জীবিকার জন্য সংগ্রাম করা এক ঝালমুড়ি ওয়ালার গল্প: ১০% লাজুক খ্যাঁকের জন্য বরাদ্দ।
আজ - ১৩ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার | শরৎকাল |
হ্যালো সবাইকে...
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে জীবিকার জন্য সংগ্রাম করা এক ঝালমুড়িওয়ালার গল্প শোনাবো।আশা করছি আপনাদের তার জীবনের গল্পটা ভালো লাগবে।আমার এই পোস্টের ১০% লাজুক খ্যাঁকের জন্য।
- চলুন শুরু করা যাক
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/inhalation.incautious.outspread
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/inhalation.incautious.outspread
তার পরিবারে সে দিয়ে ৪ জন সদস্য।তার মধ্যে কর্ম উপযোগি সে নিজেই।তার একটা মেয়ে একটা ছেলে রয়েছে পরিবারে।ছেলেটা তৃতীয় শ্রেণি এবং মেয়ে দ্বিতীয় শ্রেণি লেখাপড়া করছে।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/inhalation.incautious.outspread
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/inhalation.incautious.outspread
তারপরও সে সকল প্রতিবন্ধকতা কে পেছনে ফেলে তার জীবিকার উদ্দেশ্যে প্রতিদিনি সংগ্রাম করে যাচ্ছে।কাশেম মিয়া ছাড়া তার পরিবারের দায়িত্ব নেওয়ার মতো লোক নেই। কাশেম মিয়া প্রতিদিন সকালে ভবানীগন্জ বাজারে তার ঝালমুড়ি নিয়ে আসেন বিক্রি করার জন্য।বাজার থেকে স্কুল মাঠ এবং গ্রাম্য মানুষের কাছেও তার ঝালমুড়ির প্রচলন করে থাকেন।মানুষ তার ঝালমুড়ি কিনেও থাকেন।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/inhalation.incautious.outspread
কারন ঝালমুড়ি কম দামে বিক্রি করে থাকেন এবং প্রতি ঠোঙার জন্য দাম নেয় ১০ টাকা। এই ভাবে তার প্রতিদিনকার আয় রোজগার শুরু হয়। প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করে যে টাকা আয় হয় তার অধ্যেক টাকা সংসারে দেয় আর অধ্যেক টাকা সে তার ব্যবসার জন্য রেখে দেয়।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/inhalation.incautious.outspread
তার কথা শুনে আমি যা বুঝলাম: তার এই জীবনে সর্বক্ষন সংগ্রাম করে চলতে হয়।
- ব্যাক্তিগত কিছু কথা
ঝালমুড়ি তো আমরা সবাই খাই৷ কিন্তুু সেই ঝালমুড়ি বানিয়ে একজন তার পেট চালায়। জীবিকার জন্য মানুষকে কত কি করতে হয়। তবে ঝালমুড়িওলাদের প্রতি রইল আলাদা সম্মান।
ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আল্লাহ যদি কাউকে একদিকে ছোট করে অন্য ধারে বড় করে দেয়। আসলেই খুব কষ্টে জীবন যাপন করে তার দিন চলে যাচ্ছে। গল্পটি খুবই বেদনাদায়ক। আল্লাহ তাকে সমর্থন দিয়েছে তিনি প্রতিবন্ধী হওয়াসহ নিজের সংসার ছেলেমেয়ে এর খরচ চালিয়ে যেতে পারছেন। ওনার প্রতি দোয়া রইল উনি যেন এভাবে চালিয়ে
যেতে পারেন এবং আপনার পোস্টটি অত্যন্ত সুন্দর ছিল।
ধন্যবাদ ভাইয়া আপনার মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন্য।
ভাই আপনি আজকে আমাদের সামনে একজন কর্মজীবি মানুষকে তুলে ধরলেন তার পিছনের কথাগুলো শেয়ার করলেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেককেই জীবন সংগ্রামে যুদ্ধ করে যেতে হয় কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু ঠিকঠাক মত দিয়েছেন তাই আমরা হয়তো ভালো কোন পেশায় আছি কিন্তু প্রতিবন্ধী মানুষ গুলো আসলে খুবই অসহায় তাদের দিকে আমাদের সবারই নজর দেওয়া উচিত, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন্য।
আপনি আপনার পোস্টে একজন জীবন যুদ্ধে একজন সংগ্রামী যোদ্ধার পরিচয় তুলে ধরেছেন।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আসলে আমাদের সকলের উচিত এদের প্রতি সহানুভূতি প্রকাশ করা।ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
জীবন সবসময় সংগ্রাম মুখর। দারুন বাস্তব চিত্র তুলে ধরেছেন একটা ঝাল মুড়ির ওয়ালার মধ্যে দিয়ে। ধন্যবাদ ভাই
ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।
জীবন যেখানে যেমন। সুন্দর উপস্থাপনা ছিল ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আপনার মতবাদ শেয়ার করার জন্য। আপনার ভালো মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।
খেটে খাওয়া মানুষেরা জীবনে এভাবে সংগ্রাম করেই বেঁচে থাকে। তবুও তারা অন্যের মুখাপেক্ষী হতে চাই না ।
জ্বী ভাইয়া।তবে আমি ব্যাক্তিগত ভাবে তাদের স্যালুট জানাই সংগ্রাম করে যাওয়ার জন্য।ইনশাআল্লাহ একদিন সফলতার মুখ দেখবেই।
ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পরে আপনার মন্তব্য কমেন্টের মাধ্যমে প্রকাশ করার জন্য।