টাইটেল রেস!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Bein sports channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
২০২৪-২৫ সিজেনের শুরুতে বার্সেলোনা দারুণ শুরু করে। এবং রিয়াল মাদ্রিদ শুরু করে ঠিক তার উল্টা ভাবে। কিন্তু লা লীগায় ম্যাচ ডে ১৫ শেষ করে আজ বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান মাএ ১। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে এক ম্যাচ কম খেলে মাএ এক পয়েন্টে পিছিয়ে রয়েছে। গতকাল নিজেদের হোম গ্রাউন্ডে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল গেটাফে এর সাথে। গেটাফের অবস্থান ছিল একেবারে পয়েন্ট টেবিলের নিচের দিকে। রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তির ব্যাপার ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচে রদ্রিগো ফিরেছিল। ম্যাচে কার্লো আনচেলওি তার দলকে মাঠে নামায় ৪-১-২-৩ ফর্মেশনে। অন্যদিকে গেটাফে এর ফর্মেশন ছিল ৪-৪-২।
ম্যাচ টা বাংলাদেশ সময় রাত ৯ টায়। এইজন্য আমাকে আর রাত জাগতে হয়নি হা হা। খেলা শুরু হয়। এইদিন প্রথম থেকেই রিয়াল মাদ্রিদ বেশ গুছিয়ে খেলছিল। কিলিয়ান এমবাপ্পে কে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। ম্যাচের ৮ মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে রদ্রিগো বল হারিয়ে পড়ে যায়। রিয়াল মাদ্রিদ ফাউল এবং পেনাল্টির আবেদন করলে রেফারি কোন সাড়া দেয় নাব খেলা চলতে থাকে। ম্যাচের ২৭ মিনিটে কর্ণার কিক পায় রিয়াল মাদ্রিদ। কর্ণার কিক নেওয়ার সময় গেটাফে খেলোয়ার রুডিগের কে ডিবক্সের মধ্যে ফাউল করে। ফলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। গোলকিপার কে বোকা বানিয়ে পেনাল্টি থেকে গোল করে জুড বেলিংহাম। এবং ম্যাচের ৩০ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
গোল করার পরে রিয়াল মাদ্রিদের খেলার গতি যেন বাড়িয়ে দেয়। ম্যাচের ৩৮ মিনিটে জুড বেলিংহাম অসাধারণ এক থ্রু বল দেয় এমবাপ্পে কে। এবং এমবাপ্পে বলটা নিয়ে এগিয়ে যায়। ডিবক্সের বাইরে থেকে দারুণ একটা কার্ল শর্টে গোল করে এবং রিয়াল মাদ্রিদ কে ২-০ গোলের লিড এনে দেয়। প্রথমার্ধেই ২-০ গোলের লিড পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বেশ কিছু পরিবর্তন করে কার্লো আনচেলওি। ম্যাচের ৫০ মিনিটে রিয়াল মাদ্রিদ আরেকটা পেনাল্টি পায়। তবে পরবর্তীতে ভিএআর এর সিদ্ধান্তে পেনাল্টি বাতিল হয়। এরপর যেন ম্যাচে ফিরে আসে গেটাফে। একের পর এক পজেটিভ আক্রমণ করতে থাকে তারা। কিন্তু কখনও থিব কর্তোয়া আবার কখনও গোলের বার গোলগুলো রক্ষা করে।
ম্যাচের ৭৪ এবং ৮৩ মিনিটে দুইটা অসাধারণ সুযোগ পায় কিলিয়ান এমবাপ্পে যেখান থেকে গোল হওয়া উচিত ছিল। কিন্তু একটা গেটাফে গোলরক্ষক সেভ দেয় অন্যটা অল্পের জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচ টা ২-০ তেই শেষ হয়। রিয়াল মাদ্রিদ পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। তাদের চির প্রতিদ্বন্দ্বি বার্সেলোনা এখন তাদের থেকে মাএ এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। কিন্তু রিয়াল মাদ্রিদের হাতে রয়েছে এখনও এক ম্যাচ। যেটা জিতলে রিয়াল মাদ্রিদ দুই পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে। ম্যাচে। ম্যাচে ১ গোল ও ১ অ্যাসিস্ট করে ৮.৪ রেটিং নিয়ে ম্যাচ সেরা হয় জুড বেলিংহাম।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.
ম্যাচটি আমি সরাসরি দেখেছি রিয়াল মাদ্রিদ অনেক ভালো খেলেছে। তবে আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিটা প্লেয়ার এর পারফরম্যান্স খুবই বাজে ছিল যার কারণে তাদেরকে হারতে হয়েছে। ম্যাচের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো ভাই ধন্যবাদ।