ফেনী মেলায় ঘুরাঘুরি করার মূহুর্তগুলো।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।
গত কিছু দিন আগের কথা। যখন আমরা ফেনী ক্ষুদ্র তাঁত শিল্প ও বস্ত্র মেলায় গিয়েছিলাম। আসলে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্যই আমরা ফেনী গিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো পুরো বাজার ঘুরেও আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো পাইনি। মূলত কোথায় সেই দোকান হয়তো সেটা আমাদের জানা ছিল না বিধায় আমরা খুঁজে পাইনি। যাইহোক যেহেতু ওখানে গিয়েছিলাম একটা কাজে সেটা হলো না আর ভাবলাম মেলা চলছে তাই আমরা মেলায় ঘুরে আসি। কারণ সচরাচর কোন কাজ ছাড়া ফেনীতে এখন যাওয়াই হয় না।
যাইহোক প্রথমত আমরা ফেনী ভিতরের বাজার মার্কেটে গিয়েছিলাম। সেখানে নির্দিষ্ট দোকানে আমাদের প্রয়োজনীয় জিনিস খুঁজে না পাওয়ার কারণে মেলা দেখতে চলে গেলাম। মেলায় গিয়ে দেখি রাস্তার পাশে কত ভিড়। এত ভিড় দেখে তো মাথা গুলিয়ে যাচ্ছিল। আসলে ফেনীতে মেলা আর আশেপাশের মানুষজন আসবে না তা কি হয়। সেখানে গিয়ে বাইরে থেকেই আমরা কিছু জিনিসপত্র দেখলাম।বেশ অনেকগুলো দোকান বসেছে। এরপর ভিতরে গিয়ে প্রথমে দেখলাম আচারের স্টল।
এরপর এদিক সেদিক ঘুরে বেশ কিছু ক্রোকারিজ দোকান দেখেছি। আসলে ক্রোকারিজের আইটেমগুলো আমার কাছে এত ভালো লাগে যে সবগুলোই দেখতে ইচ্ছে করে। খুব সুন্দর কিছু ডিজাইন এর জিনিসপত্র ছিল। যেগুলো সব দিকে দেখা যাচ্ছিল। তাই অনেকগুলো ফটোগ্রাফি করে নিলাম। আসলে একটা দোকানে ইউনিক ডিজাইনের কাপ সেট দেখেছিলাম।তবে প্রাইজ অনেক বেশি তাই নেয়া হয়নি।
বেশ অনেকগুলোই দোকান হয়েছে। তবে আহামরি তেমন ইউনিক কিছু দেখতে পেলাম না ।কারণ আমাদের এখানে যতগুলোই মেলা হয় সবগুলো একদম সেইম হয়ে থাকে। যাই হোক এখান থেকে ঘুরাঘুরি করে চলে গেলাম একটা দোকানে যেখানে বিভিন্ন রকম জিনিসপত্র রাখা আছে। এখানে খুব সুন্দর ঘর সাজানোর জিনিস গুলো দেখা যায়। তবে দাম এত বেশি যে মেলা থেকে কোন কিছু কেনার ইচ্ছাই আর হয় না। তবুও অনেকগুলো ফটোগ্রাফি করে নিয়েছিলাম। বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফুল গুলো সেখানে ছিল বিধায় ফটোগ্রাফিতে আরো বেশি ভালো লেগেছে।
মেলায় বেশ অনেক্ষণ ঘুরাঘুরি করার পর আমরা চলে গেলাম বাইরে। সেখানে গিয়ে চটপটি খেয়েছিলাম। তারপর আরো কিছুক্ষণ সেখানে সময় কাটানোর পর চলে গেলাম রেলওয়ে স্টেশনে। সেখানেও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। কারণ নিভৃত ট্রেন দেখতে ভীষণ পছন্দ করে। তাই ভাবলাম তাকে ট্রেন দেখিয়ে নিয়ে আসি। সেখানে যাওয়ার পর দুটো ট্রেন এসেছিল। তারপর আমরা সেখান থেকে আবার চলে এসেছিলাম। এরপর চলে গেছিলাম কাচ্চি ডাইনে। সেটা না হয় অন্য একদিন শেয়ার করব।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
শীতের সময় সব জায়গায় মোটামোটি মেলা দেখতে পাওয়া যায়। তবে মেলার জিনিসপত্রের যে দাম কোনো কিছু কিনতেই ইচ্ছে করে না। সুন্দর সুন্দর দেখতে পাওয়া যায় মেলায়। নিভৃত তাহলে মজা করেছিল। কাচ্চি ডাইনে আশা করছি ভালো সময় অতিবাহিত করেছেন।
জি ভাইয়া কাচ্চি ডাইনে ভালো সময় অতিবাহিত করেছিলাম সেটাও না হয় শেয়ার করব একদিন।
অনেক সুন্দর একটি মেলা ভ্রমন করেছেন। বেশ ভালো লাগলো এত সুন্দর মেলা ভ্রমন করতে দেখে। মেলা থেকে ধারণ করা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো। মেলাতে মানুষের উপস্থিতি অনেক বেশি হয়ে থাকে। অনেকেই কেনাকাটা করতে আসে আবার অনেকেই মেলা ভ্রমণ করতে আসে। তার মাঝখান থেকে নিজের প্রয়োজনীয় জিনিস কেনা বেশ কঠিন হয়ে পড়ে। ভালো লাগলো সুন্দর অনুভূতি পড়ে।
মেলাতে মানুষ বেশি থাকে বিধায় মেলাটা অনেক সুন্দর উদযাপিত হয়, ধন্যবাদ আপনাকে।
মেলাতে ঘোরাঘুরির মুহূর্ত গুলো সত্যি অনেক আনন্দের। আপনারা খুবই সুন্দর সময় পার করলেন। আর এই দৃশ্যের অনুভূতি জানতে পেরে ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার অনুভূতিগুলো করার জন্য।
সেদিন বেশ আনন্দ হয়েছিল। আর নিভৃতও অনেক বেশি খুশি হয়েছে। এভাবে ঘুরতে গেলে তার অনেক সময় ভালো লাগে। তবে বেশিক্ষণ থাকলে বিরক্ত হয়ে যায়। ধন্যবাদ সবার মাঝে তুলে ধরার জন্য।
নিভৃত তো ঘুরতে গেলেই অনেক বেশি খুশি থাকে, ধন্যবাদ তোমায়।