|| জগদ্ধাত্রী পূজা পরিক্রমা'২২ | পর্ব-০৯ ||
|| নমস্কার শুভ সকাল সকলকে। আজকে আমি আপনাদের সাথে জগদ্ধাত্রী পূজার নবম পর্ব শেয়ার করব। ||
আজকে সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করে নেব গোয়ারি বালকেশ্বরী বারোয়ারীর পুজো । এই পুজো সম্পর্কে প্রথমেই কিছু কথা বলে নেব যে কথাগুলি না বললেই নয়। এই পুজোর সম্পূর্ণই পরিচালনা করে খুব অল্প বয়সের কিছু ছেলেরা যাদের বয়স ১৮ থেকে ২২ এরমধ্যে। অর্থাৎ যারা শুদ্ধ কুলের গণ্ডি পেরিয়ে কলেজ জীবনে পদার্পণ করেছে বা কলেজ লাইফ শেষ হবে এমন কিছু ছেলেরা। শুধু পরিচালনাই নয় এই ছেলেগুলো প্রতিমার মূর্তি গড়া থেকে শুরু করে প্যান্ডেল সম্পূর্ণ করা প্রত্যেকটি কাজেই নিজেরা হাত লাগায়। হাত লাগাই বলে ভুল হবে,পুরো কাজটি নিজেরাই সম্পূর্ণ করে। খুব অল্প কিছু কাজে এরা প্যান্ডেল করবি বা অন্যান্যদের সাহায্য নেয়, তাছাড়া বাকি ৮০ থেকে ৯০ শতাংশ কাজ ছেলেরা নিজে করে। প্রতিমার সাজ থেকে শুরু করে প্যান্ডেলের আঁকা ছবিগুলো পর্যন্ত এরা নিজেরাই করে,এবং প্রত্যেক বছর এভাবেই চলে আসছে। এরা অধিকাংশই আমার স্কুলের ছাত্র জুনিয়র তাই প্রত্যেককে আমি খুব কাছ থেকে চিনি এবং এদের কাজগুলো খুব কাছ থেকেই দেখেছি। খুব যত্ন সহকারে ভালবেসে আনন্দের সাথে কাজ করে। প্রতিবছর পূজোতে এরা নতুন ভাবনা শহরবাসীর কাছে তুলে ধরে, এবং এদের ভাবনা চিন্তা এতটা দৃঢ় তা শহরবাসী সাদরে গ্রহণ করে নিতে বাধ্য হয়। এরাও প্রত্যেক বছর কোন না কোন থিমের উপরেই পুজো করে। এই বছর এদের থিম ছিল সত্যজিৎ রায়। সত্য মিথ্যার কে চিনে না এরকম বাঙালি নেই বললেই চলে। এরাম মূলত সত্যজিৎ রায়ের সৃষ্টির উপরে এই পুজোর থিম তুলে ধরে। এই পুজোর কিছু ফটো আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
এরপর আমি আপনাদের সাথে যে বার বারের ফটো শেয়ার করব তার নাম প্রীতি সম্মিলনী।এই বারোয়ারীর বাজেটও খুব যে বেশি থাকে তা নয়, কিন্তু প্রত্যেকবারই নতুনত্ব কিছু ভাবনাচিন্তার মাধ্যমে এই পুজো কমিটি শহরবাসীর কাছে তাদের পুজো তুলে ধরে। এবারে এই বারবারির থিম ছিল মাটির টানে মায়ের ঘরে। নাম শুনেই আপনার হয়তো বুঝতে পারছেন, এই টিমের সাথে গ্রাম বাংলার পরিবেশের সাদৃশ্য আছে। আমরা বাংলার গ্রাম গঞ্জে ঠিক যেরকম পরিবেশ দেখি অর্থাৎ খড়ের চালের বাড়ি, মাটির দেওয়াল বা চাটায়ের দেয়াল ,ধামা-কুলো ,উঠানে আঁকা খড়ি মাটির আল্পনা বা ছোট ছোট শিশুদের ছেলে বেড়ানোর দৃশ্য-তার অনুকরণেই প্যান্ডেল হয়েছিল।চলুন দেখে নেওয়া যাক এই পুজোর কিছু ফটো।
তোমাদের পূজোর এই থিমগুলো দেখলে নিজেকে যেন আটকাতে পারে না একদম। বাপরে বাপ কি চমৎকার দেখতে লাগছে সবগুলোই। আলাদা করে কোনটাকে নিয়ে কিছু বলার সাহস নেই আমার। এই পোস্টগুলো যতবার দেখি ততবারই মাকে বলি একটা বার আমাকে সুযোগ দিও। 🙏🙏