আমার পরিচিতি।। ২৭-০৯-২০২১।।আমার বাংলা ব্লগ
post:01
আমার পরিচয়
****** নমস্কার /আদাব
আশা করি আপনারা ভালো আছেন।
আমি শ্রী ত্রৈলক্ষ্য চন্দ্র রায়। আমি কারমাইকেল কলেজ রংপুর এ বাংলা বিভাগে এম এ অধ্যয়নরত। আমার গ্রামের বাড়ি রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ এ অবস্থিত।আমি একজন বাঙ্গালী। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলায় কথা বলতে ছাচন্দ্য বোধ করি। আমি একক পরিবারে বাস করি।আমার পরিবারে মা, তিন বোন আর আমি। আমি কবিতা লেখা,আধুনিক বাংলা, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লালনগীতি গান গাইতে খুব ভালবাসি। এ ছাড়াও ভ্রমণ করতে খুব পছন্দ করি। অবসর সময়ে বই পড়তে যেকোন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠা উপভোগ করতে ভালবাসি।
Post:02
আমার শখ
আমার সুপারির বাগান।অনেক দিনের শখ আজ দৃশ্যমান।
post:03
আমার প্রিয় খেলাঃ ক্রিকেট
ব্যাট হাতে আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি
Post:04
আমার স্বপ্ন
মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখা। তাই আমার দরকার আগে নিজেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত করা।
Post: 05
আমার ধানখেতে
আমি একজন কৃষক পরিবারের সন্তান হয়ে নিজেকে গর্ববোধ করি । আশীর্বাদ করবেন আমি যেন একজন খাঁটি কৃষক পরিবারের মান রক্ষা করতে পারি।সোনালি ধানের ক্ষেত।
আশাকরি আপনারা আমার post টি steemit আমার বাংলা ব্লগে, মন্তব্য করবেন এবং ভোট দিয়ে আমার পাশে সর্বদাই বট গাছের ছায়ার মতো আমাকে আগলে রাখবেন।।
আপনার পরিচিতিমূলক পোস্টটি গ্রহণযোগ্য হয় নাই আপনাকে পরিচিত মূলক পোষ্ট করতে হলে একটি সাদা কাগজে কমিউনিটির নাম তারপর আপনার ইউজারনেম তারপরে তারিখ দিয়ে একটি ছবি তুলতে হবে। তার সাথে 300 শব্দের কিছু লেখা লিখতে হবে এবং কমিউনিটির কিছু নিয়মকানুন আছে ওইগুলা ফলো করবেন ইনশাল্লাহ আবার চেষ্টা করুন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community
ধন্যবাদ আপনাকে আমার ভুল সংশোধনের উপায় বলে দেওয়ার জন্য