হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।ছবি তুলতে আমার অনেক ভালো লাগে।যদিও নিয়মিত তোলা হয় না তবে সময় পেলে কাজে লাগাই।আসলে আমি মনে করি যে ছবি তোলার মধ্যে একটা বেপার আছে।আপনারা ইতিমধ্যে জেনেছেন যে,আমি লালাখাল ভ্রমনের স্পেশাল কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম।আজকে এরই ধারাবাহিকতায় আরও কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।আসলে প্রকৃতির রুপের শেষ নেই।প্রকৃতি যেন অপরুপ মায়ার সৃষ্টি।চলেন বেশি কথা না বলে দেখা শুরু করি লালাখাল স্পেশাল ফটোগ্রাফি পর্ব-২।
লালাখাল স্পেশাল ফটোগ্রাফি
আসলে একটা কথা আছে না যে প্রকৃতি যেন ছবির মতো সুন্দর। এই ছবিটা তুলে ছিলাম জিরো পয়েন্ট থেকে একটু দূরে একটা উঁচু পাহাড়ের মতো আছে।এখানে উঠতে অনেক বেগ পেতে হয়েছিল আমাকে।তবে ওঠার পর সব কষ্ট শেষ হয়ে যায়।এইরকম দৃশ্য দেখে।মনটা যেন জুড়িয়ে যায়।প্রকৃতির কতোই না মায়া। |

এখানে দাড়িয়ে যখন জিরো পয়েন্টকে দেখতেছিলাম মনে একটা শান্তি কাজ করতেছিল।আসলে প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়।কিন্তু আমরা তার যথাযত মর্যাদা করতে পারি না।আমাদের সবার উচিৎ পরিবেশের প্রতি সদয় থাকা। |

আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে,দূরে ওই পারে একটা স্পিডবোট থামানো।এই স্পিডবোট থেকে কিছু বিজিবি সদস্য নামতেছে।আসলে আমি অবাক হইলাম তারা এইরকম পাহাড়ের মধ্যে আমাদের দেশের সীমানা রক্ষার জন্য পরিবার ছেড়ে এই জঙ্গলে তারা ডিউটি করছে।সাধুবাদ জানাই আমরা তাদের কাজকে। |

আমি নিজে যখন নৌকার মাঝি হই।নৌকার মাথায় দিয়ে সুন্দর করে ছবিটি তুলে নিলাম ।যখন ওখানে বসে ছিলাম মনটা যেন জুড়িয়ে যাচ্ছিলো।যা বলার মতো না। |

নিল পানির ভিতরে যখন চর দেখা যায়।তা আবার ছচ্ছ নিল পানি।যা দেখে যেন মনটা জুড়িয়ে যায়। |

চারদিকে শুধু নীলা পানির আধার।যে দিকে চোখ যায় সেইদিকে যেন পাহার আর নিল পানির সমারোহ।দেখলেই মনে একটা শান্তি কাজ করে। |

নিল পানি এবং পাহার যখন এক সাথে মিলিত হয়। । |

এইটা হচ্ছে জিরো পয়েন্টের ছবি।যেখানে সব নৌকাগুলো দার করানো আছে।এখানেই রয়েছে দুই রঙের পানি।আর দূরের যে পাহার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের দাদার দেশ ভারত। |

এই ছবিটা হচ্ছে জিরো পয়েন্টের ঠিক মোহনায় ।যেখানে আপনারা দুই রঙের পানির দেখতে পাচ্ছেন আবার দুইটা নৌকার এবং সাথে পাহার যা এক কোথায় অসাধারণ।। |

এইটা হচ্ছে দেখে বুঝতেই পারছেন।আসলে আমার এই ছবিটা এখানে অ্যাড করার কারন হচ্ছে দুই রঙ্গের মহনায় নিজের সুন্দর একটা ছবি সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে।যা আমার কাছে অনেক লেগেছে।আর আজকে এই ছবির মাধ্যমে আমি শেষ করলাম আজকের এই ফটোগ্রাফি পর্ব। । |

আর এভাবেই আমি শেষ করলাম আজকের লালাখাল স্পেশাল ফটোগ্রাফি।জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি আপনাদের মাঝে।যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।দেখা হবে অতি শীঘ্রই।

ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
ডিভাইস | Realme 7 Pro |
ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।

Support
@heroism Initiative by Delegating your Steem Power

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। প্রাকৃতিক ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যাই। প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুব আকর্ষণ করে। ইচ্ছে করে ছুটে চলে যাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। প্রতিটি ফটো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে ভাই আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে ডি,এস,এল,আর ছাড়াও যে সুন্দর ফটোগ্রাফি করা যায় সেটার প্রমাণ আপনার ফটোগ্রাফি গুলো। আমার বেশ ভাল লেগেছে আপনার ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি গুলো। ল্যান্ডস্কেপ এবং সিস্কেপ ফটোগ্রাফি এমনিতেই খুব সুন্দর হয়। তবে আপনার ফটোগ্রাফিও বেশ ভালো ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
ওয়াও কি সুন্দর দৃশ্য দেখতে। খুবই ভালো লাগছে আসলে এরকম জায়গায় যদি যাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। আপনি এই লালখালের স্পেশাল কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লাগলো অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
লালাখাল জায়গাটির ছবিগুলো দেখে সত্যিই মন ছুঁয়ে গেল, আর আপনি অসম্ভব সুন্দর করে ছবিগুলো ক্যাপচার করেছেন।আমার বেশি অবাক লেগেছে দুই রংয়ের পানি কিভাবে আলাদা হয়ে রয়েছে একদম সমানভাবে।নীল রঙের জলগুলি কেন মিশছে না সাদা রঙের জলের সঙ্গে।ভারী রহস্য ময়।ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ দিদি আপনার এত সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।
ভাইয়া আপনার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে আপনার ফটোগ্রাফির গুলো করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি যেন এক একটি সৌন্দর্যের আধার। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। দারুন সব ফটোগ্রাফি সকলের মাঝে শেয়ার করার জন্য এবং আমাদের সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপু আপনাকে আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
বাহ্,ভাইয়া অনেক সুন্দর তো।আমার কাছে অনেক ভালো লেগেছে আলোকচিএ গুলো।উপরের ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যিই অসাধারণ। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনাকে তো সুন্দর মন্তব্য করার জন্য। কারন আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা।
২০২০ সালে আমি লালাখাল গিয়েছিলাম। আমার কাছে লালাখাল জায়গাটি খুবই ভালো লেগেছিল। আপনার ধারণ করা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া এক কথায় বলতে গেলে আপনার ফটোগ্রাফি গুলো আমার মন ছুঁয়ে গেছে। আপনার ফটোগ্রাফির হাত সত্যিই অনেক ভালো। ধন্যবাদ ভাই এত সুন্দর স্বভাব ফটোগ্রাফি আমাদের উপহার দেয়ার জন্য।
আসলে ভাই আপনাদের যখন ভালো লাগে আমার তখন নিজের কাজের সার্থকতা পাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মতামতের জন্য।
এককথায় অসাধারণ ভাই। এইরকম নীল জলরাশি আমি কখনো দেখিনি। সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে পৃথিবী টা সৃষ্টি করেছেন তা এই জায়গা গুলো ভ্রমণ করলে টের পাওয়া যায়। প্রতিটা ফটোগ্রাফি এককথায় অসাধারণ ছিল। এবং দারুণ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
ভাই কি বলবো ইচ্ছে করছে দৌড়ে চলে যাই এত সুন্দর একটি জায়গাতে। সত্যিই আমার কাছে অনেক পছন্দ হয়েছে জায়গাটি। মনে হচ্ছে বিকেলে যদি একটু একা বসে থাকতে পারতাম তাহলে হয়তোবা অনেক ভালো লাগতো।
একা কেন যাবেন ভাই?ভাবিকে নিয়ে জান। আপনাদের দুইজনের সুন্দর একটি মুহূর্ত কাটবে আশা করি। আর অনেক ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।