🥰 " প্রথম রমজান খুব সুন্দরভাবে কেটে গেলো "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।
প্রথম রমজান খুব সুন্দরভাবে কেটে গেলোঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগ জীবন থেকে নেয়া অনুভূতি শেয়ার করবো।মুসলিম উম্মাহর পবিত্র মাহে রমজান শুরু হয়েছে গতকাল।আর এরই মধ্যে একটি রমজান আমরা পার করে ফেললাম।সাহারীর মধ্যে দিয়ে আমাদের রমজান শুরু হয়।আর পরেরদিন সন্ধ্যায় আমরা ইফতারের মধ্যে দিয়ে একটি রমজান আজ শেষ করে ফেললাম।প্রথম রমজানের অনুভূতি গুলো আজ শেয়ার করতে এলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের মাঝে ভালো লাগবে।
রোজার প্রথম দিন ছেলে আজ রোজা ছিল।ইফতারে কি খাবে জানতে চাওয়া হলে সে শুধু তরমুজ খাবে এমনটাই বলছিলো।তাই আমি দেরী না করে তরমুজ অর্ডার করলাম।ছেলে নাকি শুধু তরমুজই খাবে।সে এমনিতেও ভাজা ভুজি খুব একটা খায় না।বাইরের খাবারের মধ্যে বার্গার আর পিৎজা ভীষণ পছন্দ করে।যাই হোক শুধু তরমুজ তো আর খেয়ে কাজ হবে না।তাই আমি ওর জন্য সাদা পোলাও ও চিলি চিকেন রান্না করে নিয়েছিলাম বিকেলেই।কেননা এই খাবারটি ওর পছন্দের খাবারের একটি।এরপর খুব সামান্য কিছু আলুর চপ,বেগুনী ও পিঁয়াজু আমি তৈরি করেছিলাম।আর কিছু ছোলা ভুনা করে নিয়েছিলাম।তরমুজ দিয়ে যাওয়ার পরেই কেটে নিয়েছিলাম।যাক প্রথম রমজানে ভালো তরমুজই দিয়ে গেলো।লাল যেমন ছিল তেমনি মিষ্টি।
রমজানে শরবত খুব গুরুত্বপূর্ণ। সারাদিন পর সবাই শরবত দিয়েই ইফতার করে থাকে।এরপর চিড়া দই।এরপর ভাজা-ভুজি খেতে হয়।আমাদের বাসায় ফল ইফতারে তেমন একটা খাওয়া হয় না।তাই অন্য কোন ফল কাটা হয়নি আমার।ফল রাতে নামাজের পরেই কেটে খাওয়া হয়।ছেলে তো শরবত দিয়ে ইফতার করেই পোলাও ও চিলি চিকেন নিয়ে খেয়েছিল। আমি নামাজ পড়ে ছোলা ভুনা ও চপ দিয়ে সামান্য মুড়ি খেয়েছিলাম।প্রথম রমজান খুব সুন্দরভাবে ই কেটে গেলো।আশাকরি বাকি রমজান গুলো ও ভালো কাটবে।
ইফতার শেষ করে এক কাপ চা না খেলেই নয়।এটা হচ্ছে আমার জীবনীশক্তি। বেশী না খেলেও চা এক কাপ খেতেই হবে আমার।তাই আর দেরী না করে সবকিছু গুছিয়ে নিয়ে চা তৈরি করতে লেগে গেলাম। আমার মতো কে কে চা না খেয়ে থাকতে পারেন না জানাবেন তো।প্রথম রমজান আমাদের সুন্দর ভাবেই কেটৈ গেলো।আপনাদের কার কেমন কাটলো জানার অপেক্ষায় রইলাম। আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার দেখা হবে অন্য কোন ব্লগে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | লাইফ স্টাইল |
---|---|
প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
প্রথম রোজার খুব সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বেশ ভালোভাবেই প্রথম রোজাটা কাটিয়েছেন। এ বছর এখনো তরমুজ খাওয়া হয়নি। সারাদিন রোজা রেখে ইফতারের যে কোন ফ্রুটস খেতে ভালোই লাগে। সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
বছরের প্রথম তরমুজ ছেলের জন্য অর্ডার করেছিলাম।আলহামদুলিল্লাহ তরমুজটি ভালো হয়েছে।ধন্যবাদ আপু মন্তব্য শেয়ার করার জন্য।
রমজান মাসের প্রথম দিনের অনুভূতি টি একটু ভিন্ন রকম। আপনি আপনার বাসায় রমজান মাসের প্রথম দিন উপলক্ষে বেশ ভালো কিছু আয়োজন করেছিলেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে ইফতার করার আনন্দই আলাদা রকম।
সত্যিই তাই।সবাই মিলে ইফতার করার আনন্দ অন্য রকম।অনেক ধন্যবাদ আপনাকে।
প্রথম রমজানের অভিজ্ঞতা দারুণ লাগলো।তরমুজের মিষ্টি স্বাদ আর প্রিয়জনদের সাথে ইফতারের আয়োজন সত্যিই দারুণ ছিলো। আপনার বর্ণনায় যেন পুরো মুহূর্তটা চোখের সামনে ভেসে উঠলো। আগামীর রমজানগুলোও যেন আনন্দময় ও বরকতময় হয়, এই শুভকামনা রইলো।
আপনার জন্য ও রইলো অভিনন্দন।
দেখতে দেখতে রমজানের একটি দিন অতিবাহিত হয়ে গেল আমাদের মাঝ থেকে। আমরা সকলে অনেক বেশি আশাবাদী এবং প্রত্যাশী এই রমজানের রোজাগুলো রাখবো এবং অনেক সুন্দর দিন যাপন করব। দোয়া করি আপনি যেন প্রত্যেকটা রোজা পালন করতে পারেন।
আমিন,আল্লাহ সবাইকে রমজান মাসের সব কয়টি রোজা রাখার তৌফিক দান করুন।
প্রথম রোজাটা এত সুন্দর ভাবে কেটেছে দেখে খুব ভালো লাগলো। বাচ্চারা রোজা রাখলে তখন তারা অনেক কিছুই আবদার করে ইফতারের সময় খাওয়ার জন্য। আপনার ছেলে দেখছি তরমুজের আবদার করেছিল। অনুভূতিটা খুব সুন্দর ভাবেই শেয়ার করলেন। আমাদেরও খুব ভালো কেটেছে প্রথম রমজান।
অনেক ধন্যবাদ আপু মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য।
প্রথম রমজানের সারাদিন খুব ভালোভাবে কেটেছিল। সারাদিন একদম অস্বস্তি ফিল হয় নি, আর গরমটাও খুব বেশি একটা লাগেনি। তবে ইফতার করার পর শরীরটা একদম নিস্তেজ হয়ে গিয়েছিল। যেন আর কোন শক্তি পাচ্ছিলাম না। কিছুক্ষণ রেস্ট নেয়ার পর আটটার দিকে চা খেয়েছি। চা না খেলে আমারও একদম ভালো লাগে না আপু। প্রত্যেকটা রমজানে ইফতারের কিছুক্ষণ পর চা না খেলে ভালোই লাগে না।
ধন্যবাদ আপু।
X-promotion
আমারও বেশ ভালোভাবে কেটে গেলো প্রথম রোজা। যেহেতু আবহাওয়া বেশি গরম নয় আবার বেশি ঠান্ডাও নয়। তাই রোজা রাখতে তেমন কস্ট হয়নি। আমিও ইফতার শেষ এক কাপ চা না খেলে যেনো চলতেই পাই না। পরবর্তি রোজাগুলোও বেশ ভালোভাবে কাটে এই দোয়া করি।
অনেক ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করার জন্য।
প্রথম রোজার আনন্দই আলাদা, বিশেষ করে যখন বাচ্চারা আগ্রহ নিয়ে রোজা রাখে এবং ইফতারের জন্য মনের মতো কিছু চাইতে থাকে। তরমুজের আবদারটা যেমন মিষ্টি, তেমনই ইফতারের টেবিলে সেই ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করার আনন্দও দারুণ। আপনার সুন্দর অভিজ্ঞতা পড়তে বেশ ভালো লাগলো।আমাদেরও প্রথম রোজার দিনটি অনেক সুন্দর কেটেছে ।
অনেক ধন্যবাদ আপু।