জীবনকে উপভোগ করুনsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)

woman-570883_1280.jpg
কিপিরাইক্ট ছবির সোর্স পিক্সাবেয়

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি ছোট্ট গল্প দিয়ে আমার পোস্টটি শুরু করব। একজন লোকের মাথায় খুব অল্প চুল ছিল। একদিন তিনি সেলুনে গেলেন। কোন কারণে নাপিতের মেজাজ খুব খারাপ ছিল। লোকটির মাথায় তাকিয়ে দেখে তার মাথায় খুব অল্প চুল। তখন নাপিত ওই লোকটিকে উদ্দেশ্যে করে বলল ভাই আপনার মাথার চুল কি কাটবো নাকি গুনবো? ওই লোকটি হেসে উত্তর দিলেন না ভাই ওসব না আপনি আমার চুলগুলো রাঙিয়ে দিন।

এই গল্পটির মাধ্যমে আমরা একটা বিষয় বুঝতে পারি সেটা হল আমাদের যা আছে তা নিয়ে সুখী থাকতে হবে বা খুশি থাকতে হবে। আপনার কাছে যে জিনিসটি নেই সেটি নিয়ে যদি আফসোস করেন তাহলে আপনার দুঃখ আরো বেড়ে যাবে।

woman-2667455_1280.jpg
কিপিরাইক্ট ছবির সোর্স পিক্সাবেয়

জীবন উপভোগ করার বিষয় তাই জীবনে যা আছে তা নিয়েই হাসি মুখে উপভোগ করতে হয়। যদি কখনো স্ট্রেস ফিল করেন তবে সবকিছু থেকে কিছুদিনের জন্য বিরতি নিন। আপনার যা করতে ভালো লাগে বা আপনার যা করলে উপভোগ করেন সেটাই করুন। যেমন, পছন্দের খাবার খাওয়া, পছন্দের জায়গাতে বেরাতে যাওয়া, প্রিয় মানুষকে সময় দেওয়া ইত্যাদি।

আমাদের ছোট্ট একটি জীবনের চাওয়া পাওয়ার মাঝে অনেক কিছুই পাওয়া হয়না। তার পরও আমাদের যা আছে তা নিয়ে খুশি থেকে জীবনকে উপভোগ করুন। নিজের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধাশীল হোন। নিজেকে ভালোবাসুন। দেখবেন জীবন অনেক সন্দর। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 last year 

অবশ্যই ভাইয়া জীবনটাকে উপভোগ করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ জীবনটাকে উপভোগ না করলে মানুষত্বের বিকাশ ঘটানো কখনো সম্ভব না। আপনার পোস্টটি দারুন ছিল। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

জি ভাই জীবনে সমস্যাগুলো পিছনে ফেলে এগিয়ে যেতে হয়।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84168.37
ETH 2275.93
USDT 1.00
SBD 0.68