আমাদের নিজস্ব শাকসবজির বাগানের কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ27 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

20250205_085338.jpg

20250205_085344.jpg

20250205_085354.jpg

প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের নিজস্ব সবজি ক্ষেতের কিছু ফটোগ্রাফি।যেখানে আমাদের অনেকগুলো শাকসবজি করা হয়েছে। আসলে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর ভাবছিলাম কি পোস্ট করা যায়। কিন্তু কোন কিছুই খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ দেখলাম আমাদের সবজি ক্ষেত থেকে হারভেস্টিং চলতেছে। অর্থাৎ রান্না করার জন্য এবং এক জায়গায় পাঠানোর জন্য কিছু শাক সব্জি নেয়া হচ্ছে।আসলে নিজস্ব ক্ষেতে যদি এরকম কোন শাকসবজি হয় তখন সবার একটু আবদার থাকে তাজা শাক সব্জি খাওয়ার জন্য।

20250205_085401.jpg

20250205_085407.jpg

20250205_085411.jpg

যাইহোক আমার শাশুড়ি পালং শাক নিচ্ছিলো, আমার এক ননদকে পাঠানোর জন্য। তার পাশাপাশি আমার হাসবেন্ড কিছু সজনে পাতা নিচ্ছিল। আসলে আমাদের এখানে অনেক গাছ আছে যেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। শীতের এই সময়টায় আমাদের এই জায়গায় অল্প কিছু হলেও চাষ করা হয়। কারণ নিজেদের ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে যেখানে কোন কিছুই করা হয় না। তাই এখানে বিভিন্ন রকম শাক সবজি রোপন করা হয়।

20250205_085421.jpg

20250205_085425.jpg

20250205_085451.jpg

রান্না ঘরের পাশেই এই জায়গাটার অবস্থান তাই অনেক বেশি দূরে না হওয়ার কারণে আমরা নিজেরাই এখানে ঘোরাফেরা করতে পারি। এজন্যই আমি সকাল সকাল চলে গেলাম ফটোগ্রাফি করার জন্য। এখানে রয়েছে পালং শাক, লাল শাক, মুলার শাক, পুঁই শাক,সালাত পাতা, টমেটো, খিরা, কাঁচা মরিচ, কুমড়ো,লাউ ইত্যাদি বিভিন্ন ধরনের গাছ। যদিও মুলার গাছগুলোতে ফুল চলে এসেছে। তাছাড়া সালাত পাতাগুলো দেখতে অনেকটা পাতাকপির পাতার মতো। কিন্তু এগুলো এত সুন্দর লাগে দেখতে যে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কয়েকটা খিরা ধরতে দেখা গিয়েছে যদিও এখনো বড় হয়নি।

20250205_085743.jpg

20250205_085747.jpg

20250205_085821.jpg

সজনে পাতার গাছটার বয়স তিন বছর হয়ে গিয়েছে। আমার বিয়ের পর আমি একটা সজনে গাছ লাগানোর কথা বলেছিলাম ।তারপর এটা লাগিয়েছিল। কিন্তু অনেকবার কাঁটা পড়ার কারণে এটা খুব বেশি বড় হয় নি কিন্তু অনেকটাই মোটা হয়ে গিয়েছে। সেখান থেকে বেশ অনেক পরিমাণ এই সজনেপাতা কালেক্ট করা হয়েছে। এটা আমাদের সবার জন্যই উপকারী। এটা খাওয়া অনেক পুষ্টিকর। তার পাশাপাশি এখানে কিছু বড় গাছ আছে যেমন আম গাছ, লেবু গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, আতাফল গাছ।

20250205_085812.jpg

20250205_085829.jpg

20250205_085841.jpg

ছাদে বিভিন্ন টবগুলোতেও কিছু চাষাবাদ করা হয়েছে। যদিও খুব অল্প পরিমাণে। তবে সেখানেই গেলেও ভালো লাগে। আমার বিয়ের পরপর ছাদে যখন টবে গাছ রোপন করছিল তখন আমি কিছু থানকুনি পাতা রোপন করেছিলাম। সেই থানকুনি পাতা এখনো পর্যন্ত আছে। বিশাল জায়গায় বিস্তার লাভ করেছে। এগুলো দেখতে দারুন লাগে। আর মাঝে মাঝে এখান থেকে তুলে খাওয়া হয়। আসলে নিজেদের হাতে গড়া শাক সবজি গুলোর মজাই আলাদা। আর পুষ্টিগুণ তো বলে শেষ করা যাবে না।

20250205_085852.jpg

20250205_090640.jpg

20250205_090643.jpg

20250205_090653.jpg

যাই হোক আমাদের সবজি বাগানের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণলাইফস্টাইল
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 27 days ago 

আপনার বাগানে তো দেখছি অনেক ধরনের সবজির গাছ রয়েছে। গাছ গুলো দেখতে বেশ সতেজ। বাড়িতে এরকম সবজি বাগান থাকলে বাইরে থেকে তো সবজি কেনার প্রয়োজন পড়ে না। সকাল সকাল এরকম সবজির বাগানে গিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো। আপনাদের বাড়ির বাগানটা ভীষণ সুন্দর। সুন্দর বাগানের ফটোগ্রাফি দেখতে পেয়ে খুশি হলাম।

 25 days ago 

ঠিক বলেছেন আপু। বাইরে থেকে সবজি কেনার প্রয়োজন হয় না। যখন তখন এখান থেকেই তুলে খাওয়া যায়। ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

Screenshot_20250205-110413_Chrome.jpg

Screenshot_20250205-110222_Chrome.jpg

 27 days ago 

বসতবাড়ির আঙিনায় চাষ করলে নিজের যেমন লাভ তেমনি বাজার থেকে কেনার চাপটা কম পড়ে। আর বাজারের শাকসবজি গুলো আসলে এতটা ভালো নয়। নিজেরা করতে পারলে সেটাই বেস্ট হয়। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

 25 days ago 

মূলত নিজেদের কাছে শাকসবজি থাকলে সেগুলো টাটকা খাওয়া যায় এটাই সবচেয়ে বড় সুবিধা।

 25 days ago 

জি ঠিক ঠিক।

 27 days ago 

নিজেদের ছোটখাটো এরকম সবজি বাগান থাকলে তো ভালই হয়। মাঝে মাঝে গাছ থেকে তরতাজা শাকসবজি খাওয়া যায়। এই সালাদ পাতার সাথে খুব একটা পরিচিত না। আপনার ফটোগ্রাফিতে দেখে ভালো লাগলো। সজনে পাতা ভর্তা আমি খুব পছন্দ করি। তবে এটা শুধুমাত্র গ্রামে গেলেই খাওয়া হয় আমাদের এদিকে পাওয়া যায় না। তরতাজা শাকসবজির গাছের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো আপু।

 25 days ago 

সালাত পাতাগুলো আগে আমিও দেখিনি এবার প্রথম রোপন করা হয়েছে। এটা লেটুস পাতার একটা ভিন্ন জাত।

 27 days ago 

নিজস্ব সবজি বাগান থাকলে খুব সুবিধা হয় আপু নিজের পছন্দমত খাবার গুলো খাওয়া যায়। বিশেষ করে বাজারের কি না সবজিগুলোর মধ্যে কোন আস্থা রাখা যায় না এসব জিনিসগুলোতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তারা মিশ্রিত করে। তাছাড়াও সবজি অতিরিক্ত বাড়ার জন্য অনেক ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। ঘরের তৈরি করা সবজি খেতে পারলে অনেক ভালো। অনেক ভালো লেগেছে আপনার সবজি বাগানের ফটোগ্রাফি দেখে।

 25 days ago 

এজন্যই প্রতিবছর এখানে অল্প স্বল্প করে হলেও শাক সবজি রোপন করা হয় যাতে করে নিজেরা ভালো কিছু শাকসবজি খেতে পারি।

 27 days ago 

আপনি আপনাদের সবজি বাগানের বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির জন্য আপনাদের সবজি বাগানটা দেখতে পারলাম। নিজের সবজি বাগান থাকা অনেক ভালো। আবার খুব শখ রয়েছে আমাদের বাসায় সবজি বাগান তৈরি করব। আপনার সবজি বাগানে অনেক কিছু রয়েছে দেখে মনটা ভরে গেল।

 26 days ago 

বাহ আপু আপনি দেখছি নিজস্ব সবজি বাগান থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আমরা আমাদের নিজের বাড়িতে শীতকাল অনেকগুলো সবজি করেছি। তবে আপনি ভালো করেছেন নিজের বাগানের পছন্দের ফুল এবং অন্যান্য জিনিসের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো এমনিতেই চমৎকার হয়। ভালো লাগার মত ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 25 days ago 

আপনার বাড়িতে দেখছি সব প্রকারের শাক চাষাবাদ রয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে শাক,সবজির ফটোগ্রাফি দেখে।এগুলো শাক খুবই সুস্বাদু তা দেখেই বুঝতে পারছি।আপনাদের যে শাক কিনতে হয় তা তা বুঝতে পারছি।ধন্যবাদ আপাকে তরতাজা ও লোভনীয় সব শাক সবজির ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 88220.52
ETH 2170.83
SBD 0.64