জীবনে দু'জন ভালোবাসার মানুষ (পর্ব - ০২)
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
ছোটবেলায় ঠাকুরদা, ঠাকুরমা দুজনেই ভালোবাসলেও ঠাকুমা পড়াশুনা নিয়ে বা কোন কিছু নিয়ে বায়না করলে একটু শাসন করতেন। তাই বলে ভালবাসতেন না এমনটা নয় কিন্তু শাসন করতেন। কিন্তু আমার ঠাকুরদা কখনোই কোন কিছু নিয়ে শাসন করতেন না বা কারোও আমাকে শাসন করাও পছন্দ করতেন না। তো ঠাকুরমা যখন একটু শাসন করতো, আমি যদি কান্নাকাটি করতাম তখন ঠাকুরদা ও ঠাকুমার মধ্যে ঝগড়া লেগে যেত আমাকে নিয়ে। আমার ঠাকুরদা আমাকে সব ব্যাপারে কেমন যেন একটা আগলে রাখত সবসময়।
যাইহোক, ঠাকুরদা ঠাকুরমা পুরনো দিনের অনেক গল্প শোনাতো তাদের বিয়ের গল্প আরো অনেক ধরনের গল্প। আর এসব বিভিন্ন গল্প শোনাতে গিয়েও ঠাকুরদা ঠাকুমার মধ্যে ঝগড়া লেগে যেত কারোর কথার সাথে কারো কথা না মিললে। আর তাদের এই ছোট ছোট কথা নিয়ে ঝগড়া গুলোই উপভোগ করতাম। ওইতে কথায় আছে না যে নাকি যার সাথে যত বেশি ঝগড়া করে সে তাকে তত বেশি ভালোবাসে। তাদের মধ্যেও সেই ব্যাপারটাই ছোটখাটো সব ব্যাপার নিয়ে ঝগড়া করলেও তাদের দুজনের দুজনের প্রতি ভালবাসা ও সম্মান ছিল দেখার মতো। ঠাকুরদা থাকতে এই যে ব্যাপারগুলো হত এখন হয়তো ঠাকুরমা বেঁচে আছে এখনো অনেক গল্প করে করে শোনায় কিন্তু তখন দুজনে মিলে ওই একটা ব্যাপার ছিল এখন সেটা আর নেই।
চলবে..
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ঠাকুরদা যেমন আপনাকে ছোটবেলায় একেবারে আগলে রাখতো,ঠিক আমাকেও আমার দাদা সবসময় আগলে রাখতো। আসলে দাদা দাদীর ভালোবাসাটাই অন্য রকম। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।