ইসলামিক মা গজল কভার-মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও,
শীতের উষ্ণ শুভেচ্ছা সবাইকে। আসা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। আর আপনারা সবসময় সকলেই ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।
শীতের দিন আসলে একটি বিষয় খুব মনোযোগ সহকারে লক্ষ্য করে দেখে ছিলাম। যখন খুব ছোট ছিলাম। তখন আমরা কাঁথা-কম্বল কিংবা লেপের নিচে ছিলাম। আর মা এই শীতে ওঠে আমাদের জন্য নাস্তা তৈরি করতেন। পিঠা বানাতেন। মজার মজার খাবার তৈরি করতেন। এই হাড়কাঁপা শীতে।তখন মনে প্রশ্ন জাগতো মায়েদের কি শীত লাগে না।মায়েদেরকে কম্বলের নিচে থাকতে ইচ্ছে করে না।নানা রকম প্রশ্ন উদয় হত মনের মাঝে।আর আজ যখন নিজের মা হয়েছি তখন সে সব সকল প্রশ্নের উত্তর নিজেই জানা হয়ে গেছে। মায়ের মতই সেই শীতের ভোরবেলা উঠে সন্তানদের জন্য খাবার রেডি করা। অথচ সন্তানরা কম্বলের নিচে শুয়ে আছে।ছোটবেলায় যেমন আমরা ভাইবোনেরা ছিলাম।আসলে পৃথিবীতে কোন কিছুর তুলনা মায়ের সাথে হয়না।আজ কদিন ধরে আমাদের এখানে একটি মাদ্রাসায় ভর্তির বিজ্ঞাপন বা মাইকিং এ মাকে নিয়ে একটি গজল শুনছি।গজলটি রাগের তেমন আমার সোনা হয়নি কিন্তু এই বেশ কয়েকদিন ধরে শুনতে শুনতে গজলটির প্রেমে পড়ে গিয়েছি।মাকে নিয়ে গজল এর কথাগুলো হৃদয় কে স্পর্শ করছিল।আর তাই ভাবলাম আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সাথে এই গজলটি শেয়ার করে নেই।মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও।কথাগুলো যেন সরাসরি হৃদয়কে স্পর্শ করে।আর ইসলামিক গজল গুলোর প্রতি আমার যথেষ্ট দুর্বলতা রয়েছে।একসময় ইসলামিক গজল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, অনেক গুলো পুরস্কার পেয়েছি।যাক সেসব কথা চলুন শুনে আসি। সেই মর্মস্পর্শী মাকে নিয়ে গজলটি।আপনাদের এতোটুকু ভালো লাগলেও আমার সার্থকতা।
মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও
মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও
মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও
মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও
মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও
একটি হরফ পড়লে মাগো দশটি নেকি হয়
পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা রয়
একটি হরফ পড়লে মাগো দশটি নেকি হয়
পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা রয়
এমন সুযোগ নেই কোনো আর...
এমন সুযোগ নেই কোনো আর,খুজে দেখে নিও
এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও
মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও
মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও
এই পৃথিথীর বুকে তুমি জান্নাত কিনে নিও
রোজ নামাজে দুহাত তুলে চোঁখের পানি ফেলে
রব্বিন হামহুমা বলে কাঁদিবে তোমার ছেলে
রোজ নামাজে দুহাত তুলে চোঁখের পানি ফেলে
রব্বিন হামহুমা বলে কাঁদিবে তোমার ছেলে
সেই দোয়াটাই প্রভুর কাছে....
সেই দোয়াটাই প্রভুর কাছে,সবচেয়ে বেশি দামী
এই পৃথিথীর বুকে তুমি জান্নাত কিনে নিও
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও
তোমার জানাযাতে ঈমাম হবে তোমার ছেলে
মনের কথা প্রভুর কাছে বলবে হ্নদয় খুলে
তোমার জানাযাতে ঈমাম হবে তোমার ছেলে
মনের কথা প্রভুর কাছে বলবে হ্নদয় খুলে
সেই সুযোগটা তোমার বেলায়...
সেই সুযোগটা তোমার বেলায়,হতে তুমি দিও
এই পৃথিথীর বুকে মাগো জান্নাত কিনে নিও
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও
মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও
মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও
এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও
এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও
🌙🌙🌙খোদা হাফেজ🌙🌙
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
ইসলামিক মা গজল কভার করেছেন-মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই গজলটি শুনলে মন ভরে যায়। ইসলামিক গজল গেয়ে পুরুষ্কার পেয়েছিলেন যেনে ভীষণ খুশি হলাম। আপনার কন্ঠে গজলটি শুনে ভীষণ ভালো লাগলো। পৃথিবীর সকল মেয়ের জন্য দোয়া রইল । ধন্যবাদ আপনাকে আপু।
ভাইয়া এই গজলটি আমি বেশ কয়েকদিন ধরে খুব ভালোভাবে শুনতেছিলাম মাইকিংয়ে। তাই খুব ভাল লাগছিল। এবং সেই ভাললাগা থেকেই গাওয়ার চেষ্টা করা।♥♥
এটা সত্য কথা মায়ের ঋণ কোনদিন, কখনো, কোনোভাবেই শোধ করা যাবে না। আর এটা আমরা যদি ভালভাবে উপলব্ধি করে মা-বাবাকে ঠিক সেইভাবে যত্ন করি। তাহলে হয়ত বাবা-মায়ের মনে এতটুকু হলেও প্রশান্তি এনে দিতে পারব।♥♥
সত্যি আপু মা আমাদের জন্য কত কষ্ট করে। এই শীতে আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ি আর মা আমাদের জন্য কত রকমের খাবার তৈরি করেন। আসলে একজন মা তার সংসার এবং সন্তানকে আগলে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। যাইহোক আপু আপনার গাওয়া গজল শুনে অনেক ভালো লাগলো। শুভকামনা রইল আপু। সেই সাথে অনেক অনেক ভালোবাসা রইলো। ♥️♥️♥️
আসলে পৃথিবীতে মায়ের তুলনা শুধু মা'ই হয়। মায়েরা যে কি পরিমাণ কষ্ট করে তাদের সন্তানদের জন্য। ঠিক তার বিন্দু পরিমাণ যদি সন্তানরা বাবা-মা এর জন্য করত । তা হলেও আমাদের সামাজিক চিত্র টা আরো সুন্দর হতে পারতো।♥♥
এই হার কাঁপানো শীতে আমরা লেপের ভেতরে শুয়ে থাকি । সেই শীত সহ্য করে মা আমাদের জন্য রান্না করে আনে । আসলেই আমরা মার ঋণ কোনদিন শোধ করতে পারবো না। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই গজলটি আমি অনেক শুনেছি। আমার কাছে অনেক ভালো লাগে গজলটি ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপু।
আমি আমার মাকে দেখেছি। সেই ভোরবেলা শীতে উঠে কেপে কেপে পিঠা বানাতো। আমাদের জন্য গরম গরম ভাপা পিঠা বানিয়ে কি তোর জোর করে ডাকতো পিঠা ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি উঠ খেয়ে নাও।সেই সব স্মৃতি আজও মনে পড়ে বারবার।♥♥