কুয়াকাটা কাউয়ার চর ও গঙ্গামতির লেক ফটোগ্রাফি !! @shy-fox 10% beneficiary
কুয়াকাটা কাউয়ার চর ও গঙ্গামতির লেক ফটোগ্রাফি ও আমার কিছু অনুভূতি
কাউয়ার চর

গঙ্গামতির লেক
ক্যামেরা | OPPO F17 |
---|---|
ক্যাটাগরি | ফোটোগ্রাফি |
লোকেশন | কাউয়ার চর ও গঙ্গামতির লেক, কুয়াকাটা |
তারিখ | 21.08.2022 |
কুয়াকাটা কাউসার চর ও গঙ্গামতির লেকের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল। বাংলাদেশ কত রুপ বৈচিত্রে ভরা তা আসলে ঘোরাঘুরি না করলে এর সৌন্দর্য উপভোগ করা যায় না। আপু আপনি এভাবে একা একা ঘুরে দেশের সৌন্দর্যগুলো উপভোগ করছেন আমাদেরকে ও তো সাথে নিতে পারতেন আমরা একটু ঘুরে দেখতাম। আমাদের বুঝি ঘুরতে ইচ্ছে হয় না এগুলো দেখে।
কি সুন্দর জায়গা টা। দুদিন আগে সুন্দরবন থেকে ঘুরে আসার ফলে এই ধরণের জায়গা গুলোর প্রেমে পড়ে গেছি। এগুলোকি আপনাদের লোকাল ঘোরার জায়গা নাকি বাড়ি থেকে দূর আছে?
আপু আপনি ঠিকই বলেছেন,এত সুন্দর একটি জায়গার নাম কাউয়ার চর রাখলো কেন..? কত সুন্দর জায়গা,চারদিকে সবুজ গাছে ঘেরা নাম তার কাউয়ার চর। এই নাম দিয়ে জায়গাটাকে অপমান করা হয়েছে। এখানে তো কোন কাউয়া দেখলাম না হা হা হ।
আপু,কুয়াকাটায় এতগুলো চর রয়েছে প্রথমে দেখলাম লেবুর চর,লাল কাঁকড়ার চর এখন আবার কাউয়ার চর ।প্রত্যেকটি চর বেশ আলাদা রকমের ,ভালোই লেগেছে দেখতে ।তবে আজকের এই চরটির প্রাকৃতিক পরিবেশ বেশি ভালো ছিল ,কিন্তু আপনার মত আমার ও কেন জানি মনে হচ্ছে নামের সঙ্গে মিল নেই।গাছের গুঁড়ি ও শিকড় বেশ সুন্দর।দারুণ সময় কাটিয়েছেন আপনি।
আপু অসাধারণ আপনার কুয়াকাটা কাউয়ার চর ও গঙ্গামতির লেক ফটোগ্রাফি গুলো ৷
ঠিক বলেছেন কাউয়ার চর আপু নামটি যেন আমারও ভালো লাগলো না ৷এতো সুন্দর করে গাছ গুলো বড় বড় শিকঁড় ৷পরিবেশটি সত্যি অসাধারণ দেখতে ৷আর নদীর তীরে ও বেশ চমৎকার সময় কাটিয়েছেন ৷
তবে আপু কাউয়ার চরে কি কাক দেখতে পেয়েছেন ৷আমার মনে হচ্ছে সেখানে কাক থাকে বলে মনে হয় নাম দিয়েছে কাউয়ার চর ৷
হিিহিহিহি
বললাম আর কি!!!!!
অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ কুয়াকাটা কাউয়ার চর এর সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে নয়ন জুড়িয়ে গেল।গঙ্গামতির লেক এ আপনার ফটোগ্রাফিটিও দেখতে অনেক সুন্দর লাগছে। অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য প্রিয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দূর্দান্ত ফটোগ্রাফি। আর অদ্ভুত সুন্দর জায়গা। আপু আপনি খুবই ভাগ্যবতী, এমন সুন্দর স্থানে ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন।
আপু গঙ্গামতির লেক কিন্তু দীর্ঘ এবং অনেক সুন্দর।কাউয়ার চর ও কম না,অনেক সুন্দর ছিল।একটি সবুজের ঘেরা, অপরটি ছিল লেক।আপনি ত বেশ সুন্দর সময় পার করেছেন।ধন্যবাদ আপু শেয়ার করার জন।