"মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং"
নমস্কার
মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং:
প্রত্যেকটি আর্টের পিছনে যেমন বিষয়বস্তু থাকে তেমনি থাকে মজার গল্প বা অনুভূতি।আসলে আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আগে জলরং ব্যবহার করতেই যেন ভয় পেতাম কিন্তু এখন আমি চেষ্টা করছি জলরং দিয়ে পেইন্টিং করার জন্য।জানি,খুব একটা ভালো পেইন্টিং করতে পারিনা,তারপরও চেষ্টা করছি মন থেকে।আর আপনাদের উৎসাহ তো আছেই,তাই আজও মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং করলাম।আশা করি খুব একটা খারাপ লাগবে না আপনাদের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.কালো জলরং
3.রঙিন মোমরং
4.তুলি ও টিস্যু পেপার
5.স্কেল
6.কালো বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি স্কেল ও কালো রঙের বলপেন দিয়ে একটি চারকোণা বক্স একে নিলাম।
ধাপঃ 2
এখন আকাশি নীল রঙের মোম রং দিয়ে বক্সের মধ্যে অঙ্কন করে নিলাম।
ধাপঃ 3
এবারে টিস্যু পেপার দিয়ে ঘষে আকাশি নীল রঙকে সেট করে নিলাম।
ধাপঃ 4
এরপর কালো জলরং তুলিতে নিয়ে একটি ল্যাম্পপোস্ট একে নিলাম।তারপর ল্যাম্পের মধ্যে হলুদ মোমরং করে একে নিলাম কিছুটা অংশ।
ধাপঃ 5
এবারে ল্যাম্পপোস্টের গায়ে ডিজাইন একে নিলাম কালো জলরং দিয়ে।
ধাপঃ 6
এখন গাছের কিছু ডালপালা একে নিলাম কালো জলরং দিয়ে।
ধাপঃ 7
এবারে ফোনের মাধ্যমে আমার হাতের একটি ছবি তুলে নিলাম।
ধাপঃ 8
এরপর গাছের ডালপালাতে পাতা একে নিলাম ছোট ছোট করে তুলির সাহায্যে।
ধাপঃ 9
এখন সবপাতা পেইন্টিং করে নিয়ে ল্যাম্পপোস্টের মধ্যে হলুদ রঙের নীচে হালকা সাদা রং করে নেব।
শেষ ধাপঃ
সবশেষে আমার নাম লিখে নিলাম পেইন্টিং এর নিচে কালো রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো আমার পেইন্টিং করা হয়ে গেল "মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং"।এটি দেখতে খুবই সুন্দর লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | পেইন্টিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
মোম রং ও জল রং দিয়ে খুব সুন্দর একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের পেইন্টিং টা দেখে। গাছের পাতা গুলো খুবই সুন্দর হয়েছে। সব মিলিয়ে দারুন একটি পেইন্টিং শেয়ার করেছেন। ধন্যবাদ দিদি এতো সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।
আপনার উৎসাহমূলক মতামত পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপু।
মোম রং ও জল রং মিলিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন । মোম রং গুলো সুন্দরভাবে মেশাতে পারলে খুব সুন্দরভাবে কিন্তু একটি পেইন্টিং উপস্থাপন করা যায় । আপনার ল্যাম্প পোস্ট এর পেইন্টিংটা আমার কাছে ভালো লাগলো আপু ।
ঠিক বলেছেন আপু,মোম রং সেট করতে পারলে দেখতে সুন্দর লাগে।ধন্যবাদ আপনাকে ও।
বেশ সুন্দর ল্যাম্পপোস্টের পেইন্টিং করেছেন আপু। আপনার ল্যাম্পপোস্টের পেইন্টিং বেশ দুর্দান্ত হয়েছে। আপনার ল্যাম্পপোস্টের পেইন্টিং দেখে খুব ভালো লাগলো আপু । পেইন্টিং করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো অসাধারণ মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চেষ্টা করেছি ভাইয়া,সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।
মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে, দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করেছেন।
আপনার কাছে পেইন্টিংটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
আজকে আপনি খুব সুন্দর করে মোমরং ও জলরং দিয়ে চমৎকার ল্যাম্পপোস্টের পেইন্টিং করেছেন। তবে আপনার পেইন্টিং অসাধারণ হয়েছে। পেইন্টিং এর মধ্যে গাছের ডাল পালা পাতাগুলো অংকন করার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। ধৈর্য ধরে চমৎকার একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
হুম, পেইন্টিং মানেই ধৈর্য্যের।ডালপালাগুলি আমার কাছেও ভালো লেগেছে, ধন্যবাদ ভাইয়া।
মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিংটা সুন্দর হয়েছে, তবে আমার মনে হয় আরেকটু সময় নিয়ে ধীরে ধীরে করলে দেখতে আরো চমৎকার লাগতো। ধন্যবাদ।
ভাইয়া, আসলে এটা সময় নিয়েই তৈরি করার চেষ্টা করেছি।কিন্তু তুলি ভালো ছিল না তাই,ধন্যবাদ আপনাকে।
মোম রং ও জল রং দিয়ে অনেক সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন দিদি। প্রতিটি ধাপে ছবিসহ এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন যা পড়ে আপনার পোস্টটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি।এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।
আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম,অসংখ্য ধন্যবাদ আপু।