লাইফ স্টাইল: "স্বপ্নের প্ল্যাটফর্ম এর টাকায় স্বপ্ন পূরন"

in আমার বাংলা ব্লগlast year

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


20240303_170034.jpg

আজকে প্রথম আমি আপনাদের মাঝে একটি লাইফ স্টাইল এর পোস্ট শেয়ার করব৷ আশা করি আজকের এই পোস্ট আপনাদের অনেক পছন্দ হবে এবং আজকে যে পোস্টটি আমি আপনাদের মাঝে শেয়ার করার করবো সেই পোস্টটি আমি অনেক দিন ধরেই করার চিন্তা করছিলাম৷ তো আজকে সে সময় হয়ে গেল৷ এই পোস্টের মূল বিষয়টি হল আমার মোবাইল কেনা সম্পর্কে এবং তার সম্পর্কে বিস্তারিত সকল কিছু আমি আপনাদের মাঝে পোস্টের মধ্যে তুলে ধরবো৷

20240303_170126.jpg

প্রথমেই পোষ্ট সম্পর্কে কিছু বলা যাক ৷ এই পোস্টের যে বিষয়টি হচ্ছে সেটি হল আমার মোবাইল কেনা নিয়ে। এই মোবাইল কেনার জন্য আমি অনেকদিন অপেক্ষায় ছিলাম৷ যখন আমি এই স্টিমিট প্লাটফর্ম থেকে টাকা উঠিয়ে নিলাম এবং সেই টাকাগুলো দিয়ে প্রথম আমার মোবাইল কিনতে গেলাম সেই সময়কার কিছু মুহূর্ত আমি আপনাদের মাঝে শেয়ার করব৷ কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু সম্পন্ন হলো তা আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব৷

20240303_170436.jpg

প্রথমেই বলা যাক এই স্টিমিট প্লাটফর্ম এ প্রবেশ করা সম্পর্কে৷ যখনই আমি এই স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে আমার [@nevlu123] ভাইয়া ও [@bristy1] আপু থেকে জানতে পারি তখন থেকেই আমার এই স্টিমিট প্লাটফর্ম এ কাজ করার অনেক ইচ্ছা জাগ্রত হয়। তারপর থেকে আমি এই স্টিমিট প্লাটফর্ম এ অনেকদিন ধরে Beauty Of CreativityTron-fan-club কমিউনিটিতে কাজ করি৷ তবে যখন আমি আমার বাংলা ব্লগ সম্পর্কে জানতে পারি তখন থেকে এই কমিউনিটিতে কাজ করা আগ্রহ আমার অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল৷ তারপর থেকেই আমার অনেক ইচ্ছা যে আমি আমার বাংলা ব্লগ এ কাজ করব৷ এরপর থেকে আমার এই যাত্রা শুরু। এডমিন, মডারেটর মহোদয়গনের সাহায্য ও ক্লাসের মাধ্যমে সবকিছু শেষ করার পর যখন আমি ভেরিফাইড মেম্বার হলাম, তারপর থেকে আমার ইনকাম আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেল। যেভাবে এই কমিউনিটির সকলে আমাকে সাপোর্ট দিয়ে দিয়েছেন তা থেকে আমি অনেক কিছু শিখেছি এবং প্রতিনিয়তই নতুন নতুন কিছু শেয়ার করার চেষ্টা করেছি।

20231211_110634.jpg

প্রথম সময়ে যখন আমি এই স্টিমিট প্লাটফর্ম এ কাজ করেছিলাম তখন কোন ধরনের টাকাই এখান থেকে উঠানোর পরিকল্পনা ছিল না৷ তা অনেকদিন বাস্তবায়িত হয়েছে। অনেক দিন পর্যন্ত আমি স্টিমিট প্লাটফর্ম থেকে কোন ধরনের টাকা উঠাইনি৷ পরবর্তী সময়ে কিছু জরুরী কারণ সৃষ্টি হওয়ার ফলে অল্প কিছু পরিমাণে টাকা উঠিয়ে নিলাম৷ এর পরেই যখন আমার মোবাইল কেনার সময় হল তার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল৷ তখন আমি অনেক টাকা উঠিয়ে নিলাম৷ সেখানে এতটাই টাকা ছিল যে তা দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ তারপর থেকে এই স্টিমিট প্লাটফর্ম এ কাজ করার আগ্রহটা আরো বেশি বৃদ্ধি পেতে থাকল।

20230711_193852.jpg

পরবর্তীতে যখন আমার বাংলা ব্লগভেরিফাইড মেম্বার হয়ে গেলাম, পরবর্তী সময় যখন আমার পোস্টগুলো নমিনেশনে গেল এবং এডমিন মডারেটর খুব ভালোভাবে আমার এই পোস্টগুলোকে বিবেচনা করেন। আমার যে পোস্টগুলো ওনাদের কোয়ালিটি পোস্ট মনে হতো, তখন এর মধ্যে যে ছোটখাটো ভুল করেছি সেই সমস্যা সমাধান করে দিয়েছেন। একইসাথে প্রতিনিয়ত এর কোয়ালিটি বৃদ্ধি করার জন্য আমি চেষ্টা করেছি। পোস্ট এর মধ্যে যা কিছু সমস্যা ছিল ওনারা সবকিছুই আমাকে বলে দিয়েছেন৷ এরপর থেকে আমি সবকিছু ভালোভাবে বুঝে নিয়ে এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছি৷ এই কমিউনিটিতে কাজ করার পর আমার যে টাকা ইনকাম হলো, সেই টাকা আমি উঠিয়ে নিলাম আমার মোবাইল কেনার জন্য৷



এবার আসল কথায় আসা যাক৷ প্রথমেই আমি টাকাগুলো উঠালাম৷ তারপরেই মার্কেটে চলে গেলাম। আমাদের কথা ছিল যে সেখান থেকে ওই দিনই মোবাইল কিনে নিয়ে চলে আসবো। তবে দোকানে যাওয়ার পরে আমরা যে মোবাইলের সন্ধান করছিলাম সে মোবাইলটি সেখানে ছিল না৷ তাই অনেকক্ষণ কথাবার্তা বলার পরে বিভিন্ন আলাপ আলোচনা করার পরে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হলাম। যে মোবাইলটি আমার প্রয়োজন ছিল সেই মোবাইলটি ওই দোকানদার বলেছিলেন যে তিনি ব্যবস্থা করে দিবেন৷ তাই ওনাকে সেই মোবাইলের অর্ডার দিয়ে দিলাম এবং তিনি সেই মোবাইল কিছুদিনের মধ্যে এনে দিলেন। যখন তিনি ফোন করে বললেন যে মোবাইল চলে আসলো , তখন সে কথাটি শুনে অনেকটাই আনন্দ পেলাম।

20230711_193842.jpg

এবার যেদিন মোবাইলে দোকানে চলে আসল তখন তিনি ফোন করে বললেন মোবাইল নিয়ে যান৷ সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল এবং বাইরে বের হওয়া যাচ্ছিল না। তখন ভেবেছিলাম যে সেদিন আর যাব না৷ তারপরও বৃষ্টি একটু থামার পরে সকলে মিলে মোবাইল কিনার জন্য চলে গেলাম। সেখানে গিয়ে যখন মোবাইল দেখি তখন যে মোবাইলটি অর্ডার আমরা দিয়েছিলাম সেই মোবাইলটি তিনি ব্যবস্থা করে দিয়েছেন৷ যখন সে মোবাইলটা আনবক্সিং করলাম তা একেবারেই একদমই নতুন একটি অভিজ্ঞতা ছিল৷ জীবনে এই প্রথম নিজের টাকায় মোবাইল কিনলাম৷

আমার জীবনে অনেকেই অনেক ধরনের গিফট দিয়েছেন এবং সেই গিফটগুলো পেয়ে অনেকটাই আনন্দিত হয়েছিলাম৷ সবকিছুই আমাকে অনেক আনন্দ দিয়েছিল৷ তবে তার থেকেও সবচেয়ে বেশি আনন্দের জিনিসটি হল নিজের ইনকাম এর টাকা দিয়ে যদি কোন কিছু করা যায় তাহলে তার থেকে খুশির আর কিছুই হতে পারে না৷ যখন আমি এই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করার পরে যে টাকা দিয়ে আমি নিজের জন্য একটি নতুন মোবাইল কিনে নিলাম তার থেকে ভালো লাগার বিষয় আর কিছুই হতে পারে না। এরকম একটি প্ল্যাটফর্মে কাজ করতে পেরে আমি অনেকটাই খুশি এবং সবসময় এই প্লাটফর্ম থেকে যে সুবিধা পেয়ে যাচ্ছি এবং এখানকার এডমিন মডারেটররা যেভাবে আমাদেরকে সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন তার কোন তুলনাই হয় না৷

আজকে এই পর্যন্তই৷ আমার নতুন মোবাইল কেনার ছোট একটি মুহূর্ত আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি এই মুহূর্ত আপনাদের ভালো লাগবে ৷ যখন আমি প্রথম আমার নিজ হাতে মোবাইল আনবক্সিং করলাম এবং আমি নিজের পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে দিলাম সেই অনুভূতিটা বলে বোঝানো যাবে না৷ আশা করি আপনাদের সকলের জীবনেও এরকম সুন্দর কিছু অনুভূতি রয়েছে। সকলের জীবনেই নিজের টাকা দিয়ে কিছু করার মাধ্যমে একটি আলাদা ভালোবাসা এবং ভালোলাগা কাজ করতে থাকে৷

আশাকরি আপনাদের সবার আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। দেখা হবে নতুন একটি পোস্ট।

মোবাইলের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি
মডেলM34 5g
ক্যাপচার@bijoy1
অবস্থানফেনী

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

1708079343300.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই ভাই। নিজের পছন্দের প্লাটফর্ম স্টিমিট থেকে আপনার উপার্জিত এবং জমা রাখা টাকা দিয়ে নিজের শখ পূরণ করার জন্য। আসলেই, নিজের টাকায় এমন এক্সপেন্সিভ একটি শখ বা প্রয়োজনীয় জিনিস কেনার চেয়ে আনন্দ বা খুশি টা বহুগুণ হয়। এবং আমি শিওর যে নিজের ইনকাম দিয়ে কেনা বলে এই মোবাইলটি আপনার মনে আলাদা জায়গা করে নিবে, আপনি বেশ যত্নের সাথে এটি ব্যবহার করবেন। আপনার পোষ্ট পড়ে আপনার খুশির মাত্রা টা অনুমান করা যাচ্ছে। ভীষণ ভালো লাগলো আপনার অনুভূতি গুলো জেনে।

Posted using SteemPro Mobile

 last year 

শখ পূরনের ক্ষেত্রে আমি কখনো টাকাকে বেশি কিছু মনে করি না। টাকা যতই হোক না কেন শখ পূরন হতে হবে। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে৷

Posted using SteemPro Mobile

 last year 

স্বপ্নের প্ল্যাটফর্ম এর টাকায় স্বপ্ন পূরন করতে পেরেছেন জেনে সত্যি ভীষণ খুশি হলাম। নতুন ফোন কেনা এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে কাজ করার অনূভুতি গুলো ছিলো অসাধারন। এভাবেই কাজ করে এগিয়ে যান এই কামনাই করি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য৷ এই মন্তব্য আমার অনুপ্রেরণা আরো বৃদ্ধি করে দিল৷

Posted using SteemPro Mobile

 last year 

সত্য কথা বলতে নিজের ইনকামের টাকায় ভাইয়া অনেক আনন্দ লাগে। বাবা-মা পূরণ করলে আনন্দ লাগে ঠিক আছে কিন্তু নিজের ইনকাম কষ্টের অর্জিত টাকা হালাল টাকা। অবশেষে আমাদের সকলেরই প্রিয় নিভলু ভাই ও বৃষ্টি ভাবীর মাধ্যমে আপনি এই প্লাটফর্মে এসেছেন এবং নিজেকে ছাড়িয়ে গিয়েছেন প্রতিনিয়ত।আস্তে আস্তে নিজেকে অন্যান্য দক্ষতায় নিয়ে গেছেন ভীষণ ভালো লাগলো এবং আশা করি আপনি আরো অনেক স্বপ্ন পূরণ করতে পারবেন দোয়া রইল।

Posted using SteemPro Mobile

 last year 

একদম ঠিক। নিজের টাকায় কোনো কিছু করার মধ্যে যে শান্তি পাওয়া যায়, তা আর কোথাও পাওয়া যায় না।

Posted using SteemPro Mobile

 last year 

সত্যি এই আনন্দের কথা সেই বেশি ভালো জানে যে এই আনন্দ পেয়েছে। এ প্লাটফর্ম সত্যি আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। স্বপ্নের এই প্ল্যাটফর্ম থেকে আপনি অর্থ উপার্জন করে খুবই চমৎকার একটি মোবাইল কিনেছেন। এই মুহূর্তটা আপনার জন্য কতটা যে সুখের ছিল সেটা আপনি বুঝতে পারছেন। নিজের টাকা ইনকাম করে কোন কিছু কেনা সত্যি অনেক আনন্দের। আপনার এই আনন্দটা আমাদের মাঝে ভালোভাবে করে নেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

হুম। আমি যেদিন মোবাইল কিনতে গেলাম, তার মতো আনন্দের বিষয় আর কিছুই হতে পারে না।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ভালো লাগার একটি অনুভূতি আপনি শেয়ার করলেন। নিজের পরিশ্রম দিয়ে প্লাটফর্ম থেকে টাকা তুলিয়ে আপনি মোবাইল কিনলেন। এর থেকে ভালো লাগার বিষয়ে আর কিছু থাকতে পারেনা। তাছাড়া আপনি মোবাইলটি কিনার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন বিভিন্ন সমস্যা নিয়ে। অবশেষে আপনি দীর্ঘ অপেক্ষার পর আপনার প্রিয় মোবাইলটি হাতে পেয়েছেন। তা দেখে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত আপনি আমাদের সাথে শেয়ার করলেন।

 last year 

অনেকদিন অপেক্ষা করার পর আমার পছন্দ করা সেই মোবাইল আমার হাতে চলে এসেছে।

Posted using SteemPro Mobile

 last year 

প্রথমেই অভিনন্দন জানাই স্টিমিট প্লাটফর্মের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করার জন্য। আপনি শুধুমাত্র একটি মোবাইল কিনেননি আপনি একটি স্বপ্ন আর সম্ভবনা কিনেছেন। যাইহোক এভাবেই স্টিমিটের মাধ্যমে আপনার একটি একটি করে স্বপ্ন পূরণ হবে এই কামনা করছি। ধন্যবাদ ভাই চমৎকার অনুভূতি মেশানো পোস্ট করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

একদম ঠিক বলেছেন৷ আমি আমার অনেকদিন এর স্বপ্ন করে এই প্ল্যাটফর্ম এর মাধ্যমে সম্পাদন করতে পেরেছি।

Posted using SteemPro Mobile

 last year 

বাহ ভাইয়া আপনি দেখছি স্টিমিট প্লাটফর্মের টাকা দিয়ে মোবাইল ফোন কিনে নিয়েছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আসলে সফলতা কখন কোন দিক দিয়ে আসে তা বোঝা যায় না। আজকে আপনি স্টিমিট প্লাটফর্মের একজন সফল ব্লগার। আপনার মাধ্যমে বাকি সকল ব্লগার অনুপ্রাণিত হবে এবং কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে। আপনার আজকে এই প্লাটফর্মে কাজ করে আপনার ছোট একটি স্বপ্ন পূরণ করে নিলেন।

 last year 

জি ভাই। আমিও এই প্ল্যাটফর্ম এর সকলের কাজ থেকে প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছি৷ আমার থেকেও অনেকে অনুপ্রাণিত হবেন শুনে খুব ভালো লাগলো৷

Posted using SteemPro Mobile

 last year 

বেশ ভালো লাগলো ভাইয়া। স্বপ্নের কমিউনিটির টাকা দিয়ে আপনার স্বপ্ন পূরণ হয়েছে বলে। আসলে কোন কাজ করলে যে তার ফল সুন্দর করে বক্ষন করা যায় সেটা আমরা বুঝতে চাই না। আসলে পরিশ্রম করলে তার ফল তো ‍মিষ্টি হবেই। আর নিজের করা ইনকাম দিয়ে দারুন একটি মোবাইল কিনে দিলেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

চেষ্টা করি সবসময় যেন নিজের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারি৷ অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

অভিনন্দন ভাই এখানে কাজ করে স্বপ্ন পূর্ন করলেন ৷ আসলে আমার বা়ংলা ব্লগ কমিউনিটি মানেই বেকার যুবক ছেলের স্বপ্ন পূরন৷ যা হোক আমারো অনেক ইচ্ছা এই সেমসাং সিরিজের এম ৩৪ ফোনটা নেওয়ার ৷ তো সব জানলাম প্রাইস কত দিয়ে সেটা বলতেন ৷ সবমিলে ফোন নেয়ার অনুভুতি টা পড়ে অনেক ভালো লাগলো ৷

 last year 

আপনারও অনেক ইচ্ছে এই ফোনটি নেওয়ার শুনে খুব ভালো লাগলো৷ আসলে এর প্রাইস সকালের সামনে বলাটা ঠিক হবে না, তাই বলিনি৷

Posted using SteemPro Mobile

 last year 

তো এখানে বলেন আমাকে

 last year 

নিজের ইনকামের টাকা দিয়ে কিছু করতে পারলে ভীষণ ভালো লাগে। আর নিজের স্বপ্ন পূরণ করতে পারলে তো আরও বেশি ভালো লাগে। আপনি তো দারুণ একটি মোবাইল কিনেছেন। স্যামসাং এর মোবাইল ব্যবহার করতে খুব ভালো লাগে। বিশেষ করে নোট সিরিজ এবং এস সিরিজের মোবাইল আরও বেশি লাগে ব্যবহার করতে। যাইহোক এভাবেই নিয়মিত এই প্লাটফর্মে কাজ করে, ধীরে ধীরে আপনার এবং আপনার পরিবারের অনেকের স্বপ্ন যাতে পূরণ করতে পারেন, সেই কামনা করছি। এতো চমৎকার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

স্যামসাং এর ফোন এর কোনো তুলনা হয় না।
দোয়া করবেন যেন ভবিষ্যতে সকলের স্বপ্ন পূরন করতে পারি।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94028.11
ETH 2640.97
USDT 1.00
SBD 0.68