ডিপ ফেইক ভিডিও নতুন প্রতারণার মাধ্যম

in আমার বাংলা ব্লগlast year

worried-girl-413690_1280 (2).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। প্রতিদিনের মতো আজকে একটি বিষয়ে নিয়ে লিখব আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। সে বিষয়টি হলো ডিপ ফেক ভিডিও। ডিপ ফেইক ভিডিও নিয়ে হয়তো অনেকেই জানেন না বা অনেকে জানলেও হয়তো ব্যাপারটি নিয়ে কিলিয়ার না। আজকে আমি আপনাদের সাথে আমার এই ব্যাপারে যতটুকু জানা আছে সেটা শেয়ার করব।

বর্তমানে ডিপ ফেক ভিডিও এআই(AI) এর মাধ্যমে আপনার একটি ছবি দিয়ে চাইলে যেকোনো একটি ভিডিও তৈরি করা যাবে। যা একদমই অরিজিনাল ভিডিওর মত মনে হবে। মনে করেন একটি নগ্ন ভিডিও সেই ভিডিওটির মধ্যে আপনার ফেসটি বসিয়ে দেওয়া যাবে এই এআই প্রযুক্তির মাধ্যমে। বেশিরভাগ সময়ই সেলিব্রিটিদের ফেস দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করা হয়। বর্তমানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষদের সম্মানহানি করার জন্য ও টাকা আদায় করার জন্য এই ধরনের ভিডিও বানানো হচ্ছে।

কিছুদিন পূর্বে আমি একটি ফেসবুকে পোস্ট দেখতে পাই। এ আইডি ফেক ভিডিও বানানো হয় টেলিগ্রামের মাধ্যমে এবং সেই টেলিগ্রাম গ্রুপের লিংকটিও দেওয়া হয় পোস্ট এর মধ্যে। আমি সেই লিংকটির মাধ্যমে টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়েই দেখতে পেলাম যে সাধারণ একটি ছবির মাধ্যমে অনেকের ডিপ ফেক ভিডিও তৈরি করা হচ্ছে যা খুবই ভয়ঙ্কর। যেকোনো মানুষের ছবি নিয়ে তার সম্মানহানি করার জন্য মূলত এই ধরনের ভিডিও বানানো হয় যা দেখতে একদমই আসল ভিডিও মনে হয়।

যে কেউ এই ধরনের ডিপ ফেক ভিডিওর সম্মুখীন হতে পারেন যদি আপনি সতর্ক না হন। এমনও হতে পারে আপনার পরিবারের কারো নগ্ন ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু এটি একটি ফেক ভিডিও। অনলাইনে ছবি শেয়ার করার পূর্বে অবশ্যই খেয়াল করবেন আপনার ফেইসটি যেন একদম সামনাসামনি দেখা না যায়। অযথা ফেসবুক এবং সোশ্যাল প্ল্যাটফর্মে অতিরিক্ত ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন। কেউ যদি এই ধরনের ভিডিও মেইক করে আপনাদের কাছে টাকা চায় ও কোন ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল যদি এই ভিডিও গুলো শেয়ার করেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনের আশ্রয় নিন। আর অবশ্যই আমাদের পরিবারের সবাইকে অনলাইনে ছবি ভিডিও শেয়ার করার পূর্বে সতর্ক করবেন। নিজেকে সেফ রাখার জন্য এআই সম্পর্কে আরো বেশি তথ্য জেনে নিন কাজে দিবে। সবাই ভাল থাকবেন।

Sort:  
 last year 

এই আই সম্পর্কে কিছুদিন আগে জানতে পেরেছি। আসলে এসব খুব ভয়ংকর ব্যাপার।কে কখন কার শত্রুতার কবলে পড়বে কেউ জানে না তাই এইসব বন্ধ করার জন্য সরকারের সহযোগিতা একাই দরকার দেশে না হলে এর প্রভাব বিস্তার করবে সমস্ত দেশে।সত্যি আপনার পোস্ট টি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94042.59
ETH 2640.93
USDT 1.00
SBD 0.69