ল্যাব ক্লাসের গুরুত্ব ||
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে ল্যাব ক্লাসের গুরুত্ব নিয়ে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।
একজন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসাবে ল্যাব ক্লাসের গুরুত্ব অপরিসীম। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রতিটা সেমিস্টারেই ল্যাব ক্লাস রয়েছে। এবার আমি ৩য় সেমিস্টারে। এই সেমিস্টারেও আমার দুইটি ল্যাব ক্লাস রয়েছে। ল্যাব ক্লাসে সবকিছু হাতে কলমে প্রাক্টিকাল করে দেখানো হয়,যেটা একজন ছাত্র হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। শুধু থিওরী পড়েই ল্যাব না করলে প্রকৃত শিক্ষা অর্জন করা যেতো নাহ তাই ল্যাব ক্লাসের গুরুত্ব অপরিসীম।
একটি ল্যাব ক্লাসে অনেক কিছু হাতে কলমে শেখা যায়। প্রথম সেমিস্টারে আমার একটি মাত্র ল্যাব ছিলো। প্রথম সেমিস্টারে আমাদের ছি ল্যাংগুয়েজ প্রোগামিং শেখানো হয়। এই ল্যাংগুয়েজ এর ব্যাসিক থেকে শুরু করে সবই ল্যাবে শেখানো হয়। শুধু থিওরী ক্লাস করলে আমাদের সেগুলো কম্পিউটারে প্রাক্টিস এর অভাবে অনেক বেশি ক্ষতি হয়ে যেতো, ল্যাব ক্লাস থাকার কারণে আমরা সব কিছু প্রাক্টিকালি প্রাক্টিস করে নিতে পারি।
আমার দ্বিতীয় সেমিস্টারেও একটি ল্যাব ক্লাস ছিলো। আমার ল্যাব ক্লাসটির নাম ছিলো স্ট্রাকচারাল প্রোগামিং ল্যাংগুয়েজ। এই কোর্সে আমাদের ছি ++ এর ব্যাসিক থেকে করানো হয়েছে এবং প্রাক্টিকালি সব বোঝানো হয়েছে। আমার বর্তমান সেমিস্টার অর্থাৎ ৩য় সেমিস্টারে টোটাল দুইটা ল্যাব ক্লাস রয়েছে। একটি ল্যাব হলো ডিজিটাল লজিক ডিজাইন ও আরেকটি হলো জাভা প্রোগামিং এর ল্যাংগুয়েজ এর ল্যাব। এই দুইটি ল্যাব ক্লাসের থিওরি ক্লাস ও রয়েছে। থিওরি করে এর পরে ল্যাব ক্লাস করলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায়।
ল্যাব ক্লাস না থাকলে আসলেই শুধু থিওরী করে কখনো ভালো প্রোগামার হাওয়া যায়না। ভালো প্রোগামার হতে গেলে সবসময় কোড করে প্রাকটিস করতে হয়। ল্যাব ক্লাসের গুরুত্ব লিখে বোঝানো সম্ভব নাহ। আমার সবথেকে ভালো লাগে ডিজিটাল লজিক ডিজাইন ল্যাব ক্লাসটি। প্রতিটি ল্যাব ক্লাস এর সময় ২ ঘন্টা ৩০ মিনিট। একটানা ২ ঘন্টা ৩০ মিনিট মনোযোগ দিয়ে ক্লাস করা একটু কঠিন। তবে যাইহোক, আমার ল্যাব ক্লাস করতে বেশ ভালোই লাগে ও এটির গুরুত্ব প্রতিটি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এর কাছে অপরিসীম।
আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
যেকোনো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেএেই ল্যাব ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওখানেই একেবারে সরাসরি কাজের ধারণা প্রদান করা হয়ে থাকে। ল্যাব ক্লাসটা মূলত আমাদের শেখার জায়গা। যেহেতু আমি নিজেও ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট সেজন্য বেশ ভালো জানা আছে এই সম্পর্কে। আপনার পোস্ট টা পড়ে বেশ ভালো লাগল।