ইসলামী সংগীত:- নবী নবী জপে যাই
ABB 9 মার্চ ২০২৫
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি ইসলামিক সংগীত পরিবেশন করেছি। আমার ইসলামিক সংগীত পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। যখন মন খারাপ থাকে এবং একা থাকি তখন গুনগুন করে ইসলামী সংগীত গুলো গাই। সেজন্য চিন্তা করলাম আজ আমি আপনাদের মাঝে একটি ইসলামী সংগীত পরিবেশন করব। কেমন হয়েছে তা জানি না কিন্তু চেষ্টা করেছি। কেমন হয়েছে তা অবশ্যই আপনারা মন্তব্যের মাধ্যমে বলবেন। আশা করি অনেক ভালো লাগবে।
YouTube ইসলামী সংগীত শুনতে ক্লিক করুন
ইসলামী সংগীত : নবী নবী জপে যাই
নবী নবী জপে যাই
নবী নবী জপে যাই কেঁদে কেঁদে দিন যায় (২) তবু পাইনা তোমার দ্বীদার (২) ইয়া নবী লাখো সালাম তোমাকে প্রিয়নবী কোটি সালাম তোমাকে।
যেদিকে চোখ যায় মন খুঁজে আলো পায় সে আলোর উৎস তুমি। ইয়া নবী লাখো সালাম তোমাকে প্রিয়নবী কোটি সালাম তোমাকে।
মনে প্রাণে শুধু তুমি ভবে ধ্যানে শুধু তুমি ঈমানের উৎস তুমি। ইয়া নবী লাখো সালাম তোমাকে প্রিয়নবী কোটি সালাম তোমাকে।
আহলান সাহলান বারো-ই রবিউল আউয়াল প্রাণের ঈদে আজম। ইয়া নবী লাখো সালাম তোমাকে প্রিয়নবী কোটি সালাম তোমাকে।
শাহাদাতে আজম দশ-ই মহরম জাতীয় শহিদ দিবস। ইমাম আকবর লাখো সালাম তোমাকে ইয়া ইমাম কোটি সালাম তোমাকে।
আশেকেরা ডেকে যায় দিন যায় রাত যায় এভাবেকি বেঁচে থাকা যায়। ইয়া নবী লাখো সালাম তোমাকে প্রিয়নবী কোটি সালাম তোমাকে।
এ জীবনে ডেকে যাই সে জীবনে যেন পাই হাশরের ভরসা তুমি। ইয়া নবী লাখো সালাম তোমাকে প্রিয়নবী কোটি সালাম তোমাকে।
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/NARocky4/status/1898604329894023284?t=s7tKZbtzzZ2OoM1QQbTfNQ&s=19
https://x.com/NARocky4/status/1898604329894023284?t=s7tKZbtzzZ2OoM1QQbTfNQ&s=19
বাহ ভাইয়া আপনার কন্ঠে সকাল সকাল এত সুন্দর একটি ইসলামী সংগীত শুনতে পেলে ভীষণ ভালো লাগছে। নবী নবী জপে যাই এই ইসলামী সংগীতটি আমি এর আগে শুনেছি। দারুন একটি গজল গেয়েছেন ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করছি এরকম সুন্দর সুন্দর ইসলামিক সংগীত গুলো কভার করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি ইসলামিক সংগীত কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর একটি গজল শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের গজল শুনতে আমার কাছে খুব ভালো লাগে। গজল শুনলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গজল কভার করার জন্য।
আমার কন্ঠে ইসলামিক সংগীতটা শুনে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো আপু।
আমার কাছে অনেক বেশি ভালো লাগে তোমার কন্ঠে এরকম সুন্দর সুন্দর ইসলামিক সংগীত গুলো শুনতে। এই ইসলামিক সংগীতটা আমার অনেক বেশি পছন্দের। এরকম ইসলামিক সংগীত গুলোর কভার আশা করি তুমি সব সময় আমাদের মাঝে শেয়ার করবে। অপেক্ষায় থাকলাম এরকম সুন্দর ইসলামিক সংগীত গুলোর কভার আরো শোনার জন্য।
অবশ্যই চেষ্টা করবো, সব সময় এরকম সুন্দর ইসলামিক সংগীত গুলোর কভার শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার কভার করা গজলটি আমি অনেক কয়েকবার শুনেছি।যাইহোক আপনার পোস্টে আপনার কন্ঠে এত সুন্দর একটি গজল কভার শুনতে পেরেছি এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
আমার কভার করা ইসলামিক সংগীতটা আপনি কয়েকবার শুনেছেন শুনে ভালো লেগেছে।
নাতে মোস্তফা শুনার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি লাভ করা যায়। এ প্রশান্তি শুধু নাতে মোস্তফার মধ্যেই।যে যত বেশি নাতে রাসুল শুনবে তার ভিতরে তত বেশি নবী প্রেম জাগ্রত হবে।আপনার কন্ঠে আজকে সুন্দর একটি নাতে রাসুল শুনতে পেয়ে খুবই ভালো লাগলো। দয়াল নবীজি আমাদের সবাইকে কবুল করুক।
ঠিক বলেছেন এটার মধ্যে আলাদা একটা প্রশান্তি রয়েছে।
রমজান মাসে এমন ইসলামী সংগীতগুলো শুনতেও ভালো লাগে। আপনি দারুণ গেয়েছেন ইসলামী সংগীতটি। আমার কাছে ভালোই লেগেছে।
ইসলামিক সংগীত গুলো কভার করার জন্য আরও বেশি উৎসাহিত হলাম।
আজকে আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি ইসলামিক সংগীত পরিবেশন করেছেন। আপনার কন্ঠে গাওয়া ইসলামী সংগীত শুনতে বেশ ভালোই লাগে। আপনি পুরো ইসলামী সংগীত টি খুবই সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করেছেন। ভালো লাগলো আমার কাছে।
আপনাকেও ধন্যবাদ ইসলামিক সংগীতটি শুনে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।