লাইফস্টাইল: টমেটো ক্ষেতে কিছু মুহূর্ত।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার ,২২ ফ্রেব্রুয়ারি ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ,আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি পোষ্টের মাধ্যমে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো ক্ষেতে কিছু সময়। টমেটো সবজিটি আমার ভীষণ পছন্দ। কাঁচা এবং পাকা টমেটো বিভিন্নভাবে রান্না করে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। চেষ্টা করে টমেটো গাছ লাগানোর জন্য। বাড়িতে যদি টমেটো গাছ লাগানো হয় তাহলে ইচ্ছামতো যখন তখন টমেটো সবজি খাওয়া যায়। গত সপ্তাহে আমি একটি পোস্ট করেছিলাম সবজি বাগানে কিছু সময় নিয়ে। এখানে আমি আপনাদের মাঝে বেশ কয়েকটি সবজি নিয়ে আলোচনা করেছি। এবং শেষের দিকে বলেছিলাম টমেটো সবজির কিছু ফটোগ্রাফি এবং কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আজকে সেই টমেটো গাছের সাথে কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরব। টমেটো ফুলের সুগন্ধ আমার ভীষণ পছন্দ। কেমন যেন একটা সুবাস বের হয় ফুল থেকে। যাই হোক আমি আজকে সবজি খেতে গিয়ে টমেটো গাছের কিছু ফটোগ্রাফি করেছি। আর তার সাথে সেই মুহূর্তটা আপনাদের সাথে এখন তুলে ধরব
সেদিন আমার আব্বু দের সবজি ক্ষেতে বিকালে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলাম বললে ভুল হবে সেদিন কিছু সবজি আনতে গিয়েছিলাম। আর এর আগে আমি সেই মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। কিন্তু কিছু মুহূর্ত শেয়ার করা হয়নি আজও। তাই আজকে আমার খুবই পছন্দের একটি সবজি নিয়ে হাজির হয়েছে। আমার আব্বু দের খেতে দেখলাম অনেকগুলো টমেটো গাছ হয়েছে। গাছগুলো বেশ বড় হয়েছে এবং দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আর অনেক ফুল এসেছে গাছে। একদম থোকা থোকা ফুল। তার সাথে থোকা থোকা টমেটো। টমেটো গুলো এখনো সবুজ পরিপূর্ণভাবে বড় হয়নি। এখন হয়তো বা হয়ে গেছে। আর তার সাথে ছিল অনেকগুলো টমেটোর ফুল ও টমেটো ফল। আমি যখন প্রথম আমার ছেলে আবু রায়হান কে টমেটো দেখায় ও সুন্দর করে একটা হাসি দিল। তারপর টমেটোর গায়ে হাত দিচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। ওর হাসি দেখে আমিও হাসছি। এমন করতে করতে একটা কাছে টমেটো ও টান দিয়ে ছিঁড়ে ফেলেছে।
বাবু যখন টমেটো ছিঁড়ে ফেলেছে তখন আর ওর হাত থেকে নিলাম না। এরপর আমি যখনই সবজি তুলছিলাম তখন দেখি ও টমেটো কামড়ে অর্ধেকটা মুখের মধ্যে নিয়ে নিয়েছে। যেহেতু খুব ছোট টমেটো তাই অর্ধেকটাই কামড়ে নিয়েছে। টমেটো গুলো টক কেননা দেশি টমেটো। তাই ওর মুখের মধ্যে কেমন জানি টক টক ভাব হচ্ছিল। আর মুখ চোখ কেমন করছিল আমি দেখে তো অবাক। ওখানে আমার মা ছিল আমার ফুপু ছিল সবাই দেখে হাসছিল। আর এটা দেখে বাবু ও হাসতে শুরু করে দেয়। আমরা যেহেতু অল্প করে সবজি করি আর নিজেরা খায় তাই এতে কোন সার ,বিষ ব্যবহার করি না। তাই সবজিগুলো একদম দেশি জাতের হয়ে যায়। আর এই টমেটো গুলো ঠিক তেমনি। গাছগুলো বেশি বড় না কিন্তু অনেক লতানো। আর প্রায় প্রতিটা ডালেই ফুলে এসেছে। এক থোকায় অনেকগুলো ফুল এসেছে। আর টমেটো প্রায় প্রতিটা থোকায় তিনটা চারটা করে।
গাছ যেহেতু বেশি বড় না কিন্তু খুব লতানো তাই কিছু কিছু গাছে ডালপালা দিয়ে মাচা তৈরি করে দেয়া হয়েছে। এতে মাটির সাথে থেকে টমেটো গুলো নষ্ট হয়ে যাবে না। যাইহোক এই ছিল আমার আজকে টমেটো গাছের সাথে কিছু অনুভূতি আর আবু রায়হানের সুন্দর একটা মুহূর্ত। এরপরে আবু রায়হানের সাথে বেগুন গাছ থেকে বেগুন তোলার কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরবো। সেখানে কাঁটাযুক্ত বেগুন আবু রায়হান নিজের হাতে তুলছে। সেই মুহূর্ত নিয়েও একটি ছোট গল্প আছে। সবকিছু আপনাদের সাথে পরে আবারো নতুন কোন পোষ্টের মাধ্যমে শেয়ার করব। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
টমেটো ক্ষেতে টমেটো তুলতে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন আপনার বাবুকে নিয়ে। সত্যি কাঁচা পাকা যে কোন ধরনের টমেটো খেতে ভালো লাগে।কাঁচা টমেটো টক জন্য বাবু চোখ মুখ বন্ধ করছিলো টমেটো কামড়ে দিয়ে। অসাধারণ সুন্দর অনুভূতি শেয়ার করেছেন আপু।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
সবজি আনতে গিয়ে টমেটো ক্ষেতে সবাই মিলে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।বাচ্চারা সবজি খেতে গেলে নিজে হাতে সবজিগুলো তোলার আগ্রহ দেখায়। এই জিনিসটা আমি অনেকবার খেয়াল করে দেখেছি। আপনার বাবু টমেটো গাছ থেকে একটি টমেটো ছিড়ে খেয়ে নিয়েছে। বেশি টমেটোগুলো একটু টক হয়। বাবুকে নিয়ে সবাই মিলে বেশ সুন্দর সময় কাটিয়েছেন দেখছি। নিজেদের খেতের ফসল খাওয়া এবং তোলা দুটোই আনন্দের। ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে।
সবজি ক্ষেতে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আমার সবজি বাগান করতে আরো অনেক বেশি ভালো লাগে। আপনি টমেটো ক্ষেতে অনেক সুন্দর সময় কাটালেন। সবজি বাগানের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে মনটা একদম ভরে গেছে।