জুম্মাদিনে কাটানো সুন্দর সময়||
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আমার আজকের দিন নিয়ে আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করবো। আজকের দিন আমার কেমন কাটলো সারাদিন কি করলাম এই নিয়েই আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।
সবার প্রথমেই সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আজকে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই সকালে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করি। সকালের নাস্তা করার পর কিছুক্ষণ রেস্ট করি। এরপর সকালে তারাতারি গোসল করে নিই। আজকে যেহেতু শুক্রবার ছিলো তাই আমি সিন্ধান্ত নেই যে জুম্মার নামাজ আমাদের ইউনিভার্সিটি এর মসজিদে পড়বো। আমাদের ইউনিভার্সিটি এর মসজিদ, মসজিদে আল মুস্তাফায় শুক্রবার এ নামাজ পড়তে অনেক মানুষ আসে। ঢাকার বিভিন্ন জায়গা থেকে এখানে নামাজ পড়তে আসে মানুষ।
আমি গোসল করে রেডি হয়ে মসজিদে আল মুস্তাফায় যাওয়ার জন্য বের হই। যোহরের আজান দেওয়ার পরে আমি একটি রিক্সা নিয়ে মসজিদে আল মুস্তাফায় চলে যাই। মসজিদের সামনে অনেক ভীড় ছিলো, মসজিদের বাইরের রাস্তা গাড়ি দিয়ে ভরে গিয়েছিলো। আমি ও আনার দুই বন্ধু মিলে এই মসজিদে নামাজ পড়তে এসেছিলাম। আমরা মসজিদের ২য় তলায় যাই কারণ মসজিদের নিচ তলা ইতোমধ্যেই ভরে গিয়েছিলো। আমরা ২য় তলায় গিয়ে নিজেদের আসন গ্রহণ করি। এরপর মনোযোগ দিয়ে খুতবা শুনি। আমরা জানি খুতবা শোনা ওয়াজীব। খুতবা শেষে জুম্মার নামাজ শুরু হয়, আমরা জামায়াতের সাথে জুম্মার সালাত আদায় করি এরপর দোয়া করে বাসায় ফিরে আসি।
বাসায় এসে দুপুরের খাওয়া করে রেস্ট করি। বাসায় একায় একায় বোরিং লাগছিলো তাই ভাবলাম বাইরে থেকে হেটে আসা যাক। আমি ও আমার দুই বন্ধু মিলে হাটতে হাটতে ইউনিভার্সিটি এর সামনে যাই। ইউনিভার্সিটি এর বিপরীত দিকেই রয়েছে বসুন্ধরা গেইট। এই বসুন্ধরার রোডটি কিছুদিন আগেই হয়েছে এবং এই রোডটি অনেক বেশি চমৎকার সুন্দর। আমরা বসুন্ধরা রোডটিতে যাই সেখানে বাদাম কিনে বসে সবাই মিলে খাই। এরপর বসুন্ধরা রোডটিতে হাটাহাটি করি৷ শুক্রবারে এই রোডটি বন্ধ থাকে তাই আমাদের মতো আরো অনেকেই এখানে এসেছিলো৷
ঢাকার মধ্যে এরকম নিরিবিলি জায়গা খুবই কম দেখা যায়। ছুটির দিনে মানুষ পরিবার, বন্ধুবান্ধব নিয়ে এই রোড এ এসে সুন্দর একটা সময় অতিবাহিত করে৷ আমি ও আমার দুই বন্ধু এখানে বেশ কিছুক্ষণ সময় থাকি ও হাটাহাটি করি। কিছুক্ষণ ছবি তোলার পরে আমরা আমার ফিরে আসি। এরপর বাইরে চা বিস্কুট খেয়ে আমরা বাসায় ফিরে আসি।
আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সপ্তাহের একটি দিন শুক্রবার যা আমাদের মুসলমানদের জন্য হজ্বের দিন। আপনি নামাজ পড়ার সুন্দর একটি মুহূর্ত আমাদের শেয়ার করছেন দেখে অনেক ভালো লাগলো। আপনি মসজিদের দ্বিতীয় তলায় নামাজ আদায় করেছেন। যেহেতু জুম্মার দিনে মসজিদে অনেক লোক হয়। নামাজ শেষে বাসায় একা একা ভালো না লাগার কারণে বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলেন দেখ অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পড়ে এত চমৎকার একটি মন্তব্য করার জন্য।
একটি শুক্রবারের ছুটি দারুণ সুন্দর করে মজায় কাটিয়েছ দেখে ভালো লাগছে। তোমাদের শুক্রবার আর আমাদের রবিবার একই। তাই রবিবার হলেই এই একই রকম মজায় জীবন ভরে ওঠে। কেন মনে হয় কোথাও যাই বা একসঙ্গে সময় কাটাই। তোমার এই দিনটি এত সুন্দর কেটেছে দেখে খুব ভালো লাগছে।
অসংখ্য ধন্যবাদ।
PUSS and SuperWalk টাস্ক কমপ্লিট না করা হলে পোষ্ট কিউরেশন করা হবে না।