লাইফ স্টাইল।। মাদ্রাসা প্রাঙ্গনে গ্ৰামের সবাই একসাথে ইফতার করার অনুভূতি।
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ ০৮/০৪/২০২৪) রোজ: সোমবার
💞 রামাদান মোবারক 🌸
রমজান মাস প্রায় শেষের দিকে। খুব দ্রুত ঈদ আসছে চলে। রমজানের একদম শেষের দিকে জুগীরগোফা দারুল আমান দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারও ইফতারের আয়োজন করা হয়েছিল। রমজানের শেষে সবাই গ্রামের সকল মানুষের সাথে ইফতার করতে পারার মজাই আলাদা। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ একসাথে সারিসারি হয়ে বসে আছে ইফতারি করার জন্য। এমন সময় উপরের ফটোগ্রাফিটি আমার ফোনে ধারণ করি।
যত পুরা গ্রাম মিলে ইফতারের আয়োজন করা হয়েছে তাই আজকে একটু সকাল সকাল মাদ্রাসার দিকে গেলাম। গিয়ে দেখতে পেলাম মাদ্রাসার সভাপতি ডঃ মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি খুব সুন্দর ভাবে মাদ্রাসার উদ্দেশ্যে তার বয়ান দিচ্ছিলেন এমন সময় উপরে যে ফটোগ্রাফিটি আমার ফোনে আমি ধারণ করি। আসলে জনগণ অনেক বেশি ছিল কারণ পুরা একটা গ্রাম মিলে ইফতারের আয়োজন বুঝতেই পারছেন তাই সেখানে দেখতে পেলাম একটা মাইক নিয়ে এসেছে যাতে সবাই খুব সুন্দরভাবে কথাগুলো শুনতে পাই।
এরপর বেশ কিছুক্ষণ কথা শোনার মধ্যে দিয়ে ইফতারের আগ মুহূর্তে দেখলাম সবাই ইফতারি জনে জনে পৌঁছে দিচ্ছে। আজকের ইফতারের এই দৃশ্যটি আমার স্মরণীয় হয়ে থাকবে। আসলে গ্রামের প্রতিটি মানুষের যখন একসাথে হয় তখন দেখতেই এক অসাধারণ সুন্দর লাগে। আর তাতে আবার মাদ্রাসা প্রাঙ্গণ মাদ্রাসার প্রাঙ্গণের পাশেই সবুজ শ্যামলের প্রকৃতির মাঠ ধান ভরা মাঠের পাশেই সবাই একত্রিতে বসে ইফতারের আয়োজন। সত্যিই আজকের আবহাওয়াটা সারাটা দিনই খুবই ভালো ছিল ঠান্ডা । সবই আল্লাহর রহমত দেশ কয়েকদিনের তুলনায় আজ কয়েকটি দিন খুবই সুন্দর এবং ঠান্ডা ভাবে কাটছে। আসলে আজকের এমন একটি দৃশ্য দেখে আমি ছবি না তুলে আর থাকতে পারলাম না। তাই উপরে বেশ কয়েকটি ছবি আর আমার ফোনে ধারণ করি যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অনেকজনাই একসাথে ইফতার করার মজাই আলাদা তাতে আবার গ্রামের সকল রোজাদারগণ সত্যিই আজকের বিকেলের মুহূর্তটা অর্থাৎ ইফতারির আগ মুহূর্তটা খুবই মজাদার আনন্দের ছিল। এরপরে সেখান থেকে আমি নিজেও একটা সেলফি ছবি তুলে নিলাম যেটা আপনারা উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন।
আলহামদুলিল্লাহ আজকের ইফতারের আইটেম ছিল খুবই ভালো উপরে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ইফতারের আইটেম এর একটি খুব সুন্দর একটি ছবি। মাশাআল্লাহ আজকে ইফতারিটা সবার সাথে একসাথে করতে পেরে খুবই ভালো লাগলো। ইফতারির আগ মুহূর্তে সবাই এমন খাবারের আইটেম নিয়ে গ্রামের অনেক মানুষ যখন একসাথে বসে ছিলাম এবং মোনাজাতে আমিন আমিন করেছিলাম তখন যেন মনটা একদম জুড়ে গিয়েছিল। সবই আল্লাহর রহমত এবং আল্লাহর অশেষ রহমতে আমরা গ্রামের প্রত্যেক রোজাদার গান একসাথে একত্রিত হয়ে মাদ্রাসা প্রাঙ্গনে ইফতারি করতে পেরে আমার অনুভূতি খুবই ভালো এবং আমার খুবই ভালো লেগেছিল।
আজকের মতো এখানেই শেষ করছি
আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।
বন্ধু তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছ তোমাদের গ্রামের মাদ্রাসা প্রাঙ্গনে সবাই একসাথে ইফতার করার অনুভূতি। আসলে তোমাদের গ্রামের সবাই মিলে প্রত্যেকবার রমজান মাসে এমন ইফতারির আয়োজন করে থাকে সত্যি এটি আমার কাছে বেশ ভালো লাগে। তবে এবার আমি ইফতারিতে উপস্থিত থাকতে পারিনি একটু বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। তবে ইফতারের দৃশ্য গুলো তোমার পোষ্টের মাঝে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বন্ধু আমাদের গ্রামের দুইবার সবাই মিলে ইফতার করা হয় এক মাদ্রাসায় দ্বিতীয়বার স্কুল মাঠে। আজকে স্কুল মাঠে বড় আকারে ইফতারের আয়োজন করা হয়েছে অবশ্যই তুমি আসবে।
সবাই মিলে ইফতার করার মজাটাই অন্যরকম। জি ভাইয়া ঠিক বলেছেন সব আল্লাহর রহমত কয়েক দিনে যে গরম পড়েছে আজকে সে তুলনায় বেশ ঠান্ডা ছিল। আপনাদের ইফতার আইটেমটা বেশ ভালো লেগেছে। সাথে ডিমও দিয়েছে পুষ্টির অভাব ও পূরণ হবে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া।
আসলে আজকের এই ইফতারের দিনটি আপনার খুব ভালো কেটেছে। কারণ এই রমজান মাসে এক দিকে যেমন সবাই মিলে রোজা রয়েছেন। তাই সারাদিন আপনাদের অনেক বেশি কষ্ট হয়। এরপর বিকেলবেলাতে যেহেতু গ্রামের সবাই মিলে এক জায়গায় বসে ইফতার করেছেন তখন আপনাদের সময়টা মনে হয় বেশ ভালই গিয়েছিল। আসলে এভাবে সবাই বসে একসাথে ইফতার করার মজাটাই মনে হচ্ছে আলাদা। ধন্যবাদ আপনাকে আজকের এই সুন্দর দিনটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে দাদা গ্রামের সবাই যখন একসাথে ইফতার মাহফিল করছি তখন তো খুব মজার একটা বিষয়। দিনটি স্মরণীয় করার জন্যই আপনাদের মাঝে শেয়ার করেছি।
সকলে মিলে ইফতার করার মজাই আলাদা। সকলের সাথে ইফতার করার মধ্যে একটি আলাদা ভালোলাগা কাজ করতে থাকে৷ আজকে আপনি মাদ্রাসার মাঠে সেরকম একটি মুহুর্ত শেয়ার করেছেন এবং সকলে মিলে ইফতার করে তা আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ খুব সুন্দর ফটোগ্রাফিও শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷