হিসাব চলছে

in আমার বাংলা ব্লগ4 years ago

আসলে হিসাব করে না চললে, জীবনে টেকা খুব মুশকিল ।কারণ এই পৃথিবীতে সব কিছু একটা নিয়মের মধ্যে চলে এবং নিয়মের মধ্যে থাকতে হয় । তাই দিন শেষে হিসাব করা অনেক জরুরী এবং হিসাব করে জীবন চালানো অনেক গুরুত্বপূর্ণ। যে ব্যক্তিটা মাসে কোটি টাকা ইনকাম করে তারও মাস শেষে অনেক কিছু হিসাব-নিকাশ করতে হয় এবং তার জীবনটাও হিসাবের মধ্যে চলে। আবার যে ব্যক্তিটা দিন আনে দিন খায় তার জীবনটাও ঠিক একই । আসলে আমরা কেউ হিসাবের বাইরে চলতে পারিনা এবং হিসাব-নিকাশ আমাদের সঙ্গে থাকবে এটাই স্বাভাবিক।


এত কিছুর পরেও কিছু একটু তফাৎ আছে। আর পার্থক্যটা শুধুমাত্র সংখ্যায় । কারণ এখানে সবার জীবনের যোগফল এক হয়না । কেউ হয়তো হাজার টাকা গুনতে পেরেই স্বাচ্ছন্দ্যবোধ করে ,আবার কেউ হয়তো কোটি টাকার হিসাব মিলাতে মাথার চুল ছিঁড়ে ফেলে। তবে দিন শেষে এক এক জনের চিন্তাভাবনা এক এক রকম এবং এক এক জনের হিসাবের সংখ্যাও এক এক রকম,তবে প্রশান্তি এটা নিতান্তই ব্যক্তিগত।
আমি জানিনা ছবির এই ভদ্রলোকের মাথায় কি খেলছে এবং কি চলছে ! তবে ছবি দেখে আমি আন্দাজ করতে পারি যে, এই লোকের মাথায় যেটা চলছে সেটা হয়তো দিনশেষে একটা প্রশান্তির প্রতিচ্ছবি। কারণ হয়তো তার বেচাবিক্রি ভালো হয়েছে, তাই সে হিসাবের খাতায় একটু চোখ বুলিয়ে নিচ্ছে । হয়তো এটা দিয়ে তার জীবনটাকে আরো কিছুদিন এগিয়ে নিয়ে যেতে পারবে । কারণ এই কঠিন সময়ে জীবন চালানো খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাই জীবনের হিসাব নিকাশ খুবই জরুরী এই কঠিন পরিস্থিতিতে।
20210630_164553-01.jpeg

20210630_164547-01.jpeg

20210630_164541-01.jpeg

Sort:  

তবে এই শ্রেণীর লোকগুলি এখন গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শুভ ভাই। জানিনা কবে তারা এই সংকট থেকে বের হতে পারবে?

 4 years ago 

সঠিক কথা বলছেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.031
BTC 78897.03
ETH 1588.01
USDT 1.00
SBD 0.88