"আমরা মিলেছি" ক্লাবের কালীপুজো

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে "আমরা মিলেছি" ক্লাবের কালীপুজোর কিছু ছবি ভাগ করে নিলাম। আশা করি ভালো লাগবে।

কিছুদিন আগে কালীপুজো ছিল । কালীপূজায় খুব বড় করে প্যান্ডেল করা হয় কলকাতার দমদমে আর বারাসাতে ।এই দুটো জায়গায় খুব বড় করে পূজা মন্ডপ সাজানো হয়।

WhatsApp Image 2023-12-21 at 17.52.00.jpeg

WhatsApp Image 2023-12-21 at 17.52.00 (5).jpeg


কালী পূজার দিন আমরা ভাইবোনরা কাকার ক্লাবের পূজা মন্ডপের ঠাকুর দেখতে গিয়ে ছিলাম। কিন্তু কালীপুজোর পরের দিনকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ।সবার প্রথমেই আমরা দমদমের আমরা মিলেছি ক্লাবের পুজো মণ্ডপ থেকে ঠাকুর দেখা শুরু করেছিলাম। এই পূজা মন্ডপের থিম খুব সুন্দর ছিল এবং পুরো প্যান্ডেলটি হরিতকী বাদাম এবং বিভিন্ন খোসা দিয়ে প্যান্ডেলটি সাজানো হয়েছিল। খুব সুন্দর করে প্রত্যেকটি ডিজাইন করা হয়েছিল ।এতে করে দেখতে ভীষণ সুন্দর লাগছিল । পুরোটাই হাতের কাজের কাজ ছিল ।আর প্যান্ডেলটির ভেতরে সোলার কাটিং করে তাতে রং করে বিভিন্ন ঠাকুরের মূর্তি বানানো হয়েছিল ।যেমন কালী মায়ের মুখ ,শিব ,তাছাড়াও বিভিন্ন দেবদেবীর ফটো শোলা দিয়ে কাটিং করে এখানেও কাজ করা হয়েছিল ।

WhatsApp Image 2023-12-21 at 17.52.00 (1).jpeg

WhatsApp Image 2023-12-21 at 17.52.00 (3).jpeg

WhatsApp Image 2023-12-21 at 17.52.00 (2).jpeg

WhatsApp Image 2023-12-21 at 17.52.00 (8).jpeg

WhatsApp Image 2023-12-21 at 17.52.00 (9).jpeg



তাছাড়া প্যান্ডেলের ভিতর যে বড় ঝাড়বাতি লাগানো ছিল এক কথায় দারুন লাগছিল দেখতে ।এছাড়া কালীপুজোর উপলক্ষে যে মূর্তি আনা হয়েছিল তার বামপাশে রথযাত্রা এবং ডান পাশে পহেলা বৈশাখের একটা ছোট্ট চিত্র তুলে ধরা হয়েছিল। তাই জন্য আরও সুন্দর লেগেছিল পুরো মন্ডপটি।

WhatsApp Image 2023-12-21 at 17.52.00 (4).jpeg

WhatsApp Image 2023-12-21 at 17.52.01.jpeg

WhatsApp Image 2023-12-21 at 17.52.00 (7).jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

বাহ্! ক্লাবের নামটি তো খুব সুন্দর "আমরা মিলেছি"। ক্লাবের নাম শুনে ই বুঝা যাচ্ছে, ক্লাবের লোকজনদের মধ্যে কতোটা একতা রয়েছে। যাইহোক বাদাম, হরতকী এবং বিভিন্ন খোসা দিয়ে চমৎকার ভাবে প্যান্ডেলটি সাজানো হয়েছে দেখছি। সত্যিই দারুণ লাগছে দেখতে। প্যান্ডেলের ভেতরের বড় ঝাড়বাতিটা একেবারে চোখ ধাঁধানো। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে বৌদি। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম সম্পূর্ণ পোস্টটি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

为你投一票,加你好友了

 last year 

বাহ্ দিদি বেশ ভালোই তো আইডিয়া। বাদাম হরিতকী এবং বিভিন্ন খোসা দিয়ে প্যান্ডেল বানানোর থিম কিন্তু দারুন। আপনি শেয়ার না করলে তো এমন সুন্দর আইডিয়াটি অদেখাই রয়ে যেত। দারুন কিছু ফটোগ্রাফি আজ আমাদের সাথে শেয়ার করেছেন দিদি। ধন্যবাদ আপনাকে।

 last year 

দিদিভাই,
পুজো প্যান্ডেলের ডেকোরেশন ও কারুকাজ ছিল এক কথায়, চোখ ধাঁধানো। হাতের কাজগুলো যেভাবে করা হয়েছে, তাতে কারিগরের প্রশংসা করতে বাধ্য হচ্ছি।

বেশ উপভোগ করলাম ছবিগুলো।

 last year 

এই ডোকোরেশনগুলো বরাবরই ইউনিক এবং ব্যতিক্রমধর্মী হয়ে থাকে, আজকের দৃশ্যগুলোও তেমন ছিলো। যেন নিখুঁত হাতের দক্ষতার নিখুঁত কিছু দেখলাম। ঝাড়বাতির দৃশ্যটা আমার কাছেও ভালো লেগেছে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96328.68
ETH 2809.86
SBD 0.67