"মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং"

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আমি একটি ভিন্নধর্মী পেইন্টিং পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি পেইন্টিংটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং:

IMG_20240825_115607.jpg

IMG_20240825_115720.jpg

প্রত্যেকটি আর্টের পিছনে যেমন বিষয়বস্তু থাকে তেমনি থাকে মজার গল্প বা অনুভূতি।আসলে আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আগে জলরং ব্যবহার করতেই যেন ভয় পেতাম কিন্তু এখন আমি চেষ্টা করছি জলরং দিয়ে পেইন্টিং করার জন্য।জানি,খুব একটা ভালো পেইন্টিং করতে পারিনা,তারপরও চেষ্টা করছি মন থেকে।আর আপনাদের উৎসাহ তো আছেই,তাই আজও মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং করলাম।আশা করি খুব একটা খারাপ লাগবে না আপনাদের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20240825_115626.jpg

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.কালো জলরং
3.রঙিন মোমরং
4.তুলি ও টিস্যু পেপার
5.স্কেল
6.কালো বলপেন

IMG_20240825_101625.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240825_101716.jpg
প্রথমে আমি স্কেল ও কালো রঙের বলপেন দিয়ে একটি চারকোণা বক্স একে নিলাম।

ধাপঃ 2

IMG_20240825_101729.jpg
এখন আকাশি নীল রঙের মোম রং দিয়ে বক্সের মধ্যে অঙ্কন করে নিলাম।

ধাপঃ 3

IMG_20240825_101741.jpg
এবারে টিস্যু পেপার দিয়ে ঘষে আকাশি নীল রঙকে সেট করে নিলাম।

ধাপঃ 4

IMG_20240825_101758.jpg
এরপর কালো জলরং তুলিতে নিয়ে একটি ল্যাম্পপোস্ট একে নিলাম।তারপর ল্যাম্পের মধ্যে হলুদ মোমরং করে একে নিলাম কিছুটা অংশ।

ধাপঃ 5

IMG_20240825_101816.jpg
এবারে ল্যাম্পপোস্টের গায়ে ডিজাইন একে নিলাম কালো জলরং দিয়ে।

ধাপঃ 6

IMG_20240825_101831.jpg
এখন গাছের কিছু ডালপালা একে নিলাম কালো জলরং দিয়ে।

ধাপঃ 7

IMG_20240825_101852.jpg
এবারে ফোনের মাধ্যমে আমার হাতের একটি ছবি তুলে নিলাম।

ধাপঃ 8

IMG_20240825_101907.jpg
এরপর গাছের ডালপালাতে পাতা একে নিলাম ছোট ছোট করে তুলির সাহায্যে।

ধাপঃ 9

IMG_20240825_101938.jpg
এখন সবপাতা পেইন্টিং করে নিয়ে ল্যাম্পপোস্টের মধ্যে হলুদ রঙের নীচে হালকা সাদা রং করে নেব।

শেষ ধাপঃ

IMG_20240825_115750.jpg
সবশেষে আমার নাম লিখে নিলাম পেইন্টিং এর নিচে কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20240825_115651.jpg

IMG_20240825_115607.jpg
তো আমার পেইন্টিং করা হয়ে গেল "মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং"।এটি দেখতে খুবই সুন্দর লাগছিলো।


আশা করি আমার আজকের পেইন্টিংটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীপেইন্টিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 7 months ago 

মোম রং ও জল রং দিয়ে খুব সুন্দর একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের পেইন্টিং টা দেখে। গাছের পাতা গুলো খুবই সুন্দর হয়েছে। সব মিলিয়ে দারুন একটি পেইন্টিং শেয়ার করেছেন। ধন্যবাদ দিদি এতো সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনার উৎসাহমূলক মতামত পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 7 months ago 

মোম রং ও জল রং মিলিয়ে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন । মোম রং গুলো সুন্দরভাবে মেশাতে পারলে খুব সুন্দরভাবে কিন্তু একটি পেইন্টিং উপস্থাপন করা যায় । আপনার ল্যাম্প পোস্ট এর পেইন্টিংটা আমার কাছে ভালো লাগলো আপু ।

 7 months ago 

ঠিক বলেছেন আপু,মোম রং সেট করতে পারলে দেখতে সুন্দর লাগে।ধন্যবাদ আপনাকে ও।

 7 months ago 

বেশ সুন্দর ল্যাম্পপোস্টের পেইন্টিং করেছেন আপু। আপনার ল্যাম্পপোস্টের পেইন্টিং বেশ দুর্দান্ত হয়েছে। আপনার ল্যাম্পপোস্টের পেইন্টিং দেখে খুব ভালো লাগলো আপু । পেইন্টিং করার প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো অসাধারণ মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 7 months ago 

চেষ্টা করেছি ভাইয়া,সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

 7 months ago 

মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং খুবই সুন্দর হয়েছে, দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্টটি তৈরি করেছেন।

 7 months ago 

আপনার কাছে পেইন্টিংটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

আজকে আপনি খুব সুন্দর করে মোমরং ও জলরং দিয়ে চমৎকার ল্যাম্পপোস্টের পেইন্টিং করেছেন। তবে আপনার পেইন্টিং অসাধারণ হয়েছে। পেইন্টিং এর মধ্যে গাছের ডাল পালা পাতাগুলো অংকন করার কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। ধৈর্য ধরে চমৎকার একটি ল্যাম্পপোস্টের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 7 months ago 

হুম, পেইন্টিং মানেই ধৈর্য্যের।ডালপালাগুলি আমার কাছেও ভালো লেগেছে, ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

মোমরং ও জলরং দিয়ে একটি ল্যাম্পপোস্টের পেইন্টিংটা সুন্দর হয়েছে, তবে আমার মনে হয় আরেকটু সময় নিয়ে ধীরে ধীরে করলে দেখতে আরো চমৎকার লাগতো। ধন্যবাদ।

 7 months ago 

ভাইয়া, আসলে এটা সময় নিয়েই তৈরি করার চেষ্টা করেছি।কিন্তু তুলি ভালো ছিল না তাই,ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

মোম রং ও জল রং দিয়ে অনেক সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন দিদি। প্রতিটি ধাপে ছবিসহ এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন যা পড়ে আপনার পোস্টটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি।এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।

 7 months ago 

আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম,অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 83010.10
ETH 1789.75
USDT 1.00
SBD 1.00