বছরটা অনেক কিছু শিখিয়েছে 🙂
২০২৪ সালটা আমি কখনোই ভুলতে পারবো না। এই সালে আমি অনেক কিছুই হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। যে সবগুলো স্মৃতির পাতায় হয়তো স্বর্ণাক্ষরে আমি লিখে রাখতে চাইবো। তবে এই পাওয়া এবং হারানোর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমি অর্জন করেছি এবং সেটা হচ্ছে অভিজ্ঞতা। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যেসব মানুষেরা আমাদের নিজের অনেক আপন কিন্তু তারা যখন নিজেদের সাথে বেঈমানি করে সেটার ফলশ্রুতিতে যে কি ধরনের খারাপ পরিণাম হতে পারে সেই বিষয়েও আমার অভিজ্ঞতা হয়েছে এ বছর।
তবে এবছর যতটুকু হারিয়েছি তার থেকেও অনেক বেশি কিছু পেতে চলেছি আশা তো সেটাই করা যায়। তবে এই দিনশেষে নিজেকে কেন জানি কোথাও খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে আমার আমি কে কোথায় যেন হারিয়ে ফেলেছি। আসছে বছরে নিজের যে কি ধরনের পরিস্থিতি অপেক্ষা করছে সেই বিষয়ে বারবার ভাবছি। জীবনে চলার পথে এমন অনেক অভিজ্ঞতা হবে এমন কিছু সিদ্ধান্ত নিতে হয় যেসব সিদ্ধান্তের কারণে আপনার ভবিষ্যত প্রজন্ম অনেকটা ভালো সময় কাটাতে পারে কিংবা আপনার সম্পূর্ণ ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। তবে খুব কঠিন একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি। যে এই সিদ্ধান্তটার কারণেই হয়তো আমার জীবন ভালো কিংবা খারাপ হয়ে যেতে পারে বাকিটা সম্পূর্ণটাই সৃষ্টিকর্তা হাতে।
তবে আর যাই হোক না কেন, এ বছরে কিছু মানুষকে আমি চিনতে পেরেছি। এ বছরে নতুন কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি এবং এ বছরই নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। যেটা আর অন্যান্য দশটা বছরের মত হয়নি বরংচ সেই দশটা বছর একদিকে এবং ২০২৪ সাল এক দিকে তারপরও ২০২৪ সালের বিষয়গুলো খুব ভারি মনে হচ্ছে। তবে মাঝে মাঝেই নিজেকে অনেক বেশি প্রশ্ন করি। আসলে আমি কি এটা চেয়েছি? কিংবা আমার অস্তিত্বটা কোথায়? সব মিলিয়ে নিজেকে কেন জানি আমি হারিয়ে ফেলেছি। এ বিষয়টি খুব একটা বুঝে উঠতে পারছি না। হয়তো খুব তাড়াতাড়ি একটা বড় সিদ্ধান্ত আসবে, নিজের ফ্যামিলি মেম্বারের সংখ্যা বাড়বে। তখন সে সব বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করব সেটাই বুঝাতে পারছি না। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি, আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।