একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২১ই ফেব্রুয়ারি ২০২৪ ইং
আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।আজ প্রতিটি বাঙালির এক জয়ের দিন। গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব রেসকোর্স ময়দানের এক প্রোগ্রামে বলেছিলেন, উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এককথা শোনার পর আমাদের পূর্ব পাকিস্তানের প্রতিটি স্তরের মানুষ রাস্তায় নেমে পড়ে এবং বিভিন্ন ভাবে আন্দোলন করার চেষ্টা করেন। এই আন্দোলনের মধ্যে বেশিরভাগই ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন।১৯৫২ সালের ২০ শে ফেব্রুয়ারি এই আন্দোলন অংশগ্রহণ কারী অনেকেই জেলের মধ্যে বন্দি হয়ে যায়। আবার অনেকেই পুলিশের গুলিতে আহত এবং নিহত হয়ে যায়। একুশে ফেব্রুয়ারি ১৯৫২ সালে জারি করা হয়েছিলো ১৪৪ ধারা, সকল ধরনের মিছিল ও সমাবেশ বন্ধ করা হয়।
কিন্তু পূর্ব পাকিস্তানের সর্ব স্তরের মানুষ ১৪৪ ধারা জারি অমান্য করে দলে দলে বেরিয়ে পড়ে আন্দোলন করার জন্য। এই আন্দোলনের মধ্যে আমাদের দেশের অনেকেই নিয়ত হন। নিহতদের মধ্যে আবুল বরকত, আবুল জব্বার ও রফিক। এছাড়া ও বিভিন্ন অফিস আদালতে কর্মরত অনেক মানুষ মৃত্যু বরণ করেন। সেদিন পুলিশ নিঃশংস ভাবে এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছিল। আবার ২২ শে ফেব্রুয়ারি দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এদেশের মানুষ। সেদিন ও এদেশের বেশ কয়েকজন মানুষ মৃত্যুবরণ করেন পুলিশের গুলিতে। এছাড়া ও সন্ধ্যা বেলা তৎকালীন সময়ের পুলিশ সদস্যরা অনেক লাশ গুম করে।
যখন আন্দোলন আরো বেগবান হয়, তখন পাকিস্তানি দোসররা বাধ্য হয়ে প্রাদেশিক পরিষদে রাষ্ট্র ভাষা বাংলা করার প্রস্তাব দেন।১৯৫৬ সালে বাংলা কে সংবিধানে রাষ্ট্র ভাষা বাংলা দেয়া হয়।২০১০ সালে জাতিসংঘের এক অভিবেশনে ২১ শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের স্বীকৃতি দেয়া হয়। এই আন্দোলনের মধ্যে আমাদের দেশের অনেক মা তার সন্তানকে হারিয়েছিলেন, আবার অনেক সন্তান তার বাবা মা কে হারিয়েছেন, আবার অনেকেই তার প্রিয় জন কে হারিয়েছেন। আবার অনেকেই তাদের ভাই বোন কে হারিয়েছিলেন এই আন্দোলনের মধ্যে। তাদের সকলের এতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এই আন্দোলন টি সফল হয়েছিল।
তারা আমাদের মাতৃভাষা কে কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আমাদের দেশের মানুষ তাদের এই সুপরিকল্পনা বাস্তবায়ন করতে সুযোগ দেননি। হাজারো শহীদদের বিনিময়ে আমরা এই আন্দোলনের মধ্যে সফল হয়েছিলাম।আজ আমরা গর্বিত যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। যদি আমরা এই আন্দোলনের মধ্যে ব্যর্থ হয়ে পড়তাম তখন আমাদের কে উর্দু ভাষায় কথা বলতে হতো। এদেশের মানুষের জন্য উর্দু ভাষা হতো এক অভিশাপ। কেননা, এদেশের প্রতিটি মানুষ বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত। হঠাৎ করে বাংলা ভাষা পরিবর্তন করে, উর্দু ভাষায় কথা বলা এতো বেশি সহজ বিষয় ছিল না।
তাই আমাদের দেশের সর্বস্তরের মানুষ আন্দোলনের মাধ্যমে আমাদের মাতৃভাষা বাংলা কে ফিরিয়ে নিয়ে এসেছে।আজ আমরা শুধু মাত্র তাদের জন্য বাংলা ভাষায় কথা বলতে পারছি। আন্দোলনে সকল শহীদদের জন্য আমরা দোয়া এবং আশীর্বাদ করবো।আজ আমরা ১৬ কোটি মানুষ তাদের কারণেই বাংলা কথা বলার সুযোগ পাচ্ছি। আমরা এই বাংলা ভাষা কে বিশ্বের মধ্যে তুলে ধরতে চাই।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Riyadx2P/status/1892781269433667921?t=D0rXr9ydM_NBdEqdrdFEDQ&s=19
শহীদের প্রতি বিনাম শ্রদ্ধা যারা ভাষার জন্য জীবন দিয়েছিল। আজ তাদের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি নিজের মনের ভাব সহজ ভাবে বাংলা ভাষায় প্রকাশ করতে পারছি।
একুশে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে অত্যন্ত গৌরবময় একটি দিন। একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। শুধু আমাদের নয় এই দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস। একুশে ফেব্রুয়ারিতে শহীদ হওয়া সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। তাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা। তাদের ঋণ কখনোই ভুলবার নয়।