জীবন নিয়ে হতাশা

in আমার বাংলা ব্লগlast year

old-man-1653541_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। এই পৃথিবীতে আমরা অনেকেই হয়তো অনেক কিছু পাওনা না পাওয়ার হিসাব করি। আমরা অনেক সময় ভাবি আমরা এটা পাইনি ওটা পাইনি। এর জন্য অনেক সময় আমরা আমাদের সৃষ্টিকর্তাকেও দোষারোপ করি যে আমার কপালটাই খারাপ আমার জীবনে কোন কিছু পেলাম না। কিন্তু এটা সত্যি আমরা জীবনের সবকিছু সবসময় পাইনা। কোন না কোন জিনিস আমাদের কমতি থাকে এটাই হয়তোবা পৃথিবীর নিয়ম। এটা মেনে নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হয়।

আবার এর মধ্যেও অনেক মানুষ আছে যাদের সবকিছু না থাকার পরেও অনেক সুখী। অনেক সময় মানুষ অনেক বেশি কিছু পাওয়ার পরও সুখী হতে পারে না তাদের অতিরিক্ত চাহিদার কারণে। আবার অনেকেই কিছুই নেই তারপরও সে জীবন নিয়ে অনেক খুশি তার অল্প সন্তুষ্টির কারণে। তারা জীবন নিয়ে আফসোস করে না। অল্প সন্তুষ্টি মানুষের জীবনকে অনেক সুখী করে তোলে।

আসলেই সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না এটা তার একটা পরীক্ষা। কিন্তু তাই বলে আমরা যদি আমাদের না পাওয়া জিনিসগুলো নিয়ে সবসময় আফসোস এবং হতাশায় নিমজ্জিত হয়ে থাকি তাহলে আমাদের জীবনের সমস্যা আরো বৃদ্ধি পাবে। হতাশা মানুষের জীবনে সুখ এনে দিতে পারেনা। হতাশা মানুষের জীবনে আরো সমস্যা বৃদ্ধি করে। জীবন নিয়ে যত বেশি দুশ্চিন্তা করবেন দেখবেন জীবন আরো বড় বিষাদ ময় হয়ে উঠবে। এর ফলে আপনার জীবন কখনোই উপভোগ করতে পারবেন না।

না পাওয়ার শূন্যতা সব সময় আমাদের তাড়িয়ে বেড়াবে। তাই আমাদের উচিত সবকিছুতে সৃষ্টিকর্তা কাছে শুকরিয়া আদায় করা৷ যা তিনি আমাদের দিয়েছেন তা নেয়ামত মনে করে জীবন পরিচালনা করা। আমাদের একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলেই আমাদের যা আছে সেটা নিয়ে আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এই সুন্দর পৃথিবীতে। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ

Sort:  
 last year 

আসলেই , জীবন নিয়ে কোনো অভিযোগ রাখতে নেই ৷ যা আছে , যেটুকু আছে তা নিয়েই খুশি থাকা প্রয়োজন ৷ তাহলেই জীবন সুন্দর হবে , জীবনটা উপভোগ করা যাবে ৷ না পাওয়া , না থাকা জিনিস গুলো নিয়ে এতো বেশি আফসোস করলে জীবন বিষাদময় হয়ে উঠবে ৷ অল্পতেই খুশি থাকতে হবে , তাহলেই জীবন সুন্দর ৷ যাই হোক , অনেক সুন্দর কিছু কথা শেয়ার করেছেন ৷ প্রত্যেকটা কথাই ভীষণ ভালো লেগেছে আমার ৷ অসংখ্য ধন্যবাদ পোষ্টটি শেয়ার করার জন্য ৷

 last year 

না পাওয়ার জন্য কখনো হতাস হতে নেই কারণ আপনার যা আছে আর একজনের তা নেই।সৃষ্টিকর্তা সবাইকে সব কিছু দেন না।কোন না কোন ভাবে অপূর্ণতা রাখে কারণ নইলে সৃষ্টি কর্তাকে ভুলে যাবে মানুষ। খুব সুন্দর কথা বলেছেন আপনি যে আমাদের যা আছে তাই নিয়ে যেন সন্তুষ্ট ও সুন্দর ভাবে বেঁচে থাকতে পারি।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.030
BTC 79824.20
ETH 1583.83
USDT 1.00
SBD 0.62