লীগ শিরোপার আশা শেষ!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। লা লীগায় গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল ভ্যালেন্সিয়া। ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের। কারণ প্রতিপক্ষ বার্সেলোনা ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। ঐদিকে হাতে ম্যাচ আছে আর মাএ ৮ টা। কিন্তু এইদিন রিয়াল মাদ্রিদ অঘটন ঘটিয়ে ফেলেছে। ঘরের মাঠে শেষ মূহুর্ত্তের গোলে তারা ম্যাচটা হেরে গিয়েছে। এবং তিনটা পয়েন্ট হারিয়েছে। ম্যাচটা ছিল বাংলাদেশ সময় ৮ টাই। এই ম্যাচে ইঞ্জুরির কারণে রিয়াল মাদ্রিদের প্রধান দুই গোলরক্ষকের কেউই ছিল না। ফলাফল তৃতীয় গোলরক্ষক ফারান গঞ্জালেস মাঠে নামে। অন্যদিকে ডিফেন্সে রুডিগের এর সাথে ছিল চুয়োমিনি। ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামে রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া এর ফর্মেশন ছিল ৫-৪- ১। ম্যাচের প্রথম থেকেই বেশ আক্রমনাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। বেশ দারুণ কিছু আক্রমণ তৈরি করতে থাকে। ফলাফল ম্যাচের ১২ মিনিটে ডিবক্সের মধ্যে এমবাপ্পে কে ফাউল করে প্রতিপক্ষ। পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি নিতে আসে ভিনিসিয়াস জুনিয়র। তবে ভিনিসিয়াস এর পেনাল্টি শর্ট সেভ দিয়ে দেয় প্রতিপক্ষ গোলরক্ষক। আবার খেলা চলতে থাকে। ম্যাচের ১৫ তম মিনিটে কর্ণার পায় ভ্যালেন্সিয়া। কর্ণার থেকে আসা বলে হেড দিয়ে দারুণ এক গোল করে ডিকাহাবি। ০-১ গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। গোল খেয়ে আক্রমণের ধারা বৃদ্ধি করে রিয়াল মাদ্রিদ। কিন্তু কোন গোল পাচ্ছিল না। দারুণ কিছু সুযোগ তৈরি করলেও শেষ বাঁধা ছিল প্রতিপক্ষ গোলরক্ষক।
শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের খোঁজ করতে থাকে রিয়াল মাদ্রিদ। ফলাফল ম্যাচের ৫০ মিনিটে একটা গোল করে ভিনিসিয়াস। ম্যাচে সমতা ফিরে আসে। এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। এমবাপ্পে ভিনিসিয়াস বেলিংহাম রা একের পর এক চেষ্টা চালাতে থাকে। কিন্তু অসাধারণ সব সেভ দিতে থাকে প্রতিপক্ষ গোলরক্ষক। ফলাফল কোন ভাবেই গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। ম্যাচে মোট ২১ টা শর্ট ৯ টা অন টার্গেট শর্ট নিয়েও কোন লাভ হয়নি। ম্যাচের শেষের দিকের খেলা চলছে তখন। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রা বেশ উঠে খেলছে। ঠিক ঐ সুযোগ টাই কাজে লাগায় ভ্যালেন্সিয়া। ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছে তখন।
৯৫ তম মিনিটে। রাফা মীর এর অ্যাসিস্টে গোল করে হুগো দূরো। ১-২ গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। শেষ মূহূর্তে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। তবে একেবারে শেষ মূহূর্তে দারুণ একটা সুযোগ পেয়েছিল মাদ্রিদ ডিফেন্ডার রুডিগের। কিন্তু কোন লাভ হয়নি। সুযোগ টা মিস করে রুডিগের। ফলাফল হার নিয়ে মাঠ ছাড়তে হয়। ম্যাচসেরা হয় প্রতিপক্ষ গোলরক্ষক। এই নিয়ে সমান ম্যাচে বার্সেলোনা থেকে পুরো চার পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা যদি পয়েন্ট না হারায় তাহলে এই সিজেনে রিয়ালের লীগ শিরোপার আশা একেবারে শেষ বলা যায়।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1908815071830323357?t=rLGTXRgXyInegJ1KOGnL_A&s=19
https://x.com/Emon423/status/1908815322205000148?t=vxUJOxDb1VONjmgEIkCNfg&s=19
https://x.com/Emon423/status/1908815458746429529?t=nPkku_Hbf6pzSsw4mz425g&s=19
https://x.com/Emon423/status/1908815691597160869?t=RSTJ7VRJc3zyFRIhDKROKw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.