শারীরিক সুস্থতা এবং সমর্থ ধরে রাখার। তাই ইফতারি যেমন তেমন হোক না কেন তরমুজ ছিলো কমন আইটেম আমার জন্য। নিদারুণ গরম কিংবা তীব্র উষ্ণতায় এক টুকরা তরমুজ হৃদয়ে এনে দেয় দারুণ প্রশান্তির শীতলতা। অবশ্য ইসুবগুল কিংবা তোকমার মতো এখানেও ভেজাল ছিলো, পর পর দুই সপ্তাহ তরমুজ কিনে ঠকেছিলাম, বাড়িতে এনে বুঝেছিলাম এগুলো ক্যামিকাল দিয়ে পাকানো। প্রথম দিন তো তোকমা কিনে আধ ঘন্টার বেশী সময় ব্যয় করতে হয়েছিলো তার মাঝে থাকা ভেজাল উপকরণ দূর করার জন্য।
ঐ যে জিনিষটার চাহিদা বেশী থাকে সেটাতে আমরা ভেজাল একটু বেশী মিশিয়ে থাকি। ছোট ইট পাথড়ের টুকরা হতে শুরু করে নানা কিছুর মিশ্রণ ছিলো তাতে। আর এগুলোসহ শরবত খাওয়া হলে সেটায় উপকারের চেয়ে অপকারিতা বেশী হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং নিজের সুস্থতার জন্য নিজেকেই অধীক সচেতন থাকতে হবে। আর সেটা করতে না পারলে যে কোন কিছুর হতে কাংখিত ফলাফল পাবো না আমরা।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<


Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি 29 টি রোজা সম্পন্ন করেছেন জেনে ভালো লাগলো।আসলে এই সময় শারীরিকভাবে সুস্থ থাকাটাও জরুরী, যাইহোক এই সময়গুলো ব্যবসায়ীরা দারুণভাবে কাজে লাগায়।তাছাড়া তোকমার মধ্যে বেশ ভেজাল জিনিস মিশ্রিত করে ব্যবসায়ীরা ওজন বাড়ায় ভাইয়া।যাইহোক বাছাই করে খেয়েছেন দেখে ভালো লাগলো, আমরাও বিভিন্ন মশলা কিনলে বাছাই করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর সংরক্ষণ করে খাই।ধন্যবাদ আপনাকে।