সমস্যা থেকে শিক্ষা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

যে কোনো কাজ করার ক্ষেত্রেই যে কোনো রকমের বাধা আসতে পারে এবং সেই বাধাগুলোকে নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। কারণ কোনো কাজ কিন্তু শুরু থেকেই একেবারে খুব পারফেক্ট ভাবে হয় না কিংবা কোনো কাজ এ হাত দেওয়ার সাথে সাথেই যে আমরা সেই কাজ একেবারে পুরোপুরিভাবে শিখে ফেলি এমনটা কিন্তু নয়।

আমরা কিন্তু মায়ের পেট থেকে কোনো কাজ শিখে আসি না। অর্থাৎ এটা কিন্তু বাংলা ভাষায় মানুষ একটি কথা প্রায় বলে থাকে। তবে এই কথাটি রূপক অর্থে ব্যবহার করা হয়। আর এই কথাটির অর্থ হলো, কেউ জন্ম থেকে কোনো কাজ শিখে আসে না। জন্মের পর ধীরে ধীরে সকল প্রয়োজনে সকল কাজ শেখা হয়।

তাই কাজের মধ্যে যখন সমস্যা সৃষ্টি হয়। তখন সেটাকে ভয় পেলে চলবে না এবং সেই কাজ থেকে দূরে সরে গেলেও চলবে না। কারণ আমরা বেশিরভাগ সময় এটা করে থাকি। অর্থাৎ আমরা বেশিরভাগ সময় কাজের মধ্যে কোনো সমস্যা পেলে সেই কাজ থেকে হাত সরিয়ে নেই। কিন্তু এটা করার অর্থ হলো, আমাদের কাজটাকে দূরে ঠেলে দেওয়া এবং আমরা সে কাজ থেকে দূরে সরে যাওয়া যেটা করলে কখনোই কাজে সফলতা আসবে না তাই যে কোনো কাজেই সমস্যা আসতেই পারে। সেই সমস্যা থেকে আমাদের উচিত শিক্ষা নেওয়া। কারণ সমস্যা সমাধান করতে গেলে কিন্তু যে কোনো শিক্ষা পাওয়া যায়।

আর একটা বড় ব্যাপার হলো, যে কোনো ভুল থেকে আমরা যে শিক্ষাটি পাই অর্থাৎ ভুলটি সমাধান করতে গিয়ে যে শিক্ষা পাই। সেই শিক্ষাটা কিন্তু আমাদের আজীবন কাজে লাগে। কারণ আমরা যখন কোনো কিছু মুখস্ত করি। সেটা আমাদের আজীবন মনে থাকে না। কিন্তু আমরা যদি কোনো প্র্যাকটিক্যাল করি এবং সেখানে ভুল হয় এবং সেই ভুলটি আবার আমরা নিজেরাই শুধরাই। সেখান থেকে আমরা একটি বড় শিক্ষা পাই এবং এই শিক্ষা আমাদের আজীবন কাজে লাগে।

ABB.gif

Sort:  
 3 days ago 

কোনো কাজ করতে গেলে সাকসেস হবার পাশাপাশি নানাবিধ ভুলের সম্মুখীন হতে হয়। কখনোই আমরা একটি কাজকে শুরু থেকেই সাকসেসফুলি ভাবে করতে পারি না। তবে ঐ ভুলগুলো থেকে আমাদের কিন্তু আসলেই নানাবিধ শিক্ষা হয়ে থাকে। আর এই শিক্ষাগুলি আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। এই শিক্ষাগুলোকে পুরো জীবনের জন্য মনে রাখতে হবে তবেই ঐ ভুলগুলো থেকে বাঁচা যাবে।

 3 days ago 

কোন কাজকে কখনো ভয় করতে নেই সেই কাজকে জয় করতে হয়। আমরা কেউই মায়ের পেট থেকে কোন কাজ শিখে আসি না কিন্তু আস্তে আস্তে আমরা সবকিছু শিখতে থাকি। আর শেখার সময় যদি ভয় করি তাহলে তো হবে না। যদি শেখার সময়ে কোন সমস্যা হয় তাহলে সেই সমস্যার সমাধান করতে শিখতে হবে সেখান থেকে আমাদের নতুন কিছু শিখতে হবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

ভুল ও সমস্যা আমাদের শেখার অন্যতম সেরা উপায়। প্রতিটি বাধা আসলে নতুন কিছু শেখার সুযোগ এনে দেয়। তাই সমস্যা থেকে পালিয়ে না গিয়ে, তা থেকে শিক্ষা নেওয়াই সফলতার মূল চাবিকাঠি।এমন ভাবনাগুলো আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ দারুণ একটি লেখা শেয়ার করার জন্য!

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.033
BTC 91906.48
ETH 2349.28
SBD 0.63