আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আবারো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা সবাই জানেন যে আজকে একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালের আজকের এই দিনে ভাষার জন্য বাংলাদেশের কত যুবক রক্ত দিয়েছিল। রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলা ভাষা। তারা আমাদের মাতৃভাষাকে কেড়ে নিতে চেয়েছিল, তারা আমাদেরকে উর্দু ভাষায় কথা বলতে বাধ্য করেছিল। কিন্তু এই বাংলার মানুষকে কখনো দাবিয়ে রাখা যায় না, দিনের পর দিন বছরের পর বছর এই ভাষার জন্য বাংলার দামান ছেলেরা লড়াই করেছে। রফিক, বরকত, জব্বার, ছালামদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই ভাষা।
আজকে আমি যে ভাষাতে ব্লগ লিখতেছি, এই সেই বাংলা ভাষা, যে ভাষার মধ্যে মিশে আছে তাজা রক্ত, যে ভাষার মধ্যে মিশে আছে স্বাধীনতার গন্ধ, যে ভাষার মধ্যে মিশে ছিল একটি মানচিত্র, একটি পতাকা। ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের যুবক যুবতীরা, কৃষক শ্রমিক, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই মিলে অর্জন করেছিল স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্র।
আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে ছিলাম, এমন সময় দেখতে পেলাম রাস্তা দিয়ে একটি স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা ব্যানার নিয়ে মাতৃভাষা বাংলার স্লোগান দিয়ে এগিয়ে আসতেছে। তাদের চোখে মুখে হাঁসির ঝলক, মাথার মধ্যে পতাকা বেঁধে, হাতের মধ্যে গোলাপ ফুল নিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। স্লোগান দিচ্ছে আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবোনা, আমার ভাষা তোমার ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা। আমার মত হাজারো মানুষ তাদের দিকে ছলছল করে তাকিয়ে ছিল। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের ঐতিহ্য, একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার অঘোষিত দলিল। একুশে ফেব্রুয়ারিকে জাতিসংঘ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজকে বিশ্বের অনেক দেশ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উদযাপন করবে। আজকে ঢাকার শহীদ মিনার, স্মৃতিসৌধ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গার স্মৃতিসৌধ গুলো ফুলে ফুলে সুসজ্জিত হবে। সবাই ভাষা শহীদদের স্মরণ করবে, তাদের জন্য দোয়া করবে। ধন্য সে সব শহীদের বাবা-মা আত্মীয়স্বজন পরিবার, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। তাদেরকে সব সময় বিনম্র শ্রদ্ধা জানাই।
ছোট ছোট বাচ্চাদের সাথে তাদের বাবা মায়েরা ও ছিল। তারা খুব সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মায়ের সাথে সেই স্লোগানে যুক্ত হয়েছে। তারা বড় হয়ে একদিন এই একুশে ফেব্রুয়ারীর ইতিহাস পড়বে, তারা জানবে আমাদের এই মাতৃভাষার জন্য রক্ত দিতে হয়েছে। পৃথিবীর আর কোন দেশে ভাষার জন্য রক্ত দিতে হয়েছে কিনা সেটা আমার জানা নেই। আজকে আমরা যে বাংলা ভাষায় ব্লগ লিখতেছি, আমাদের কমিউনিটির নামকরণ করা হয়েছে আমার বাংলা ব্লগ, সবাই বাংলা ভাষায় ব্লগ লিখতেছে, আমাদের সম্মানিত দাদা বাংলা ভাষাকে ভালোবাসে বিশ্বের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই কমিউনিটি ক্রিয়েট করেছেন।
প্রতিদিন শত শত বাংলা ভাষার ব্লগ ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর আনাচে-কানাচে। বিভিন্ন কর্মের মাধ্যমে কবিতা ও গানের মাধ্যমে বিভিন্ন ডাই পোস্ট সহ বিভিন্ন ক্রিয়েটিভিটির মাধ্যমে বিশ্বের দুয়ারে আমরা আমাদের বাংলা ভাষাকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। সাধারণত পৃথিবীর সব দেশেই বাঙালি মানুষ রয়েছে, তারা বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করে। আজকের এই দিনে তারাও বুক ফুলিয়ে বলতে পারবে, একুশে ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষার দিবস। অমর হোক বাংলা ভাষা, অমর হোক একুশে ফেব্রুয়ারি, অমর হোক আমার বাংলা ব্লগ।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
তারিখ | ২১-০২-২০২৫ |
সময় | সকাল ৮.০০ |
স্থান | স্টেডিয়াম রোড,নারায়ণগঞ্জ,ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আসলে আমরা অনেক শহীদের রক্তের বিনিময়ে এই বাংলা ভাষা পেয়েছি। আজকে আমরা সকলেই বাংলা ভাষায় নিজের ভাব প্রকাশ করতে পারছি, এটা সম্ভব হয়েছে রফিক, শফিক, জব্বার এছাড়া ও আরো অনেক শহীদের রক্তের বিনিময়ে।
আপনার ব্লগ পড়তে পড়তে আবেগে গা শিউরে উঠছে৷ জোর করে চাপিয়ে দিতে চায় যারা তাদের ওপর কখনও চাপিয়ে দিলে বুঝবে কেমন লাগে৷ যারা উর্দু বলতে বাধ্য করে তারা বাংলা বলে দেখুক না উর্দুর থেকেও অনেক বেশি প্রাণের মনে হবে৷
মাতৃভাষার সাথে কোন আপোষ নয়। এ আমার বাংলা। আমার আদরের আবেগের রন্ধ্রের ভাষা৷