জেলিফিশের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ম্যান্ডেলা আর্ট। আমার বাংলা ব্লগে পোস্ট করা এটি আমার প্রথম পেইন্টিং।আমার পরিচিতি পোস্টে আপনাদের জানিয়েছি আমার প্রিয় শখ আর্ট করা। আসলেই পেইন্টিং করতে আমার খুব ভালো লাগে। আর্টের মধ্যে আমি যেন নিজেকে খুঁজে পাই। এছাড়াও আমার মন খারাপ থাকলে, মন ভালো করার জন্য পেইন্টিং করি।তখন আমি আর্টের মধ্যে আলাদা এক ধরনের আনন্দ অনুভব করি। সব ধরনের আর্টই আমার খুব ভালো লাগে। ম্যান্ডেলা আর্ট, পেন্সিল স্কেচ, অ্যাক্রেলিক পেইন্টিং ছাড়াও সব ধরনের আর্ট করতে আমি খুব ভালোবাসি। ধীরে ধীরে আপনাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।আজকে জেলিফিশের একটি ম্যান্ডেলা আর্ট করেছি।আসলে আমি তেমন সুন্দরভাবে আর্ট করতে পারিনা। তবে চেষ্টা করি সুন্দর করে অঙ্কন করার। তাহলে চলুন দেখে নেয়া যাক আমার এই সাধারণ জেলিফিশের ম্যান্ডেলা আর্টটি।

IMG_20231026_200253.jpg

IMG20231026143428-01.jpeg

উপকরণ

• কাগজ
• জেল কলম

এই জেলিফিশের ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব বেশি উপকরণের প্রয়োজন হয়নি। মাত্র দুইটা উপকরণের সাহায্যে আমি এই আর্টটি সম্পন্ন করেছি।

ধাপ-১

প্রথমে আমি সাদা কাগজের উপর জেল কলম দিয়ে জেলিফিশের উপরের অংশ আঁকবো।এখানে আমি অর্ধবৃত্ত এঁকে প্রয়োজনীয় নকশা এঁকে নিয়েছি।

IMG20231026132639.jpg

ধাপ-২

এরপর ছবির মত করে জেলিফিশের নিচের অংশ অঙ্কন করবো।এখানে অনেকগুলো আঁকাবাঁকা দাগ দিয়ে নিচের অংশ অঙ্কন করবো।

IMG20231026132919.jpgIMG20231026133336.jpg
ধাপ-৩

এখন আমি জেলিফিশের উপরের অংশে ম্যান্ডেলা আর্ট শুরু করব। অনেকগুলো চোখ অংকনের জন্য ডিম্বাকৃতির করে এঁকে নিব।

IMG20231026133602.jpg

ধাপ-৪

এখন সেই চোখগুলোর মাঝে কালো রঙের মনি এঁকে নেব। এবং উপরের ফাঁকা অংশে সুন্দরভাবে ছোট ছোট ঘরের নকশা এঁকে নিব।

IMG20231026134011.jpgIMG20231026134457.jpg
ধাপ-৫

সেই ছোট ছোট ঘরগুলো জেল কলম দিয়ে ভরাট করে নিব। এবং ছোট ছোট বিন্দু বিন্দু করে নকশা এঁকে নিব।

IMG20231026134946.jpgIMG20231026135336.jpg
ধাপ-৬

এরপর জেলিফিশের নিচের অংশে ম্যান্ডেলা আর্ট শুরু করব।সুন্দর করে ছোট ছোট নকশা এঁকে নিব।

IMG20231026135700.jpg

ধাপ-৭

একইভাবে বিভিন্ন ধরনের নকশার মাধ্যমে জেলিফিশের নিচের সম্পূর্ণ অংশের ম্যান্ডেলা আর্ট করে নিব।

IMG20231026141602.jpgIMG20231026142139.jpg
IMG20231026142514.jpgIMG20231026142956-01.jpeg

IMG20231026143124-01.jpeg

ধাপ-৮

এভাবেই আমার জেলিফিশের সম্পূর্ণ অঙ্ককনটি শেষ হলো। এখন আমি সিগনেচার করে নিব।

IMG20231026143311-01.jpegIMG20231026143433-01.jpeg

IMG20231026143503-01.jpeg

আশা করি আমার এই সামান্য আর্টটি আপনাদের ভালো লেগেছে।কতটুকু সুন্দর করতে পেরেছি জানিনা। তবে নিজের মতো করে চেষ্টা করেছি। আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন আমার আর্টটি কেমন হয়েছে। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোন পোস্ট নিয়ে। আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

**আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ **
Allah Hafez
Sort:  
 last year 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে জেলিফিশের ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। আপনি প্রতিটা স্টেপ বেশ সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।আমার আর্টটি আপনাকে মুগ্ধ করেছে জেনে খুশি হলাম।

 last year 

আপনি তো দারুণ আর্ট করতে পারেন।আপনার ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হলাম আপু। ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে দারুণ লাগে। আপনি নতুন হিসাবে সুন্দর একটা ম্যান্ডেলা শেয়ার করেছেন। আপনার আর্ট গুলো দেখার জন্য অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু।

 last year 

আমার এই সামান্য ম্যান্ডেলা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ অসাধারণ হয়েছে , জেলিফিসের মাঝে ছোট ছোট ম্যান্ডেলা ডিজাইন গুলো দারুণ ভাবে করেছেন ৷ সত্যিই ভীষণ ভালো লেগেছে আর্টটি আমার ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

 last year 

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

 last year 

আপু আপনি খুব চমৎকার ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছেও ম্যান্ডেলা আর্ট করতে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 81698.38
ETH 1594.03
USDT 1.00
SBD 0.79