প্যারাময় জীবন কাটিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস...😊
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
সংসার জীবন একটা নারীর জন্য যুদ্ধক্ষেত্রের সমান। কিন্তু কিছু করার নেই কারণ আমরা চাইলেও নিজের সংসার থেকে নিজেকে বিরত রাখতে পারবো না। এটা আমাদের ধর্ম এটা আমাদের কর্ম তাই পরিস্থিতি যতোই কঠিন হোক না কেনো আমাদের সংসার ধর্ম ঠিকঠাক মতো পালন করতেই হবে।
আমার স্বামীর অসুস্থতার কারণে কমিউনিটি থেকে কাজের বিরতি নিয়েছিলাম।অসুস্থতার কারণে আমার স্বামী ১৫ দিন ছুটিতে ছিলেন,আর তাই আমি চেয়েছিলাম এই ১৫ দিন আমার পুরো সময়টা তার পিছনে ব্যয় করবো!তার সাথে ভালো কিছু সময় কাটাবো,যাতে করে ওষুধের পাশাপাশি মানসিকভাবেও ভালো থাকে আর খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে।সেজন্য আমি সংসার বাদে অন্য কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেছিলাম।আমার সংসারটা তার উপরেই নির্ভরশীল,আর সেই মানুষটা যদি অসুস্থ থাকে তাহলে আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। সবকিছু মিলিয়ে বেশ ভালোই ছিলাম!হঠাৎ করেই একদিন কথায় কথায় তার সাথে আমার একটু তর্ক হয়!আর সেটা একপর্যায়ে গিয়ে খুবই ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করে।আমি বুঝতেই পারিনি এরকম একটা পরিস্থিতি তৈরি হবে!
আমার বিবাহিত জীবনে আমার মনে পড়ে না আমি কখনো তার সাথে এমন আচরণ করেছি যার জন্য সে আমার সাথে খুবই দুরব্যবহার করবে!কিন্তু সেদিন কি থেকে কি হয়ে গেলো সে আমার সাথে এতোটাই খারাপ আচরণ করলো যে বিষয়গুলো আমি মেনেই নিতে পারছিলাম না।আর কোনোভাবেই তাকে সামলাতে পারছিলাম না!মেয়েরাও বেশ ভয় পেয়ে গিয়েছিলো তার বাবার রাগান্বিত আচরণ দেখে।তারপর বড় মেয়ে বাধ্য হয়ে এখানে আমার এক ছোট ভাই আছে তাকে ফোন করে ডেকে এনেছিলো।এই বিষয়টি আমার জানা ছিলো না!ভাইকে দেখে ভেবেছিলাম হয়তো ঈশ্বরই ওকে পাঠিয়েছেন আমার পরিস্থিতি শান্ত করার জন্য।পরে জানতে পারি বড় মেয়ে তাকে ফোন করে ডেকে এনেছিলো।ঈশ্বরের অশেষ কৃপায় আমার ভাই এসে পরিবেশ পরিস্থিতি শান্ত করতে পেরেছিলো।
সংসার জীবন টা আসলেই বৈচিত্র্যময় কখন কোন মুহূর্তে পরিস্থিতি কোন দিকে মোড় নিবে আমরা কেউ বলতে পারি না!তবে এর পিছনে কিছু কুচক্রী মহলের ইন্ধন থাকে যারা আসলে মানুষের সুখ সহ্য করতে পারে না।তারাই অন্যের সংসারে কুমন্ত্র দিয়ে অশান্তি তৈরি করে এই ধরনের মানুষেরা দূরের কেউ হয় না খুব কাছের মানুষজনই এই ধরনের কাজগুলো করে থাকে।সেই মুহূর্তে আমরা জানতে না পারলেও যখন পরিবেশ পরিস্থিতি ভালো হয় তখন ঠিকই সত্যি কথাগুলো বেরিয়ে আসে।তখন ভাবতেই অবাক লাগে যাদেরকে আমরা ভালোবাসি তারাই আমাদের ক্ষতির কারণ হয়ে যায়!এটা মেনে নিতে খুবই কষ্ট হয়।
স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম যে যতোই ঝগড়াঝাটি মারামারি হোক না কেনো দুই এক দিন পর সবকিছুই স্বাভাবিক হয়ে যায়।আর সবচেয়ে বড় কথা কোনো কষ্টই চিরস্থায়ী নয়।আজ হয়তো আমি কষ্টে আছি কাল ঠিকই সবকিছু সামলিয়ে সুখ আসবেই যদি সেটা ঈশ্বর চায়। তাই মানুষ যে যতো চেষ্টাই করুক না কেনো কারো সুখ কেড়ে নিতে পারবে না।আর ঈশ্বর আমাকে মনে হয় বিশেষ এক ক্ষমতা দিয়েছেন,যে পরিস্থিতি যতোই কঠিন হোক না কেনো তা কাটিয়ে ওঠার মতো ধৈর্য শক্তি আমার আছে। আমার জীবন এবং বিবাহিত দীর্ঘসময়ে এরকমটাই হয়েছে।কোনো সমস্যাই আমাকে আটকিয়ে রাখতে পারে নাই,আমি ঠিকই সবকিছু সামলেই উঠেছি এবং নিজস্ব গতিতে চলছি।
মানসিক শান্তির জন্য সবাই মিলে গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম।যাতে করে এই কষ্টটা আমাকে বেশিদিন বয়ে বেড়াতে না হয়,আমার সন্তানেরাও যেনো খোলা পরিবেশে গিয়ে সব কিছু ভুলে যেতে পারে।এক সপ্তাহখানেক বাড়িতে ছিলাম।তারপর আবার নিজের গন্তব্যে ফিরে আসি।আমি আসার পর বাসায় বেশকিছু আত্মীয় আসে,তাদের আদর আপ্যায়ন করা,নিজের সংসার ঠিক রাখা স্বামীর মন যোগানো,সন্তানদের খেয়াল রাখা এবং সেই সাথে নিজেকে সামলালো সবমিলিয়ে বেশ প্যারার মধ্যে ছিলাম।আজ অনেকদিন পর ছাদে উঠলাম!এখন বেশ রাত হয়েছে,আকাশে অর্ধেক ফালি চাঁদ,সেই সাথে মৃদু হাওয়া বইছে আর দূর থেকে সুমধুর কন্ঠে গানের সুর ভেসে আসছে..সব মিলিয়ে মুহূর্তটা অসাধারণ লাগছে!আর মনে হচ্ছে সমস্ত দুঃখ কষ্ট হাওয়ায় মিলিয়ে গিয়ে মনের মধ্যে অন্যরকম একটা ভালোলাগা কাজ করছে।আর তাই অনেকদিন পর প্যারাময় জীবন কাটিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি।
সবার জীবনেই সমস্যা কম বেশি থাকবে,আসবে-যাবে এটাই জীবনের আসল রূপ!তারপরেও বলবো জীবন সত্যিই অনেক সুন্দর।🥰 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শত কষ্টের মাঝেও নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন!এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/chakiatoshi/status/1908571482340679729?t=tMgA9FQ75AZeFjWCfpDHZg&s=19
https://x.com/chakiatoshi/status/1908574853386690622?t=ENba5RVOKDkBBZC1PaMIzw&s=19
https://x.com/chakiatoshi/status/1908573571703857614?t=d7OLA2Y7ZtTifWsvQAkNGQ&s=19
মানব জীবন গতিশীল পরিবর্তনশীল। সময় যেমন স্থির থাকে না, তেমনি মানুষের অবস্থান স্থির থাকেনা। পরিবর্তন আসবেই এটাই প্রকৃতির নিয়ম। আপনার ব্লগটি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ।