জীবন যখন যেমন
প্রত্যেকের মানুষের জীবনে বিভিন্ন ধরনের সময় অতিবাহিত হয়। সেই সময় সাথে সাথে সেই মানুষের ম্যাচুরিটি গড়ে ওঠে। সেই সাথে সে এই সমাজের কিছু ভালো দিক দেখি আবার কিছু খারাপ দিকেও দেখি। বর্তমানে আমরা যে সমাজে বসবাস করছি ভালো মানুষের আর দেখা পাওয়া খুবই কষ্টকর একটি বিষয়। সবাই শুধুমাত্র নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে। শুধুমাত্র নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করে। কেউ অপর মানুষের সাথে ভালো ব্যবহার সহজ করতে চায় না। যদি তার কাছে টাকা পয়সা থাকে তাহলে তার আশেপাশে বন্ধুত্বের অভাব হয় না। এই সব কিছুই বর্তমানের সমাজের চিত্র।
জীবনে ভালো কিছু করতে গেলে সব সময় ভালো রাস্তা চলতে হবে। তবে এটা ঠিক আপনি যদি এই সমাজে বেঁচে থাকতে চান এবং একটা সামাজিকতা গড়ে তুলতে চান কাউকে না কাউকে আপনাকে ভালবাসতে হবে কারো না, কারো প্রতি আপনাকে বিশ্বাস আনতে হবে। এই বিশ্বাস এবং ভালোবাসার মায়াজালেই কিন্তু বর্তমানে এই পুরো পৃথিবী চলছে। বিষয়গুলো যদি একটু অনুধাবন করা যায় তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে আপনার কাছে অনেক মধুর বলে মনে হবে।
জীবনে কখনো ভালো সময় আসবে কখনো আবার খারাপ সময় যাবে। সব মিলিয়ে নিজেকে সবসময় সামলে নিতে হবে। সব সময় নিজের জীবন যেভাবে চলছে সেভাবেই নিজেকে মানিয়ে নিতে শিখতে হবে। তাহলেই তো ভালো কিছু করা সম্ভব। সব সময় যেটা আমরা কল্পনা করি কিংবা যেটা প্ল্যানিং করি তা হবে সেটা কিন্তু নয় বরং জীবনের এই মরীচিকায় অনেক কিছুই অনুধাবন করা বাকি আমাদের। তাইতো সমস্ত পর্যায়ে আমাদেরকে মানিয়ে নিয়ে জীবনের পথে চলতে হবে। ধন্যবাদ।
এটা সত্যি বলেছেন জীবনে ভালো কিছু করতে হলে ভালো রাস্তায় চলতে হবে। সঠিক রাস্তায় সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।